রায়গঞ্জ, 4 মে : রাজ্যজুড়ে রেশন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগে আন্দোলনে নামল উত্তর দিনাজপুর জেলা BJP । আজ রায়গঞ্জে জেলা BJP-র কার্যালয়ের সামনে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুতুল দাহ করা হয় ।
লকডাউনের জেরে যেন কেউ অনাহারে না থাকে তার জন্য রাজ্য সরকার রেশনের মাধ্যমে চাল, গম, আটা দেওয়ার ব্যবস্থা করেছে । কিন্তু একাধিক জায়গা থেকে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে ৷ জায়গায় জায়গায় এই নিয়ে চলছে বিক্ষোভও । এবার আন্দোলনে নামল উত্তর দিনাজপুর জেলা BJP । রায়গঞ্জে দলীয় কার্যালয়ে সামনে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুতুল দাহ করেন BJP কর্মী- সমর্থকরা। ছিলেন জেলা BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি সহ অন্যরা।
বিষয়টি নিয়ে বিশ্বজিৎবাবু বলেন, "রাজ্যের খাদ্যমন্ত্রী রেশন দুর্নীতি রুখতে পুরোপুরি ব্যর্থ। এই অসময়ে গরিবরা চাল পাচ্ছে না। অথচ তৃণমূলের নেতারা তাদের চাল নিয়ে দুর্নীতি করছে । আর এর প্রতিবাদেই আজকের এই কর্মসূচি।"