রায়গঞ্জ, 29 অক্টোবর: বাংলা ছাড়াও অন্যান্য রাজ্যে সংগঠন বিস্তারের লক্ষ্যে একাধিক রাজ্যে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের অন্যান্য নেতৃত্বরা ৷ এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের গোয়ায় রাজনৈতিক সফর নিয়ে শুক্রবার রায়গঞ্জে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, " যে নিজের ঘর সামলাতে পারে না, সে অন্যের ঘর ঝাড়ু দেবে বলে দৌড়ে বেড়াচ্ছে। যে রাজ্য থেকে হাজার হাজার শ্রমিক কাজ না পেয়ে ভিনরাজ্যে যেতে হয়, সে রাজ্যের মুখ্যমন্ত্রী গোয়ায় গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।"
রায়গঞ্জ ইনস্টিটিউটের মঞ্চে বিজেপির এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "গোয়াতে একদিনের নূন্যতম মজুরি 700 টাকা। এরাজ্যের মুখ্যমন্ত্রী আগে নিজের রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করুন তারপর গোয়ায় গিয়ে কথা বলবেন।" গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, দিল্লির দাদাগিরি চলবে না ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, "এই রাজ্যের মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানেন না। পশ্চিমবঙ্গ কি ভারতের অঙ্গরাজ্য নাকি বাংলাদেশের।"
আরও পড়ুন: মিষ্টি খাইয়ে ডিজ়েলের সেঞ্চুরির প্রতিবাদ রায়গঞ্জের বাসকর্মীদের
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শুক্রবার সাংবাদিক সম্মেলনে বলেছেন, গোয়ায় রাজ্যে লক্ষীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী ও স্বাস্থ্যসাথীর মতো জনদরদী প্রকল্প চালু করবেন। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, " মমতা বন্দোপাধ্যায় আগে এরাজ্যের সাধারণ মানুষের উন্নয়ন করুন পরে অন্য রাজ্য নিয়ে ভাববেন।’’ তাঁর দাবি, "বিজেপি কয়েক দশক দেশ পরিচালনা করবে। "