রায়গঞ্জ, 10 মার্চ : নিজ নিজ এলাকায় প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল প্রার্থীরা ৷ ব্যতিক্রম উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আসন । তৃণমূলের তরফে এখানে প্রার্থী করা হয়েছে দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে ৷ ইতিমধ্যে প্রার্থীর সমর্থনে শহরজুড়ে দেওয়াল লিখনের কাজও শুরু হয়ে গেছে ৷ কিন্তু নাম ঘোষণার 5 দিন পরেও দেখা নেই প্রার্থীর । স্বভাবতই উঠছে প্রশ্ন ৷
আরও পড়ুন : আজ সরগরম নন্দীগ্রাম ! মনোনয়ন পেশ মমতার, দলীয় কার্যালয় উদ্বোধনে শুভেন্দু
প্রার্থীপদ ও বহিরাগত তকমা নিয়ে দলের একাংশের ক্ষোভকে প্রশমিত করতেই হয়ত তৃণমূল প্রার্থীর এই স্ট্র্যাটেজিক লেট ৷ অনুমান রাজনৈতিক মহলের একাংশের । যদিও কানাইয়ালাল আগরওয়ালা অবশ্য এর অন্য ব্যাখ্যা দিয়েছেন । জানিয়েছেন, মাঠে নেমে প্রচার শুরু করতে আরও দুই-তিনদিন দেরি হবে ৷
আরও পড়ুন : সিঙ্গুর ছাড়া নন্দীগ্রামে তুফান আসত না, মনে করালেন মমতা
উত্তর দিনাজপুর জেলার সদর রায়গঞ্জ । দীর্ঘদিন ধরেই এই কেন্দ্র কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত । বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে বাম-কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী গত দু'বারের বিধায়ক মোহিত সেনগুপ্ত । বিজেপির পক্ষ থেকে এই কেন্দ্রে প্রার্থী হিসেবে বেশ কয়েক'টি নাম ঘোরাফেরা করছে । অন্যদিকে গত এক বছরেরও বেশি সময় ধরে তৃণমূল কংগ্রেসের তরফে এই কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হিসেবে রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকারের নাম সামনে আসছিল । অরিন্দম সরকারকে সামনে রেখেই বিগত দু'বছর রায়গঞ্জ শহরে তৃণমূলের তরফে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে ।
আরও পড়ুন : মেদিনীপুর থেকে তৃণমূলের পতন শুরু, বললেন বিজেপি প্রার্থী সমিত দাস
মার্চের 5 তারিখ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা প্রকাশ করেন । অরিন্দম সরকারকেই রায়গঞ্জ আসনে প্রার্থী করতে হবে এই দাবি তুলে 5 তারিখ সকালেও শহরের কয়েকটি ওয়ার্ডে মিছিল করে তিনশোর বেশি তৃণমূল কর্মী, সমর্থক ৷ স্বভাবতই প্রার্থী তালিকায় নাম না থাকায় স্থানীয় নেতৃত্বের একাংশ ক্ষোভ প্রকাশ করেন ৷ অন্যদিকে সেদিন রাত থেকেই কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে রায়গঞ্জের পশ্চিম বীরনগর এলাকায় শুরু হয় দেওয়াল লিখন ৷
কিন্তু প্রার্থী হিসেবে নাম ঘোষণার 5 দিন পেরিয়ে গেলেও একবারের জন্যও রায়গঞ্জ শহরে আসেননি কানাইয়ালাল আগরওয়াল । দলীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রায়গঞ্জ ব্লকের বিন্দোল এলাকায় (হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত) সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়ে মিটিং হয়েছিল । নিজের কেন্দ্রের এত কাছে এসেও কেন কানাইয়ালাল আগরওয়াল রায়গঞ্জ শহরে আসছেন না তা নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা ৷
এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর কটাক্ষ, "তৃণমূল প্রার্থী গোষ্ঠীকোন্দলের ভয়েই রায়গঞ্জ শহরে আসতে পারছেন না ।" একই সুর কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক পবিত্র চন্দের গলাতেও ৷
যদিও এবিষয়ে খোদ তৃণমূল প্রার্থী ফোনে জানিয়েছেন, মার্চের 12 তারিখের আগে তিনি নিজের বিধানসভা এলাকায় আসার সময় পাবেন না ৷ বলেন, "আমাকে রায়গঞ্জ আসনে প্রার্থী হিসেবে দল নির্বাচিত করেছে । পাশাপাশি জেলা সভাপতি হিসেবেও আমাকে দায়িত্ব পালন করতে হচ্ছে । শনিবার আমি হেমতাবাদ কেন্দ্রের প্রার্থীকে পরিচয় করাতেই বিন্দোল এলাকায় গিয়ে মিটিং করেছি । এদিন ওই একই কারণে আমাকে চাকুলিয়া কেন্দ্রে যেতে হচ্ছে । তাই 12 মার্চের আগে আমি রায়গঞ্জ আসার সময় পাব না । কারণ সেখানে আমাকে একটানা সময় দিতে হবে । "