ETV Bharat / sukhibhava

Heart Attack: হার্টফেল হওয়ার আগে সাবধানী-সংকেত, জানাচ্ছেন বিশেষজ্ঞরা - কার্ডিয়াক অ্যারেস্ট

You are alarmed before heart attack: আগাম সংকেত দিয়েই হার্টফেল । তাই, কোনওরকম উপসর্গ অবহেলা করবেন না ৷ শরীর ভালো না লাগলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ৷ তাতে হার্টফেল থেকে রক্ষা পাবেন ৷

ETV Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jul 23, 2023, 1:19 PM IST

লখনউ: হৃদরোগে হঠাৎ আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা শোনাই যায় । জানেন কি, হার্টফেল হওয়ার আগে আগাম সতর্কতা দেয় । খেয়াল রাখুন সেই ধরণের উপসর্গেই । চিকিৎসকরা জানাচ্ছেন, হার্টফেল হওয়ার আগে বেশ কয়েকটি সংকেত পাঠায় এবং আসন্ন বিপদ সম্পর্কে আপনাকে সতর্ক করে । মারাত্মক ক্লান্তি ও পায়ের ফোলাভাব থাকলে উপেক্ষা করবেন না । হার্টফেলের আগে যা বিপদ সংকেত বলেই মত বিশেষজ্ঞদের ।

এই বিষয়ে মেদান্ত হাসপাতালের সিনিয়র কার্ডিওলজিস্ট চিকিৎসক নকুল সিনহা বলেন," বেশিরভাগ ক্ষেত্রেই রোগীর গাফিলতির কারণেই হার্টফেল হয় । মনে রাখতে হবে, ক্লান্তি, শ্বাসকষ্ট, ব্যক্তিগত ও পেশাগত কাজ স্বাভাবিকভাবে করতে না পারা,কারণ ছাড়াই ওজন বেড়ে যাওয়া,পা ফুলে যাওয়া এগুলি সবই আপনার হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ ৷ এই ধরনের উপসর্গগুলি বুঝে সেইমতো কাজ করার চেষ্টা করুন ৷ কার্ডিয়াক অ্যারেস্ট হঠাৎ করে হয় ৷ কিন্তু হার্টের সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকে । যা প্রাথমিক পর্যায়েই সনাক্ত করা যায় ৷ "

আরেক প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মনসুর হাসানের কথায়,"কনজেস্টিভ হার্ট ফেলিওর বা হার্ট ফেলিওর এমন একটা অবস্থা যেখানে যতটা কার্যকর ততটা রক্ত হৃৎপিণ্ড পাম্প করতে পারে না ৷ কনজেস্টিভ হার্ট ফেলিওরের কোনও নির্দিষ্ট লক্ষণ নেই ৷ তাই আপনার যদি উপরোক্ত এমন কোনও উপসর্গ থাকে যা আপনাকে কয়েকদিন বা সপ্তাহ ধরে বিরক্ত করছে তাহলে ডাক্তার দেখানো জরুরি ৷"

নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেন,"10 বছর আগে আমার বুকে ব্যথা হয়েছিল ৷ ব্যথার এক ঘণ্টার মধ্যে আমার স্টেন্ট বসানো হয়েছিল । এখন 86 বছর বয়সেও আপনার সামনে আছি ৷" চিকিৎসকরা বলছেন, হৃদরোগের প্রাথমিক রোগ নির্ণয় এবং চিকিৎসাই হল নিজেকে রক্ষা করার সর্বোত্তম উপায় ৷

আরও পড়ুন : বুদ্ধি করে কীভাবে শিশুদের জাঙ্কফুড থেকে বিরত রাখবেন ? রইল টিপস

চিকিৎসক সিনহার বক্তব্য , " হৃদরোগের প্রথম পর্যায়ের চিকিৎসা সবচেয়ে কার্যকর ৷ অন্যদিকে, তৃতীয় পর্যায়ের জটিলতাগুলি আরও বড় চ্যালেঞ্জ তৈরি করে ৷ আগে হৃদযন্ত্রের ব্যর্থতা 65 বছরের বেশি বয়সি ব্যক্তিদের মধ্যে হাসপাতালে ভর্তির একটি প্রধান কারণ ছিল ৷ কিন্তু আজকাল মানুষের জীবনধারা, অতিমাত্রায় দূষণ ও মানসিক চাপের কারণে 60 বা 65 বছরের কম বয়সিরাও হৃদরোগের সম্মুখীন হচ্ছেন ৷ এর উল্লেখযোগ্য প্রভাব থাকা সত্ত্বেও, হার্টফেল বেশিরভাগ সময়ই নিজেদের ব্যাপক ভুল বোঝা থেকে হয়ে যায় ৷ সংকেত পেলেও আমরা তার যথাযথ গুরুত্ব না দেওয়ায় হার্টফেলের মতো বড় ঘটনা ঘটে ৷"

