কলকাতা, দুর্গাপুর ও রায়গঞ্জ, 11 মার্চ : প্রচারে বেরিয়েছিলেন নন্দীগ্রামে ৷ চারিদিকে কর্মী-সমর্থকদের ভিড় ৷ ছিল জ়েড প্লাস নিরাপত্তা ৷ এরই মধ্যে ধাক্কাধাক্কি ৷ আহত হন মমতা ৷ পায়ে গুরুতর চোট পান৷ তড়িঘড়ি কলকাতায় নিয়ে আসা হয় মমতাকে ৷ ভর্তি করা হয় হাসপাতালে ৷ অভিযোগ, চক্রান্ত করে তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে ৷
এরপর থেকেই শুরু হয় জেলায় জেলায় বিক্ষোভ ৷ কলকাতা থেকে শহরতলি... রাজ্যের সর্বত্রই পথে নামেন তৃণমূল কর্মী ও সমর্থকরা ৷ বেলঘড়িয়া কল্যাণী এক্সপ্রেসওয়ের মুড়াগাছা মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে ৷ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে দুর্গাপুরেও ৷
আরও পড়ুন : মিথ্যা বলে নন্দীগ্রামকে কলঙ্কিত করেছেন মমতা ! বিরুলিয়ায় বিক্ষোভ বিজেপির
বিক্ষোভের আঁচ পড়েছে রায়গঞ্জেও ৷ দাহ করা হয় শুভেন্দু অধিকারীর কুশপুতুল ৷ চলে পথ অবরোধ ৷ আজ সকালেও বিক্ষোভ অব্যাহত ৷ হুগলির আরামবাগ থেকে শুরু করে মেদিনীপুরের বিভিন্ন এলাকায় আজ সকালেও বিক্ষোভ দেখায় তৃণমূল ৷