রায়গঞ্জ, 28 ফেব্রুয়ারি : কারও জামায় 'বিগ্রেড চলো' ব্যাজ, কারও হাতে লেখা 'বিগ্রেড চলো' ৷ এই 'বিগ্রেড চলো' ব্যাজই রায়গঞ্জ-কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেসের টিকিট । তবে টিকিটের উপভোক্তা কেবল লাল ঝাণ্ডাধারী বাম-কংগ্রেস জোটের কর্মী সমর্থকরাই ৷ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ৷ প্রতি বছর এভাবেই রায়গঞ্জ থেকে ট্রেনে চেপে ব্রিগেড সমাবেশে যোগ দিতে আসেন তাঁরা ৷ এবারও ছবিটা বদলাল না ৷
ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর আজ ব্রিগেডে বাম-কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির দলের মহাসমাবেশ ৷ তার আগেই গতকাল রাত থেকেই বিগ্রেড গ্রাইন্ডে ভিড় জমিয়েছে দলগুলির কর্মী সমর্থকরা ৷ বামেদের দাবি, রবিবার তাদের 7 লাখ সমর্থক হাজির হবেন ব্রিগেডে ৷ যদিও শারীরিক অসুস্থতার কারণে ব্রিগেডে থাকবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷
আরও পড়ুন :পট পরিবর্তনের খোঁজে ব্রিগেডের পথে বামেরা
করোনাবিধি মেনে ভোট মরসুমের প্রথম বিগ্রেড সমাবেশ সফল করতে তৎপর বাম-কংগ্রেস ৷