ETV Bharat / sukhibhava

Health Tips: সদ্যজাত শিশুকে দেখতে যাচ্ছেন ? মনে রাখুন কয়েকটি জরুরি কথা - Tips For Visiting Newborns

সদ্যজাত শিশুকে দেখতে আত্মীয় বাড়ি যাওয়ার আগে মনে রাখুন কয়েকটি জরুরি পরামর্শ ৷ যাওয়ার আগে ফোন করে যাওয়া থেকে শুরু শিশুর গায়ে হাত দেওয়ার সময় পর্যন্ত বেশ কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা দরকার ৷ না-হলে তা শিশুর জন্য় মারাত্মক হতে পারে (Tips For Visiting Newborns)৷

Health Tips
সদ্যজাত শিশুকে দেখতে যাচ্ছেন ? মনে রাখুন কয়েকটি জরুরী কথা
author img

By

Published : Jul 9, 2022, 9:14 PM IST

হায়দরাবাদ: সদ্যজাত শিশুকে দেখতে আত্মীয় বাড়ি যাওয়ার চেয়ে বড় আনন্দের মুহূর্ত খুব কমই আছে ৷ কিন্তু যখন আপনি কোনও বন্ধু-বান্ধবের বাড়ি বা আত্মীয়ের বাড়িতে তাদের পরিবারের নতুন সদস্যকে দেখতে যাচ্ছেন, কতকগুলি বিষয় মেনে চলা একান্ত প্রয়োজন ৷ সদ্যজাত শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত যত্ন নিতেই হয় ৷ তাই ডঃ বংশিকা গুপ্ত কয়েকটি বিষয় মনে রাখার পরামর্শ দেন যা অত্যন্ত জরুরি (Tips For Visiting Newborns):

  1. যাওয়ার আগে ফোন করে নিন: নবজাতকের বাড়ি যাওয়ার আগে অবশ্য়ই ফোন করে নিন ৷ কারণ নবজাতকের দেখভাল করতে গিয়ে পরিবারকে অতিরিক্ত চাপ সহ্য করতেই হয় ৷ নিশ্চিত করুন আপনার আগমন যাতে বিশেষ কোনও চাপ তৈরি না-করে ৷ বিশেষত অনেকসময়ই বাচ্চা রাতে উঠে কাঁদতে থাকায় মা-বাবার ঘুম হয় না ৷ তাই সকালে দু'জনেই ক্লান্ত হয়ে পড়েন তাই যাওয়ার আগে খবরাখবর নিয়ে নিন ৷
  2. বাচ্চাকে কোলে নিয়ে আদর করার কথা না-ভাবাই ভালো: নবজাতকেরা স্পর্শ, গন্ধ এবং আলোর প্রতি সংবেদনশীল হয় । মায়ের স্পর্শ তাদের কাছে সবচেয়ে কমফোর্ট জোন ৷ তাছাড়া শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাও ততটা তৈরি হয় না ৷ তাই তাদের স্পর্শ করার বিষয়ে সাবধান থাকা একান্ত জরুরি ৷
  3. আপনি কী চাইছেন ভুলে নতুন বাবা-মায়ের কী দরকার তার খেয়াল রাখুন: আপনার সমস্ত চাহিদা হয়ত এসময় পূর্ণ নাও হতে পারে ৷ তবে এসময় আপনার খেয়াল রাখা দরকার নতুন বাবা মায়ের কী প্রয়োজন ! তাঁদের চাহিদার কথা খেয়াল রাখুন ৷ বুঝুন কখন তাঁদের সত্যিই বিশ্রামের প্রয়োজন ৷ প্রসবোত্তর কালে অনেকরকম উদ্বেগ দেখা দেয় নতুন মায়ের মধ্যে ৷ তাঁর সঙ্গে কথা বলে তাঁকে শান্ত করুন ৷
  4. আপ্যায়ন করা হল না, একথা না-ভেবে সাহায্য়ের কথা ভাবুন: একথা মনে আনবেন না যে, কেন আপনাকে ঠিকঠাক আপ্যায়ন করা হল না ৷ বরং এটা ভাবুন যে আপনি কী তাঁদের কোনও সাহায্য করতে পারেন ? দরকারে তাঁদের কাপড় জামা লন্ড্রিতে পৌঁছে দিতে সাহায্য় করুন ৷ কোনও খাবার দাবারের প্রয়োজন হলে তা কিনে এনে দিন ৷
  5. বাচ্চার সঙ্গে দেখা করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখুন: আপনি অসুস্থ হলে মোটেই বাচ্চার কাছে যাবেন না ৷ এমনকী সামান্য সর্দি কাশিও নবজাতকের জন্য় মারাত্মক হতে পারে ৷ পারফিউম, কোলোন, আফটার শেভ, প্রচন্ড সুগন্ধযুক্ত বডি ক্রিম এড়িয়ে যাওয়াই ভালো ৷ কারণ তা বাচ্চাদের অস্বস্তির কারণ হতে পারে ৷ বাচ্চাদের চুমু দেবেন না ৷ গলার স্বর কম রাখুন ৷ বাচ্চার গায়ে হাত দেওয়ার আগে হাত ধুয়ে নিন ৷

