রায়গঞ্জ, ১০ জানুয়ারি : নেশায় বুঁদ হয়ে নিজের ঘরেই আত্মহত্যা করে বছর সাতাশের এক যুবক ৷ মৃতের নাম রঞ্জন কুন্ডু ৷ এরপরই এলাকার এক মাদক পাচারকারীর গাড়িতে আগুন লাগিয়ে দেন মৃতের পরিবারের সদস্যরা ৷ করণদিঘি থানার ডুমরাডাঙ্গি গ্রামে 34 নম্বর জাতীয় সড়কের ঘটনা ৷
দীর্ঘদিন ধরেই মাদক নিতেন ওই যুবক ৷ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে চেষ্টা করেও তা ছাড়াতে পারেননি ৷ তাঁকে পাঠানো হয়েছিল বিভিন্ন নেশামুক্তি কেন্দ্রেও ৷ কিন্তু লাভের লাভ কিছুই হয়নি ৷
শনিবার রাতে পরিবারের সদস্যরাই প্রথমে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান ৷ এরপর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ পরে ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে ৷ দেহ দাহ করা হয় ডুমরাডাঙ্গি শ্মশানঘাটে ৷
দাহ করে ফেরার পথে পরিবারের সদস্যরা রাস্তায় মাদক পাচারকারীর গাড়ি দেখতে পান ৷ তাঁরা সেই গাড়িতে আগুন লাগিয়ে দেন ৷ ঘটনার তদন্তে নেমেছে করণদিঘি থানার পুলিশ ৷