- ডিটারজেন্ট বা ক্লেনজার দিয়ে ওয়ার্ডরোবের শুকনো দাগ তুলে ফেলুন
আপনার আলমারি কী দিয়ে তৈরি, তার ভিত্তিতে আপনি ডিটারজেন্ট, সাবান বা ক্লেনজার দিয়ে সঙ্গে সঙ্গে দাগ তুলে ফেলুন । ওয়ার্ডরোব বা কাবার্ডে যে দাগ হয়, তা সাধারণত ধুলো জমে হয়ে থাকে । কিন্তু স্পিল থেকেও অনেক সময় ছোপ তৈরি হয় । শুকিয়ে যাওয়াকর আগে সঙ্গে সঙ্গে তা তুলে ফেলুন ।
- শীতের পোশাক বাঁচাতে আলমারি থেকে পোকা তাড়ান
পোকারা পোশাকে লেগে থাকা ঘাম, চুল ও শরীরের তেলতেলে অংশের দিকে আকৃষ্ট হয়, বিশেষ করে সেইসব জামায়, যা প্রাকৃতিক ফাইবারে তৈরি । যদিও আমরা আলমারিতে তোলার আগে জামাকাপড় ধুয়ে নিই, কিন্তু তাও এরা চলে আসে । একটা ছোট কাপড়ের ব্যাগের মধ্যে শুকনো রোজমেরি, লবঙ্গ, ল্যাভেন্ডার বা বে লিফ রেখে আপনার ড্রয়ার বা ওয়ার্ডরোবে রেখে দিন । এইসব গাছগাছালি থেকে তৈরি তেল আলমারির মধ্যে ছড়িয়ে দিন যাতে পোকার হাত থেকে রেহাই মেলে । এসেনশিয়াল অয়েল ডিফিউজারও ব্যবহার করতে পারেন ।
- ওয়ার্ডরোবে পোশাক রাখতে মোটা কাঠের হ্যাঙার ব্যবহার করুন
সমস্ত জামাকাপড়কে ইস্ত্রি করে ভাঁজ করে রাখা যায় না । কয়েকটির ক্ষেত্রে ঝুলিয়ে রাখার দরকার হয় । এগুলোকে আপনি হ্যাঙারের সাহায্যে রাখতে পারেন । এই হ্যাঙার আপনাকে পোশাকের কাঁধের কাছে ভাঁজগুলো ঠিক রাখতে সাহায্য করবে । এছাড়াও প্রত্যেকটা পোশাকের মাঝে অন্তত এক ইঞ্চি করে জায়গা থাকবে, যাতে হাওয়া চলাচল করে ।
- পোশাক ও আলমারির আয়ু বৃদ্ধির জন্য গুছিয়ে রাখা অভ্যাস করুন
ওয়াক ইন ক্লোজেট হোক বা কয়েকটা তাক, আপনি যেভাবে জামাকাপড় রাখেন, তা দীর্ঘদিন ধরে তাদের টিকিয়ে রাখে । সাধারণ নিয়ম অনুসরণ করে ভারী সোয়েটার ওপরের তাকে রাখুন, রাখার আগে বোতামগুলো বা চেনটা আটকে দিন । এমনভাবে রাখুন যাতে বিশৃঙ্খল না দেখায় এবং দাগ অল্প থাকে ।
- ল্যাভেন্ডার বা জেরানিয়াম এসেনশিয়াল অয়েল দিয়ে আলমারি সুরভিত রাখুন
ল্যাভেন্ডার, জেরানিয়াম ও বেসিল এসেনশিয়াল অয়েলের মিশ্রণ ব্যবহার করে, প্রতিদিন আপনার ওয়ার্ডরোবকে সতেজ ও সুরভিত রাখুন । আপনার পোশাক ও সাজের সামগ্রীর জন্য দরকার একটা পরিচ্ছন্ন আলমারি ।
ওপরের সহজ টিপসগুলি মেনে চলুন, যাতে আপনার আলমারি ও পোশাক, দুটোই সঠিক থাকে ।