রায়গঞ্জ, 16 মার্চ : সাত বছর কম সময় নয় ৷ উত্তর দিনাজপুর জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদে দায়িত্ব সামলেছেন নিজের সবটুকু দিয়ে ৷ সেই তিনিই এবার ভোটের ময়দানে। করণদিঘি বিধানসভা কেন্দ্রে এহেন গৌতম পালকে প্রার্থী করেছে তৃণমূল ৷ গতকাল থেকে তিনি প্রচার শুরু করেছেন ৷
প্রথমে গ্রামের একটি চায়ের দোকানে বসে চা খেলেন ৷ কথা বললেন স্থানীয়দের সঙ্গে ৷ জানতে চাইলেন তাঁদের সুবিধা-অসুবিধার কথা ৷ বললেন, "শুধু নির্বাচন দোরগড়ায় বলে না, সারা বছর ধরেই মানুষের পাশে থাকি ৷ তাঁদের সমস্যার সমাধানের চেষ্টা করি ৷" আশপাশের মানুষ ঘাড় হেলিয়ে সম্মতিও দেন তাঁর কথায় ৷
এরপর হেঁটে বাড়ি বাড়ি ঘোরেন গৌতমবাবু ৷ জনসংযোগের পাশাপাশি ভোট প্রার্থনা করেন ৷ সমবয়সিদের সঙ্গে খানিক আড্ডাও দেন ৷ তারই মাঝে চায়ে চুমুক দিতে দিতে চলে ভোট প্রার্থনা ৷ তৃণমূল প্রার্থীকে দেখার জন্য ভিড় জমান আলতাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন : তৃণমূলে যোগ দিয়েই বড় পদে যশবন্ত সিনহা
সবার মাঝে বসে গৌতমবাবু বললেন , "এলাকার উন্নতি করার যথাসাধ্য চেষ্টা করব ৷ এখানে পানীয় জলের সমস্যা রয়েছে ৷ প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতাল করতে হবে ৷ তাছাড়া একটা ফায়ার ব্রিগেড স্টেশনও করতে হবে ৷ "