ETV Bharat / state

ভোটের ডিউটি থেকে নাম কাটাতে জমা পড়ছে বিয়ের কার্ড - MARRIAGE

বিয়ের কার্ড দিয়ে ভোটের ডিউটি থেকে নাম কাটাতে চেয়ে আবেদন করল ভোটকর্মীরা। এই আবেদন জানিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আবেদনপত্র জমা পড়েছে।

জেলা শাসক অরবিন্দ কুমার মিনা
author img

By

Published : Mar 31, 2019, 8:55 PM IST

Updated : Mar 31, 2019, 10:47 PM IST

রায়গঞ্জ, ৩১ মার্চ : ভোটের ডিউটি থেকে নাম কাটাতে প্রশাসনের কাছে আবেদন করছে ভোটকর্মীরা। অসুস্থতা সহ বহু কারণ দেখিয়ে আবেদন জমা পড়ছে। এবার আবেদনের তালিকায় যুক্ত হল বিয়ে। বিয়ের কার্ড দিয়ে ভোটকর্মীরা ডিউটি থেকে নাম কাটাতে চাইছেন।

১৮ এপ্রিল রায়গঞ্জে লোকসভা নির্বাচন। ভোটকর্মীদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। প্রশিক্ষণে অনুপস্থিত ব্যক্তিদের শো-কজ় করা হচ্ছে। গত লোকসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলার ইটাহারে ভোটের ডিউটি করতে গিয়ে রাজকুমার রায় নামে এক শিক্ষকের রহস্যজনক মৃত্যু হয়। এই ঘটনায় গোটা জেলা উত্তাল হয়ে উঠেছিল। ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই নির্বাচন আধিকারিকের কাছে ডেপুটেশন জমা পড়েছে। প্রশাসন আশ্বাস দিলেও অনেকেই ডিউটিতে যেতে ভয় পাচ্ছেন। তাই তাঁরা ভোটের ডিউটি থেকে নাম কাটাতে চাইছেন। এজন্য অনেকে আবেদনপত্রের সঙ্গে বিয়ের কার্ড জমা দিচ্ছেন।

জেলা শাসক অরবিন্দ কুমার মিনা বলেন, "এবারে ভোটকর্মীর চাহিদা বেশি রয়েছে। উপযুক্ত কারণ ছাড়া নাম কাটানো যাবে না। আমাদের কাছে বেশ কিছু বিয়ের কার্ড সহ আবেদন জমা পড়েছে। যাঁরা বিয়ের কার্ড জমা দিয়েছেন, তাঁদের বাড়ি গিয়ে সংশ্লিষ্ট BDO-দের বিষয়টির সত্যতা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। উপযুক্ত প্রমাণ ছাড়া আবেদন মানা হবে না।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

রায়গঞ্জ, ৩১ মার্চ : ভোটের ডিউটি থেকে নাম কাটাতে প্রশাসনের কাছে আবেদন করছে ভোটকর্মীরা। অসুস্থতা সহ বহু কারণ দেখিয়ে আবেদন জমা পড়ছে। এবার আবেদনের তালিকায় যুক্ত হল বিয়ে। বিয়ের কার্ড দিয়ে ভোটকর্মীরা ডিউটি থেকে নাম কাটাতে চাইছেন।

১৮ এপ্রিল রায়গঞ্জে লোকসভা নির্বাচন। ভোটকর্মীদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। প্রশিক্ষণে অনুপস্থিত ব্যক্তিদের শো-কজ় করা হচ্ছে। গত লোকসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলার ইটাহারে ভোটের ডিউটি করতে গিয়ে রাজকুমার রায় নামে এক শিক্ষকের রহস্যজনক মৃত্যু হয়। এই ঘটনায় গোটা জেলা উত্তাল হয়ে উঠেছিল। ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই নির্বাচন আধিকারিকের কাছে ডেপুটেশন জমা পড়েছে। প্রশাসন আশ্বাস দিলেও অনেকেই ডিউটিতে যেতে ভয় পাচ্ছেন। তাই তাঁরা ভোটের ডিউটি থেকে নাম কাটাতে চাইছেন। এজন্য অনেকে আবেদনপত্রের সঙ্গে বিয়ের কার্ড জমা দিচ্ছেন।

জেলা শাসক অরবিন্দ কুমার মিনা বলেন, "এবারে ভোটকর্মীর চাহিদা বেশি রয়েছে। উপযুক্ত কারণ ছাড়া নাম কাটানো যাবে না। আমাদের কাছে বেশ কিছু বিয়ের কার্ড সহ আবেদন জমা পড়েছে। যাঁরা বিয়ের কার্ড জমা দিয়েছেন, তাঁদের বাড়ি গিয়ে সংশ্লিষ্ট BDO-দের বিষয়টির সত্যতা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। উপযুক্ত প্রমাণ ছাড়া আবেদন মানা হবে না।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য
Intro:Body:Conclusion:
Last Updated : Mar 31, 2019, 10:47 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.