ETV Bharat / state

মাশরুম দিয়ে আচার-পাঁপড় তৈরি করে স্বনির্ভর চোপড়ার মহিলারা

চোপড়ায় অবস্থিত উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের ধন্দুগছ মাশরুম কৃষি প্রদর্শনী ক্ষেত্র থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন সোনাপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের মহিলারা ৷ সেই প্রশিক্ষণের পর মাশরুম উৎপাদন করছেন তাঁরা ৷ এইসব মাশরুম চাষিদের মূল বাজারটাই নির্ভর করে শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং ও পানিট্যাঙ্কিতে ।

women make pickles and papad with mushrooms in chopra north dinajpur
মাশরুম দিয়ে তৈরি আচার-পাঁপড় তৈরি করে স্বনির্ভর চোপড়ার মহিলারা
author img

By

Published : Jun 10, 2021, 2:54 PM IST

রায়গঞ্জ, 10 জুন : বিশেষজ্ঞদের থেকে প্রশিক্ষণ নিয়ে মাশরুম থেকে আচার, পাঁপড়, বড়ি সহ ভিন্ন ভিন্ন স্বাদের নানা খাবারের জিনিস উৎপাদন করে সাফল্য পেয়েছেন উত্তর দিনাজপুর জেলার চোপড়ার মাশরুম চাষিরা । মূলত গ্রামের মহিলাদের স্বনির্ভর হয়ে ওঠার অন্যতম মাধ্যম হল এই মাশরুম চাষ । কিন্তু লকডাউনের জেরে উৎপাদিত মাশরুম বাজারে বিক্রি করতে না পারায় কিছুটা সমস্যার মুখে পড়েছেন তাঁরা । তাই তাঁরা মাশরুম দিয়ে তৈরি আচার, পাঁপড়, বড়ি প্যাকেটজাত করে স্থানীয় বাজারে বিক্রি করছেন ৷

women make pickles and papad with mushrooms in chopra north dinajpur
মাশরুম চাষ

চোপড়ায় অবস্থিত উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের ধন্দুগছ মাশরুম কৃষি প্রদর্শনী ক্ষেত্র থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন সোনাপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের মহিলারা ৷ সেই প্রশিক্ষণের পর থেকে মাশরুম উৎপাদন করছেন তাঁরা ৷ এইসব মাশরুম চাষিদের মূল বাজারটাই নির্ভর করে শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং ও পানিট্যাঙ্কিতে । কিন্তু সে সব জায়গায় লকডাউনের কারণে গাড়ি চলাচল বন্ধ থাকায় তাঁদের উৎপাদিত মাশরুম বাইরের বাজারে বিক্রি করতে পারছেন না । এই অবস্থায় তাঁরা মাশরুম দিয়ে তৈরি করছেন আচার, পাঁপড় ও বড়ির মতো নানা স্বাদের খাদ্যসামগ্রী । যা বর্তমানে স্থানীয় বাজারগুলিতে বিক্রি করার পাশাপাশি লকডাউন উঠে গেলে বাইরের বাজারে রফতানি করার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷

মাশরুম দিয়ে তৈরি আচার-পাঁপড় তৈরি করে স্বনির্ভর চোপড়ার মহিলারা

আরও পড়ুন : লাভজনক, তাই সূর্যমুখী চাষে ঝোঁক বাড়ছে বীরভূমের চাষিদের

উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ গবেষক অঞ্জলি শর্মা জানিয়েছেন, এলাকার অধিকাংশ মাশরুম চাষি প্রশিক্ষণপ্রাপ্ত । তাঁদের মধ্যে অনেকেই মাশরুম চাষ করে সংসার প্রতিপালন করে থাকেন । তাঁদের উৎপাদিত মাশরুম লকডাউনের কারণে বাইরের বাজারে বিক্রি করতে পারছেন না ৷ তাই সেই মাশরুম দিয়ে আচার, পাঁপড় ও বড়ি সহ নানান খাদ্যসামগ্রী তৈরি করছেন তাঁরা ৷ সেই মাশরুমের আইটেমগুলি প্যাকেটজাত করে স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে । লাভের মুখও দেখছেন চোপড়ার মহিলা মাশরুম চাষিরা ।

রায়গঞ্জ, 10 জুন : বিশেষজ্ঞদের থেকে প্রশিক্ষণ নিয়ে মাশরুম থেকে আচার, পাঁপড়, বড়ি সহ ভিন্ন ভিন্ন স্বাদের নানা খাবারের জিনিস উৎপাদন করে সাফল্য পেয়েছেন উত্তর দিনাজপুর জেলার চোপড়ার মাশরুম চাষিরা । মূলত গ্রামের মহিলাদের স্বনির্ভর হয়ে ওঠার অন্যতম মাধ্যম হল এই মাশরুম চাষ । কিন্তু লকডাউনের জেরে উৎপাদিত মাশরুম বাজারে বিক্রি করতে না পারায় কিছুটা সমস্যার মুখে পড়েছেন তাঁরা । তাই তাঁরা মাশরুম দিয়ে তৈরি আচার, পাঁপড়, বড়ি প্যাকেটজাত করে স্থানীয় বাজারে বিক্রি করছেন ৷

women make pickles and papad with mushrooms in chopra north dinajpur
মাশরুম চাষ

চোপড়ায় অবস্থিত উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের ধন্দুগছ মাশরুম কৃষি প্রদর্শনী ক্ষেত্র থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন সোনাপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের মহিলারা ৷ সেই প্রশিক্ষণের পর থেকে মাশরুম উৎপাদন করছেন তাঁরা ৷ এইসব মাশরুম চাষিদের মূল বাজারটাই নির্ভর করে শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং ও পানিট্যাঙ্কিতে । কিন্তু সে সব জায়গায় লকডাউনের কারণে গাড়ি চলাচল বন্ধ থাকায় তাঁদের উৎপাদিত মাশরুম বাইরের বাজারে বিক্রি করতে পারছেন না । এই অবস্থায় তাঁরা মাশরুম দিয়ে তৈরি করছেন আচার, পাঁপড় ও বড়ির মতো নানা স্বাদের খাদ্যসামগ্রী । যা বর্তমানে স্থানীয় বাজারগুলিতে বিক্রি করার পাশাপাশি লকডাউন উঠে গেলে বাইরের বাজারে রফতানি করার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷

মাশরুম দিয়ে তৈরি আচার-পাঁপড় তৈরি করে স্বনির্ভর চোপড়ার মহিলারা

আরও পড়ুন : লাভজনক, তাই সূর্যমুখী চাষে ঝোঁক বাড়ছে বীরভূমের চাষিদের

উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ গবেষক অঞ্জলি শর্মা জানিয়েছেন, এলাকার অধিকাংশ মাশরুম চাষি প্রশিক্ষণপ্রাপ্ত । তাঁদের মধ্যে অনেকেই মাশরুম চাষ করে সংসার প্রতিপালন করে থাকেন । তাঁদের উৎপাদিত মাশরুম লকডাউনের কারণে বাইরের বাজারে বিক্রি করতে পারছেন না ৷ তাই সেই মাশরুম দিয়ে আচার, পাঁপড় ও বড়ি সহ নানান খাদ্যসামগ্রী তৈরি করছেন তাঁরা ৷ সেই মাশরুমের আইটেমগুলি প্যাকেটজাত করে স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে । লাভের মুখও দেখছেন চোপড়ার মহিলা মাশরুম চাষিরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.