রায়গঞ্জ, 7 মে: সামাজিক দূরত্ব মানা হচ্ছে না । মুখে মাস্কও নেই । তার মাঝেই ভিড় ঠেলে চলছে বাজার-হাট । এই ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের বিলাসপুর এলাকায় ।
এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের খোঁজ না মেলায় গ্রিন জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে উত্তর দিনাজপুর জেলাকে । সেজন্য কয়েকটি ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে । প্রতি বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বিলাসপুর এবং টুঙ্গিদিঘিতে হাট বসে । লকডাউনের কারণে টুঙ্গিদিঘিতে হাট না বসলেও বিলাসপুরে বসছে । সেখানেই ধরা পড়ল ভিড়ের ছবি । অভিযোগ, ভিড় সরাতে কোনও পদক্ষেপ করেনি পুলিশ ।
বিলাসপুর হাটের পাশেই বিহার । বিহারকে রেড জ়োন হিসেবে চিহ্নিত করলেও সেখান থেকে অনেকে বিলাসপুর হাটে আসছেন । ফলে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে । তবুও সচেতন হননি সেখানকার বাসিন্দারা ।