ETV Bharat / state

WBCPCR Slams Priyank Kanoongo: চরমে সংঘাত ! প্রিয়াঙ্কের নিন্দায় রাজ্য শিশু সুরক্ষা কমিশন - রাজ্য শিশু সুরক্ষা কমিশন

কালিয়াগঞ্জে কিশোরীর মৃত্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ সেখানে গিয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগোর নেতৃত্বে প্রতিনিধি দল ৷ তাদের সঙ্গে সংবাদমাধ্যমও আছে ৷ এর তীব্র সমালোচনা করল রাজ্য শিশু সুরক্ষা কমিশন ৷

Priyank Kanoongo
প্রিয়াঙ্ক কানুনগো
author img

By

Published : Apr 23, 2023, 11:13 AM IST

কালিয়াগঞ্জ, 23 এপ্রিল: জাতীয় শিশু সুরক্ষা কমিশনের বিরুদ্ধে তোপ দাগল রাজ্য শিশু সুরক্ষা কমিশন ৷ শনিবার রাতে রায়গঞ্জে এসেছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো ৷ আজ তাঁর নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দলের কালিয়াগঞ্জে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করার কথা ৷

  • It is regrettable the way NCPCR and it’s Chairperson Priyank Kanungo is commenting on the state of children and women in West Bengal. He is making provocative comments without verifying facts. This could lead to law and order situation.

    — WBCPCR (@WBCPCR) April 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তার আগে প্রিয়াঙ্ক কানুনগোকে আক্রমণ করল রাজ্য শিশু সুরক্ষা কমিশন । তাদের অভিযোগ, তিনি রাজ্যের শিশু ও মহিলাদের বিরুদ্ধে যে সব মন্তব্য করছেন, তা নিন্দাজনক ৷ তিনি তথ্যের সত্য-মিথ্যা যাচাই না-করেই প্ররোচনামূলক মন্তব্য করছেন ৷ এতে আইন ও শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে ৷ সব মিলিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের দু'টি শিশু সুরক্ষা ও অধিকার সংস্থার মধ্যে সংঘাত শুরু হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

  • The NCPCR team is taking a large contingent of media persons with them to the victim’s house in Kaliaganj in complete violation of section 144 in place there! Shameful

    — WBCPCR (@WBCPCR) April 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিবার সকালে এনসিপিসিআর প্রতিনিধি দল কালিয়াগঞ্জে নির্যাতিতা কিশোরীর বাড়িতে যাচ্ছে ৷ তাঁদের সঙ্গে বহু সংবাদমাধ্যমের প্রতিনিধি রয়েছেন ৷ তাই এলাকায় 144 ধারা জারি করা হয়েছে ৷ এই ঘটনাকেও লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন ৷ তাদের প্রশ্ন, একটা তছনছ হয়ে যাওয়া পরিবারকে বিশাল সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে নিয়ে আসা হচ্ছে ৷ এই শোকাহত মুহূর্তে ওই পরিবার তাদের একা থাকার আবেদন জানিয়েছে ৷ তাও এটা করা হচ্ছে ৷ এটা কি শিশুর অধিকার বলে প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন ৷

  • Exposing an already distraught family to a large media despite their plea to be left alone to mourn. Child Rights? Shameful

    — WBCPCR (@WBCPCR) April 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রাজ্যে জাতীয় শিশু সুরক্ষা কমিশন, আজই কালিয়াগঞ্জে যাচ্ছে প্রতিনিধি দল

  • Ignoring the presence of the state commission for Protection of child rights, the ncpcr blatantly violates the cpcr act and enters WB illegally with the sole purpose of maligning the state. Shameful

    — WBCPCR (@WBCPCR) April 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিযোগ, রাজ্য শিশু সুরক্ষা কমিশন থাকতেও তাদের অগ্রাহ্য করেছে এনসিপিসিআর ৷ তারা কমিশনস ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস অ্যাক্টকে লঙ্ঘন করেছে ৷ তাঁরা বেআইনি ভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং শুধুমাত্র রাজ্যকে কালিমালিপ্ত করার জন্য ৷ পশ্চিমবঙ্গে শিশুদের মৃতদেহ নিয়ে রাজনীতি হচ্ছে ৷ তারাই করছে যারা শিশুদের অধিকার রক্ষার দায়িত্বে রয়েছে ৷ অন্য একটি পোস্টে রাজ্য শিশু সুরক্ষা কমিশন লেখে "ধিক্কার এনসিপিসিআর" ৷