লখনউ: হৃদরোগে হঠাৎ আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা শোনাই যায় । জানেন কি, হার্টফেল হওয়ার আগে আগাম সতর্কতা দেয় । খেয়াল রাখুন সেই ধরণের উপসর্গেই । চিকিৎসকরা জানাচ্ছেন, হার্টফেল হওয়ার আগে বেশ কয়েকটি সংকেত পাঠায় এবং আসন্ন বিপদ সম্পর্কে আপনাকে সতর্ক করে । মারাত্মক ক্লান্তি ও পায়ের ফোলাভাব থাকলে উপেক্ষা করবেন না । হার্টফেলের আগে যা বিপদ সংকেত বলেই মত বিশেষজ্ঞদের ।

এই বিষয়ে মেদান্ত হাসপাতালের সিনিয়র কার্ডিওলজিস্ট চিকিৎসক নকুল সিনহা বলেন," বেশিরভাগ ক্ষেত্রেই রোগীর গাফিলতির কারণেই হার্টফেল হয় । মনে রাখতে হবে, ক্লান্তি, শ্বাসকষ্ট, ব্যক্তিগত ও পেশাগত কাজ স্বাভাবিকভাবে করতে না পারা,কারণ ছাড়াই ওজন বেড়ে যাওয়া,পা ফুলে যাওয়া এগুলি সবই আপনার হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ ৷ এই ধরনের উপসর্গগুলি বুঝে সেইমতো কাজ করার চেষ্টা করুন ৷ কার্ডিয়াক অ্যারেস্ট হঠাৎ করে হয় ৷ কিন্তু হার্টের সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকে । যা প্রাথমিক পর্যায়েই সনাক্ত করা যায় ৷ "

আরেক প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মনসুর হাসানের কথায়,"কনজেস্টিভ হার্ট ফেলিওর বা হার্ট ফেলিওর এমন একটা অবস্থা যেখানে যতটা কার্যকর ততটা রক্ত হৃৎপিণ্ড পাম্প করতে পারে না ৷ কনজেস্টিভ হার্ট ফেলিওরের কোনও নির্দিষ্ট লক্ষণ নেই ৷ তাই আপনার যদি উপরোক্ত এমন কোনও উপসর্গ থাকে যা আপনাকে কয়েকদিন বা সপ্তাহ ধরে বিরক্ত করছে তাহলে ডাক্তার দেখানো জরুরি ৷"

নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেন,"10 বছর আগে আমার বুকে ব্যথা হয়েছিল ৷ ব্যথার এক ঘণ্টার মধ্যে আমার স্টেন্ট বসানো হয়েছিল । এখন 86 বছর বয়সেও আপনার সামনে আছি ৷" চিকিৎসকরা বলছেন, হৃদরোগের প্রাথমিক রোগ নির্ণয় এবং চিকিৎসাই হল নিজেকে রক্ষা করার সর্বোত্তম উপায় ৷

আরও পড়ুন : বুদ্ধি করে কীভাবে শিশুদের জাঙ্কফুড থেকে বিরত রাখবেন ? রইল টিপস

চিকিৎসক সিনহার বক্তব্য , " হৃদরোগের প্রথম পর্যায়ের চিকিৎসা সবচেয়ে কার্যকর ৷ অন্যদিকে, তৃতীয় পর্যায়ের জটিলতাগুলি আরও বড় চ্যালেঞ্জ তৈরি করে ৷ আগে হৃদযন্ত্রের ব্যর্থতা 65 বছরের বেশি বয়সি ব্যক্তিদের মধ্যে হাসপাতালে ভর্তির একটি প্রধান কারণ ছিল ৷ কিন্তু আজকাল মানুষের জীবনধারা, অতিমাত্রায় দূষণ ও মানসিক চাপের কারণে 60 বা 65 বছরের কম বয়সিরাও হৃদরোগের সম্মুখীন হচ্ছেন ৷ এর উল্লেখযোগ্য প্রভাব থাকা সত্ত্বেও, হার্টফেল বেশিরভাগ সময়ই নিজেদের ব্যাপক ভুল বোঝা থেকে হয়ে যায় ৷ সংকেত পেলেও আমরা তার যথাযথ গুরুত্ব না দেওয়ায় হার্টফেলের মতো বড় ঘটনা ঘটে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.