রায়গঞ্জ, 12 মার্চ : আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ । ধৃতের নাম পলি মিত্র ৷ অভিযুক্তর বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা এবং খুনের চেষ্টার অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা ঋজু করেছে পুলিশ ৷
রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার জানান, " অভিযোগ, দোল খেলার দিনে রায়গঞ্জের সেবকপল্লী এলাকার বাসিন্দা তাতন মিত্র দলবল নিয়ে এলাকার কয়েকটি বাড়িতে তোলাবাজির চেষ্টা চালায় । তাদের বাধা দিতে গেলে তাতন মিত্র ও তার স্ত্রী পলি মিত্র এলাকার এক মহিলাকে মারধর করে । পুলিশের কাছে তাতন মিত্র-সহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে এলাকাবাসীরা ।"
ঘটনার তদন্তে নেমে গতকাল রাতে পলি মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ । যদিও মূল অভিযুক্ত তাতন মিত্র পলাতক । তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।