কালিয়াগঞ্জ, 23 এপ্রিল: জাতীয় শিশু সুরক্ষা কমিশনের বিরুদ্ধে তোপ দাগল রাজ্য শিশু সুরক্ষা কমিশন ৷ শনিবার রাতে রায়গঞ্জে এসেছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো ৷ আজ তাঁর নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দলের কালিয়াগঞ্জে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করার কথা ৷

  • It is regrettable the way NCPCR and it’s Chairperson Priyank Kanungo is commenting on the state of children and women in West Bengal. He is making provocative comments without verifying facts. This could lead to law and order situation.

    — WBCPCR (@WBCPCR) April 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তার আগে প্রিয়াঙ্ক কানুনগোকে আক্রমণ করল রাজ্য শিশু সুরক্ষা কমিশন । তাদের অভিযোগ, তিনি রাজ্যের শিশু ও মহিলাদের বিরুদ্ধে যে সব মন্তব্য করছেন, তা নিন্দাজনক ৷ তিনি তথ্যের সত্য-মিথ্যা যাচাই না-করেই প্ররোচনামূলক মন্তব্য করছেন ৷ এতে আইন ও শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে ৷ সব মিলিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের দু'টি শিশু সুরক্ষা ও অধিকার সংস্থার মধ্যে সংঘাত শুরু হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

  • The NCPCR team is taking a large contingent of media persons with them to the victim’s house in Kaliaganj in complete violation of section 144 in place there! Shameful

    — WBCPCR (@WBCPCR) April 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিবার সকালে এনসিপিসিআর প্রতিনিধি দল কালিয়াগঞ্জে নির্যাতিতা কিশোরীর বাড়িতে যাচ্ছে ৷ তাঁদের সঙ্গে বহু সংবাদমাধ্যমের প্রতিনিধি রয়েছেন ৷ তাই এলাকায় 144 ধারা জারি করা হয়েছে ৷ এই ঘটনাকেও লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন ৷ তাদের প্রশ্ন, একটা তছনছ হয়ে যাওয়া পরিবারকে বিশাল সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে নিয়ে আসা হচ্ছে ৷ এই শোকাহত মুহূর্তে ওই পরিবার তাদের একা থাকার আবেদন জানিয়েছে ৷ তাও এটা করা হচ্ছে ৷ এটা কি শিশুর অধিকার বলে প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন ৷

  • Exposing an already distraught family to a large media despite their plea to be left alone to mourn. Child Rights? Shameful

    — WBCPCR (@WBCPCR) April 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রাজ্যে জাতীয় শিশু সুরক্ষা কমিশন, আজই কালিয়াগঞ্জে যাচ্ছে প্রতিনিধি দল

  • Ignoring the presence of the state commission for Protection of child rights, the ncpcr blatantly violates the cpcr act and enters WB illegally with the sole purpose of maligning the state. Shameful

    — WBCPCR (@WBCPCR) April 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিযোগ, রাজ্য শিশু সুরক্ষা কমিশন থাকতেও তাদের অগ্রাহ্য করেছে এনসিপিসিআর ৷ তারা কমিশনস ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস অ্যাক্টকে লঙ্ঘন করেছে ৷ তাঁরা বেআইনি ভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং শুধুমাত্র রাজ্যকে কালিমালিপ্ত করার জন্য ৷ পশ্চিমবঙ্গে শিশুদের মৃতদেহ নিয়ে রাজনীতি হচ্ছে ৷ তারাই করছে যারা শিশুদের অধিকার রক্ষার দায়িত্বে রয়েছে ৷ অন্য একটি পোস্টে রাজ্য শিশু সুরক্ষা কমিশন লেখে "ধিক্কার এনসিপিসিআর" ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.