উত্তর দিনাজপুর, 10 মার্চ : কংগ্রেসের সঙ্গে 40 বছরের সম্পর্ক ছিন্ন করলেন উত্তর দিনাজপুরের চোপড়ার কংগ্রেস নেতা অশোক রায়। জোটের নামে গত বিধানসভা নির্বাচন থেকে সিপিএমকে চোপড়া কেন্দ্রের আসন ছেড়ে দেওয়ার ক্ষোভে কংগ্রেস ছাড়লেন তিনি ৷ আজ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অশোক রায় ৷ বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেন ৷
তৃণমূলে যখন টিকিট না পেয়ে বিক্ষুব্ধ বিধায়করা একে একে বিজেপিতে ভীড়ছেন ৷ ঠিক তখন সিপিএমের সঙ্গে জোট করায় এবং চোপড়া বিধানসভা কেন্দ্র সিপিএমকে ছেড়ে দেওয়ায় এবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেলেন উত্তর দিনাজপুরের কংগ্রেস নেতা অশোক রায় ৷ এনিয়ে অশোক রায় বলেন, চোপড়া বিধানসভা কেন্দ্রটি বারবার সিপিএমকে ছেড়ে দেওয়া হচ্ছে ৷ ফলে এলাকার কংগ্রেস কর্মীরা হতাশ হয়ে পড়েছে ৷ তাই তাঁর কর্মীদের চাঙ্গা করতেই, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিনি ।
অশোক রায় দীর্ঘদিন ধরে উত্তর দিনাজপুরের চোপড়ার ব্লক সভাপতির দায়িত্ব সামলেছেন ৷ প্রায় 40 বছর ধরে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন ৷ প্রায় 20 বছর ব্লক কংগ্রেসের দায়িত্ব সামলেছেন ৷ পঞ্চায়েত নির্বাচন হোক বা বিধানসভা, লোকসভা ৷ কংগ্রেসের হয়ে প্রতিটি নির্বাচনে প্রথম সারিতে থেকে কাজ করেছেন ৷ এমনকি বামেদের সঙ্গে জোটেও তিনি চোপড়ার নির্বাচনের দায়িত্বে ছিলেন ৷ তবে, চোপড়ার আসন কংগ্রেসের বদলে সিপিএমকে ছেড়ে দেওয়ায় ক্ষোভের জেরেই বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অশোক রায় ৷
আরও পড়ুন : যোগ বিজেপিতে, রাজনীতি ছাড়া থাকতে পারলেন না বনি
অন্যদিকে কংগ্রেসের জেলা সহ সভাপতি পবিত্র চন্দ অশোক রায়ের দল ত্যাগ নিয়ে বলেন, দীর্ঘ দিন অশোক রায় আমাদের দলে থেকে শাসক দলের সাথে লড়াই করে এসেছেন ৷ কিন্তু আজ জোট ধর্ম পালন করতে গিয়ে তাঁকে আমরা হারালাম । এক্ষেত্রে কংগ্রেস অবশ্যই ওই বিধানসভায় অনেকটাই দুর্বল হয়ে পড়ল। তবে আমরা অতি শীঘ্রই নতুন মুখের সন্ধান করে লড়াইয়ে নামব।