রায়গঞ্জ, 21 ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গ দুর্নীতির আতুড় ঘর হিসেবে পরিণত হয়েছে । রাজ্যকে দূর্নীতির হাত থেকে বাঁচাতেই হবে । আজ তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এবং শালিকাকে সিবিআইয়ের নোটিস প্রসঙ্গে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চোধুরী। বলেন, "কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার কে করছে... সেটা আর রাজ্যের মানুষকে বলে দিতে হয় না । রাজ্যের মানুষ একদম নির্দিষ্ট দিকে উচ্চারণ করেন । পশ্চিমবঙ্গের ছোট থেকে বড় সবাই জানেন এই দুর্নীতির সঙ্গে কে যুক্ত আছেন । স্বাভাবিকভাবে সিবিআই তদন্ত সেই অভিমুখেই রওনা হয়েছে ।"
কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে বাঁচানোর জন্য অনেক কিছু করেছেন । তাঁকে বুক দিয়ে আগলে রেখেছিলেন । এবার মুখ্যমন্ত্রী কী ভূমিকা নেন সেদিকে তিনি তাকিয়ে আছেন ।
অভিষেকের স্ত্রীকে সিবিআইয়ের নোটিস প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ করেছে । সেই প্রসঙ্গে দেবশ্রী বলেন, "রাজ্যের সবাই জানেন কয়লা দুর্নীতির সঙ্গে কে জড়িত । কয়লা দুর্নীতিতে বিনয় মিশ্রের নাম পাওয়া যায় । যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত । এখন সিবিআই তাকে গ্রেপ্তার করতে পারেনি । এই ঘটনা নিয়ে বিভিন্ন মন্তব্য চলছে । বহুদিন ধরে সিবিআইয়ের নজর আছে । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে সিবিআই নোটিশ দিয়ে তদন্ত মূল নিশানায় নিয়ে গিয়েছে ।"
দেবশ্রী চৌধুরী আরও বলেন, "সিবিআই তদন্ত যখন একটি ডিরেকশন নিয়ে গিয়েছে তখন সিবিআইয়ের হাতে কিছু সূত্র আছে । অভিষেকের স্ত্রীকে আগে সোনা-সহ বিমানবন্দরে দেখা গিয়েছিল । এই ঘটনায় প্রমান যে, কেউই ধোয়া তুলসি পাতা নন ।"
দেবশ্রী চৌধুরী আরও বলেন, "দুর্নীতিতে পশ্চিমবঙ্গ আতুড় ঘরে পরিণত হয়েছে । রাজ্যের মানুষ এর বিচার চাইছেন । তদন্তের দাবি করছেন ।" সিবিআই অভিষেকের স্ত্রীকে নোটিশ দিয়ে তদন্তের গতি বাড়াচ্ছে বলে মন্ত্রী জানিয়েছেন ।