ETV Bharat / state

রায়গঞ্জে বাড়ি থেকে ডেকে খুন যুবককে - Death

চিকিৎসার জন্য বন্ধন ব্যাঙ্ক থেকে 16 হাজার টাকা তুলে এনেছিল আবদুল আজিজ । তারপরই রাতে তাঁকে ডেকে নিয়ে গিয়ে খুন করে দুষ্কৃতীরা । তবে কী কারণে খুন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ।

প্রতীকী ছবি
author img

By

Published : Jul 9, 2019, 11:07 PM IST

রায়গঞ্জ, ৯ জুলাই : বাড়ি থেকে ডেকে নিয়ে এসে খুন করা হল এক যুবককে । রায়গঞ্জ থানার 3 নম্বর মহিপুর গ্রামপঞ্চায়েতের ডাঙিপাড়া এলাকার ঘটনা । মৃতের নাম আবদুল আজিজ (30) । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ । মৃতের পরিবারের তরফ থেকে রায়গঞ্জ থানায় খুনের মামলা দায়ের করা হয়েছে ।

রায়গঞ্জ থানার তিন নম্বর মহিপুর গ্রামপঞ্চায়েতের বর্ষিয়ান গ্রামের বাসিন্দা আবদুল । চিকিৎসার জন্য তিনি বন্ধন ব্যাঙ্ক থেকে 16 হাজার টাকা তুলে আনেন । এরপরই গতরাতে কয়েকজন দুষ্কৃতী তাঁকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ মৃতের স্ত্রী সালেমা খাতুনের । সেইসময় আজিজের কাছে ওই টাকা ও একটি সোনার আংটি ছিল বলে দাবি সালেমার । আজ সকালে স্থানীয় বাসিন্দারা ডাঙিপাড়ায় একটি বাঁশঝাড়ের কাছে আবদুলের মৃতদেহ পড়ে থাকতে দেখেন । তাঁর শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও জানা যায় ।

স্থানীয় বাসিন্দা সলমত আলি বলেন, "আজিজ খুব ভালো ছেলে । নিষ্পাপ মানুষ ছিল । সে কৃষিকাজ করে সংসার চালাত । চিকিৎসার জন্য সে বন্ধন ব্যাঙ্ক থেকে তুলে নিয়ে আসেন । এরপরই রাতের বেলা তাঁকে ডেকে নিয়ে গিয়ে দুষ্কৃতীরা খুন করে । তবে সঠিক কী কারণে খুন করা হয়েছে তা পুলিশ তদন্ত করুক ।"

পুলিশ জানায়, মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি ।

রায়গঞ্জ, ৯ জুলাই : বাড়ি থেকে ডেকে নিয়ে এসে খুন করা হল এক যুবককে । রায়গঞ্জ থানার 3 নম্বর মহিপুর গ্রামপঞ্চায়েতের ডাঙিপাড়া এলাকার ঘটনা । মৃতের নাম আবদুল আজিজ (30) । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ । মৃতের পরিবারের তরফ থেকে রায়গঞ্জ থানায় খুনের মামলা দায়ের করা হয়েছে ।

রায়গঞ্জ থানার তিন নম্বর মহিপুর গ্রামপঞ্চায়েতের বর্ষিয়ান গ্রামের বাসিন্দা আবদুল । চিকিৎসার জন্য তিনি বন্ধন ব্যাঙ্ক থেকে 16 হাজার টাকা তুলে আনেন । এরপরই গতরাতে কয়েকজন দুষ্কৃতী তাঁকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ মৃতের স্ত্রী সালেমা খাতুনের । সেইসময় আজিজের কাছে ওই টাকা ও একটি সোনার আংটি ছিল বলে দাবি সালেমার । আজ সকালে স্থানীয় বাসিন্দারা ডাঙিপাড়ায় একটি বাঁশঝাড়ের কাছে আবদুলের মৃতদেহ পড়ে থাকতে দেখেন । তাঁর শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও জানা যায় ।

স্থানীয় বাসিন্দা সলমত আলি বলেন, "আজিজ খুব ভালো ছেলে । নিষ্পাপ মানুষ ছিল । সে কৃষিকাজ করে সংসার চালাত । চিকিৎসার জন্য সে বন্ধন ব্যাঙ্ক থেকে তুলে নিয়ে আসেন । এরপরই রাতের বেলা তাঁকে ডেকে নিয়ে গিয়ে দুষ্কৃতীরা খুন করে । তবে সঠিক কী কারণে খুন করা হয়েছে তা পুলিশ তদন্ত করুক ।"

পুলিশ জানায়, মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি ।

রায়গঞ্জ, ২৩ জুন, প্রসুন মৈত্র : চোপড়ার কালাগছ থেকে হপ্তিয়া পর্যন্ত রাজ্য সড়ক বেহাল হওয়ার প্রতিবাদে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কালাগছের এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ। পুলিশের আশ্বাসে প্রায় ঘন্টা দেড়েক পর অবরোধ উঠিয়ে নেয় গ্রামবাসীরা। এদিন বেলা এগারোটা নাগাদ কালাগছ এলাকার ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কালাগছের এলাকাবাসীরা। অভিযোগ বাইপাসের রাস্তা তৈরির সরঞ্জাম নিয়ে নিয়মিত বেহাল রাজ্য সড়কের উপর দিয়ে হেভিওয়েট গাড়িগুলো চলাচল করে। ফলে খারাপ রাস্তা হওয়ায় ওই ভারি যান চলাচল করলে রাস্তার পরিনতি আরও ভয়াবহ হয়ে উঠবে। এতে এলাকাবাসীরা প্রায় দিনই এই রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ছে। গ্রামবাসীদের দাবি বাইপাসের কাজের জন্য ভারি যানগুলো অন্য রাস্তা দিয়ে চলাচল করুক। এব্যাপারে প্রশাসন কে জানানো হয়েছে। তার কোন সুরাহা না মেলায় ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। অবরোধের জেরে যান জটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ। প্রায় ঘন্টা দেড়েক পর পুলিশের আশ্বাসে এলাকাবাসীরা অবরোধ তুলে নেয়।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.