আরও পড়ুন: এই আংটি সত্যিই বদলে দেয় জীবন

হায়দরাবাদ: সদ্যজাত শিশুকে দেখতে আত্মীয় বাড়ি যাওয়ার চেয়ে বড় আনন্দের মুহূর্ত খুব কমই আছে ৷ কিন্তু যখন আপনি কোনও বন্ধু-বান্ধবের বাড়ি বা আত্মীয়ের বাড়িতে তাদের পরিবারের নতুন সদস্যকে দেখতে যাচ্ছেন, কতকগুলি বিষয় মেনে চলা একান্ত প্রয়োজন ৷ সদ্যজাত শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত যত্ন নিতেই হয় ৷ তাই ডঃ বংশিকা গুপ্ত কয়েকটি বিষয় মনে রাখার পরামর্শ দেন যা অত্যন্ত জরুরি (Tips For Visiting Newborns):

  1. যাওয়ার আগে ফোন করে নিন: নবজাতকের বাড়ি যাওয়ার আগে অবশ্য়ই ফোন করে নিন ৷ কারণ নবজাতকের দেখভাল করতে গিয়ে পরিবারকে অতিরিক্ত চাপ সহ্য করতেই হয় ৷ নিশ্চিত করুন আপনার আগমন যাতে বিশেষ কোনও চাপ তৈরি না-করে ৷ বিশেষত অনেকসময়ই বাচ্চা রাতে উঠে কাঁদতে থাকায় মা-বাবার ঘুম হয় না ৷ তাই সকালে দু'জনেই ক্লান্ত হয়ে পড়েন তাই যাওয়ার আগে খবরাখবর নিয়ে নিন ৷
  2. বাচ্চাকে কোলে নিয়ে আদর করার কথা না-ভাবাই ভালো: নবজাতকেরা স্পর্শ, গন্ধ এবং আলোর প্রতি সংবেদনশীল হয় । মায়ের স্পর্শ তাদের কাছে সবচেয়ে কমফোর্ট জোন ৷ তাছাড়া শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাও ততটা তৈরি হয় না ৷ তাই তাদের স্পর্শ করার বিষয়ে সাবধান থাকা একান্ত জরুরি ৷
  3. আপনি কী চাইছেন ভুলে নতুন বাবা-মায়ের কী দরকার তার খেয়াল রাখুন: আপনার সমস্ত চাহিদা হয়ত এসময় পূর্ণ নাও হতে পারে ৷ তবে এসময় আপনার খেয়াল রাখা দরকার নতুন বাবা মায়ের কী প্রয়োজন ! তাঁদের চাহিদার কথা খেয়াল রাখুন ৷ বুঝুন কখন তাঁদের সত্যিই বিশ্রামের প্রয়োজন ৷ প্রসবোত্তর কালে অনেকরকম উদ্বেগ দেখা দেয় নতুন মায়ের মধ্যে ৷ তাঁর সঙ্গে কথা বলে তাঁকে শান্ত করুন ৷
  4. আপ্যায়ন করা হল না, একথা না-ভেবে সাহায্য়ের কথা ভাবুন: একথা মনে আনবেন না যে, কেন আপনাকে ঠিকঠাক আপ্যায়ন করা হল না ৷ বরং এটা ভাবুন যে আপনি কী তাঁদের কোনও সাহায্য করতে পারেন ? দরকারে তাঁদের কাপড় জামা লন্ড্রিতে পৌঁছে দিতে সাহায্য় করুন ৷ কোনও খাবার দাবারের প্রয়োজন হলে তা কিনে এনে দিন ৷
  5. বাচ্চার সঙ্গে দেখা করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখুন: আপনি অসুস্থ হলে মোটেই বাচ্চার কাছে যাবেন না ৷ এমনকী সামান্য সর্দি কাশিও নবজাতকের জন্য় মারাত্মক হতে পারে ৷ পারফিউম, কোলোন, আফটার শেভ, প্রচন্ড সুগন্ধযুক্ত বডি ক্রিম এড়িয়ে যাওয়াই ভালো ৷ কারণ তা বাচ্চাদের অস্বস্তির কারণ হতে পারে ৷ বাচ্চাদের চুমু দেবেন না ৷ গলার স্বর কম রাখুন ৷ বাচ্চার গায়ে হাত দেওয়ার আগে হাত ধুয়ে নিন ৷

আরও পড়ুন: এই আংটি সত্যিই বদলে দেয় জীবন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.