ETV Bharat / state

কালীমন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যণী

রায়গঞ্জ বিধানসভার প্রার্থী হিসাবে টিকিট পেয়েছেন কৃষ্ণ কল্যাণী ৷ তারপর আজ পৈতৃক মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচারে নামলেন তিনি ৷

পুজো দিয়ে প্রচারে নামলেন
পুজো দিয়ে প্রচারে নামলেন
author img

By

Published : Mar 19, 2021, 2:14 PM IST

রায়গঞ্জ , 19 মার্চ : নাম ঘোষণা হয়েছে গতকাল ৷ আর আজ সকালে বন্দর আদি করুণাময়ী কালী মন্দিরে সস্ত্রীক পুজো দিতে গেলেন ৷ রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৷ পুজো দিয়ে প্রচারও শুরু করলেন তিনি ৷

উত্তর দিনাজপুরে প্রতিষ্ঠিত শিল্পপতি হিসাবেই পরিচিত কৃষ্ণ কল্যানী ৷ এলাকার জনদরদী নেতা হিসেবেও যথেষ্ট সুখ্যাতিও আছে তাঁর ৷ মাত্র দু'মাস আগে দলবদলেও ভাবমূর্তির কোনও বদল ঘটেনি ৷ শিবির বদলের পর তাঁকে রায়গঞ্জ বিধানসভা থেকে প্রার্থী করা হবে কি না সে-বিষয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল ৷

কালীমন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যণী

অবশেষে গতকাল সংশ্লিষ্ট বিধানসভা থেকে তাঁকে প্রার্থী করায় উল্লাসে মাতেন তাঁর অনুগামীরা ৷ এমনকি মিছিল করে শহরের রাজপথ পরিক্রমাও করেন বিজেপির কর্মী-সমর্থকরা ৷ এরপর আজ সকালে বন্দর গোপাল বান্ধব মন্দিরে ফুল চড়িয়ে সস্ত্রীক প্রচার শুরু করলেন কৃষ্ণ কল্যাণী ৷ বিধানসভায় জয়ী হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রার্থনা করেন তিনি ৷ ঘুরে দেখেন এলাকার একাংশ ৷ কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ৷ জানতে চান তাদের সমস্যার কথা ৷

আরও পড়ুন : শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থীর

প্রচারে বেরিয়ে কী বললেন বিজেপি প্রার্থী ? বললেন, " যথাসাধ্য মানুষের সঙ্গে থাকার , মানুষকে সেবা করার চেষ্টা করব "৷ সবরকম পরিস্থিতিতে কৃষ্ণকল্যাণীর পাশে থাকার ভরসা দেন ওনার স্ত্রী নিশা কল্যাণী ৷ পাশাপাশি নির্বাচনী প্রচারেও তাঁকে সঙ্গ দেওয়ার কথা বলেন কৃষ্ণকল্যাণীবাবুর সহধর্মিনী ৷

রায়গঞ্জ , 19 মার্চ : নাম ঘোষণা হয়েছে গতকাল ৷ আর আজ সকালে বন্দর আদি করুণাময়ী কালী মন্দিরে সস্ত্রীক পুজো দিতে গেলেন ৷ রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৷ পুজো দিয়ে প্রচারও শুরু করলেন তিনি ৷

উত্তর দিনাজপুরে প্রতিষ্ঠিত শিল্পপতি হিসাবেই পরিচিত কৃষ্ণ কল্যানী ৷ এলাকার জনদরদী নেতা হিসেবেও যথেষ্ট সুখ্যাতিও আছে তাঁর ৷ মাত্র দু'মাস আগে দলবদলেও ভাবমূর্তির কোনও বদল ঘটেনি ৷ শিবির বদলের পর তাঁকে রায়গঞ্জ বিধানসভা থেকে প্রার্থী করা হবে কি না সে-বিষয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল ৷

কালীমন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যণী

অবশেষে গতকাল সংশ্লিষ্ট বিধানসভা থেকে তাঁকে প্রার্থী করায় উল্লাসে মাতেন তাঁর অনুগামীরা ৷ এমনকি মিছিল করে শহরের রাজপথ পরিক্রমাও করেন বিজেপির কর্মী-সমর্থকরা ৷ এরপর আজ সকালে বন্দর গোপাল বান্ধব মন্দিরে ফুল চড়িয়ে সস্ত্রীক প্রচার শুরু করলেন কৃষ্ণ কল্যাণী ৷ বিধানসভায় জয়ী হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রার্থনা করেন তিনি ৷ ঘুরে দেখেন এলাকার একাংশ ৷ কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ৷ জানতে চান তাদের সমস্যার কথা ৷

আরও পড়ুন : শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থীর

প্রচারে বেরিয়ে কী বললেন বিজেপি প্রার্থী ? বললেন, " যথাসাধ্য মানুষের সঙ্গে থাকার , মানুষকে সেবা করার চেষ্টা করব "৷ সবরকম পরিস্থিতিতে কৃষ্ণকল্যাণীর পাশে থাকার ভরসা দেন ওনার স্ত্রী নিশা কল্যাণী ৷ পাশাপাশি নির্বাচনী প্রচারেও তাঁকে সঙ্গ দেওয়ার কথা বলেন কৃষ্ণকল্যাণীবাবুর সহধর্মিনী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.