হায়দরাবাদ: ত্বক ভালো রাখতে নিয়মিত ক্লেনজিং, টোনিং এবং ময়েশ্চরাইজিং প্রয়োজন (Skin Care)। এইসব ব্৷বহারের পাশাপাশি নারকেল তেল ত্বকের জন্য ভীষণই উপকারী ৷ ত্বকে কুঁচকে যাওয়া ভাব থেকে জেল্লা কমে যাওয়ার মতো সমস্যা হতে পারে । তাই সরাবছর ত্বকে লাগান নারকেল তেল (Benefits of coconut oil৷) ৷ নারকেল তেলে আছে বিভিন্ন উপকারী খনিজ যা আপনার ত্বককে রাখবে মসৃণ ৷ আপনার যদি শুষ্ক ত্বক হয়ে থাকে তাহলে নারকেল তেল আপনার ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করবে ৷ রইল নারকেল তেল (Coconut Oil) ব্যহারের সহজ কিছু টিপস, যাতে আপনার ত্বক থাকবে সুন্দর ও মসৃণ।
1) ময়শ্চারাইজিং : আপনার ত্বকের ধরন অনুযায়ী নারকেল তেল দিয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন । কিন্তু তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার বেশি ব্যবহার করার প্রয়োজন নেই । সেক্ষেত্রে ত্বকের জন্য জেল ব্যবহার করতে পারেন ।
2) নজর দিন সাবানে: শুধু ময়েশ্চারাইজার নয়, নজর দিন সাবানের ক্ষেত্রে । বেশি সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার না করাই ভালো । গ্লিসারিন-যুক্ত সাবান ব্যবহার করুন এবং স্নানের পর নারকেল তেল ব্যবহার করুন এতে ত্বক থাকবে মসৃণ ।
আরও পড়ুন: চুলকে সুস্থ রাখবেন কীভাবে, জেনে নিন কয়েকটি টিপস
3) নারকেল তেলের উপকারিতা: স্কিনের জন্য সবচেয়ে উপকারী হল নারকেল তেল । স্নানের আগে নারকেল তেল ব্যবহার করুন এবং স্নানের পরেও ব্যবহার করতে পারেন । নারকেল তেল ব্যবহারের ফলে ত্বকে ময়েশ্চারাইজারের কাজ করে। যা ত্বকের টান টান ভাব কম রাখতে সাহায্য করবে ৷
4) ঠোঁটের যত্ন: ঠোঁট ফাটা থেকে মুক্তি পেতে নারকেল তেল বিশেষভাবে উপযোগী ।
5) চুলের যত্ন: ত্বকের পাশাপাশি চুলে নারকেল তেল ব্যবহার করতে পারেন । স্নানের আগে নারকেল তেল হালকা গরম করে চুলের স্ক্যাল্পে লাগিয়ে শ্যম্পু করে ধুয়ে ফেলুন ৷ এতে চুল থাকবে ঘন কালো ৷