রায়গঞ্জ, 13 মে : বাঁশ কাটা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা । পরে মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে । মারধরের পাশাপাশি মহিলার ঘরেও ভাঙচুর চালানো হয় । রায়গঞ্জের মহারাজা এলাকার ঘটনা। বর্তমানে রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন তিনি । তিন যুবকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।
রায়গঞ্জ থানার মহারাজা এলাকার বাসিন্দা কৃষ্ণাদাস রায় । কৃষ্ণাদেবী জানান, পাশের বাড়ি বুলবুল রায়ের একটি বাঁশ চলে আসে তাঁর বাড়িতে। ওই বাশঁটিকে কাটার জন্য বারবার বলা সত্বেও বুলবুল কোনওরকম পদক্ষেপ করেনি । আজ কৃষ্ণা ফের বুলবুলকে বাঁশ কাটতে বলে। তখন বুলবুল কৃষ্ণাকে গালাগালি করতে শুরু করে । দু'জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, এরপরই বুলবুল, তার ভাই টুলটুল রায় ও বুলবুলের বন্ধু বিপ্লব রায় তিনজন মিলে কৃষ্ণাকে বেধড়ক মারধর করে । ঘরের জিনিসপত্র ভাঙচুর করে । পরে স্থানীয়রা কৃষ্ণাকে উদ্ধার করে মহারাজা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় । পরে সেখান থেকে তাঁকে রায়গঞ্জ হাসপাতালে পাঠানো হয় ।
ওই তিনজনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।