ETV Bharat / state

একই বাস দ্বিতীয়বার সিজ় করে কাজে লাগানোর অভিযোগ - বাস সীজ

উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের তরফে সিজ় করা বাসগুলিকে পুনরায় সিজ় করে কাজে লাগানোর অভিযোগ উঠল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিরুদ্ধে । ক্ষুদ্ধ উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।

সীজ করা বাস
সীজ করা বাস
author img

By

Published : Mar 10, 2021, 4:23 PM IST

রায়গঞ্জ, 10 মার্চ : নির্বাচনের কারণে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন জেলার বাসগুলিকে সিজ় করার পরও সম্পূর্ণ অনৈতিক ও বেআইনিভাবে সেই বাসগুলি পুনরায় সিজ় করে এখানে ওখানে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিরুদ্ধে । অভিযোগ তুলেছে উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । অবিলম্বে উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে এ জেলাতেও পুলিশকে বাস দেওয়া বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন বাস সংগঠনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক । যদিও এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি রায়গঞ্জ জেলা পুলিশ সুপার ।

দীর্ঘ কয়েকমাস ধরে রায়গঞ্জ-শিলিগুড়ি রুটে উত্তর দিনাজপুর জেলার বাসগুলিকে বিভিন্ন অছিলায় শিলিগুড়িতে আটক করে পুলিশের বিভিন্ন কাজে পাঠিয়ে দিচ্ছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । শুধু বাস নেওয়াই নয়, বাসগুলি নিয়ে তার যথাযথ ভাড়া বা বাসকর্মীদের খরচও তারা দিচ্ছে না বলে অভিযোগ তুলেছে উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।

আরও পড়ুন : রায়গঞ্জে হকার উচ্ছেদ অভিযান, দেওয়া হল পুনর্বাসন

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিকের আরও অভিযোগ, নির্বাচনের জন্য উত্তর দিনাজপুর জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক রায়গঞ্জ-শিলিগুড়ি রুটের বাসগুলো সিজ় করে নেওয়ার পরেও সেই সিজ় করা বাসগুলোকেই আবারও শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সিজ় করে নিচ্ছে । এটা সম্পূর্ণ অনৈতিক এবং এক প্রকার অত্যাচার চালাচ্ছে বলে দাবি করেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ।

জেলা প্রশাসনের সিজ় করা বাস পুনরায় সিজ় করে কাজে লাগানোর অভিযোগ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিরুদ্ধে

তিনি বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে এই বিষয় নিয়ে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি । অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ না করলে আমরা উত্তর দিনাজপুর জেলাতেও পুলিশকে বাস দেওয়া বন্ধ করে দেব । যদিও এব্যাপারে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার কোনও মন্তব্য করতে চাননি ।

রায়গঞ্জ, 10 মার্চ : নির্বাচনের কারণে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন জেলার বাসগুলিকে সিজ় করার পরও সম্পূর্ণ অনৈতিক ও বেআইনিভাবে সেই বাসগুলি পুনরায় সিজ় করে এখানে ওখানে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিরুদ্ধে । অভিযোগ তুলেছে উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । অবিলম্বে উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে এ জেলাতেও পুলিশকে বাস দেওয়া বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন বাস সংগঠনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক । যদিও এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি রায়গঞ্জ জেলা পুলিশ সুপার ।

দীর্ঘ কয়েকমাস ধরে রায়গঞ্জ-শিলিগুড়ি রুটে উত্তর দিনাজপুর জেলার বাসগুলিকে বিভিন্ন অছিলায় শিলিগুড়িতে আটক করে পুলিশের বিভিন্ন কাজে পাঠিয়ে দিচ্ছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । শুধু বাস নেওয়াই নয়, বাসগুলি নিয়ে তার যথাযথ ভাড়া বা বাসকর্মীদের খরচও তারা দিচ্ছে না বলে অভিযোগ তুলেছে উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।

আরও পড়ুন : রায়গঞ্জে হকার উচ্ছেদ অভিযান, দেওয়া হল পুনর্বাসন

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিকের আরও অভিযোগ, নির্বাচনের জন্য উত্তর দিনাজপুর জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক রায়গঞ্জ-শিলিগুড়ি রুটের বাসগুলো সিজ় করে নেওয়ার পরেও সেই সিজ় করা বাসগুলোকেই আবারও শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সিজ় করে নিচ্ছে । এটা সম্পূর্ণ অনৈতিক এবং এক প্রকার অত্যাচার চালাচ্ছে বলে দাবি করেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ।

জেলা প্রশাসনের সিজ় করা বাস পুনরায় সিজ় করে কাজে লাগানোর অভিযোগ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিরুদ্ধে

তিনি বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে এই বিষয় নিয়ে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি । অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ না করলে আমরা উত্তর দিনাজপুর জেলাতেও পুলিশকে বাস দেওয়া বন্ধ করে দেব । যদিও এব্যাপারে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার কোনও মন্তব্য করতে চাননি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.