রায়গঞ্জ,1 মে : জাতীয় সড়কের ধারে পড়ে প্রচুর পরিমাণে ব্যবহৃত সিরিঞ্জ । যা দেখতে পেয়ে রীতিমতো আতঙ্কে রায়গঞ্জের গোয়ালপাড়ার লোকজন । কে বা কারা এই সিরিঞ্জগুলি ফেলে গেছে তা খুঁজে বার করার দাবি জানালেন স্থানীয় বাসিন্দারা ।
কোরোনার ভয়ে কাঁপছে গোটা বিশ্ব । সংক্রমণ এড়াতে প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা হচ্ছে । বিশেষজ্ঞদের তরফে বলা হচ্ছে, এই কোরোনা চিকিৎসায় ব্যবহৃত সামগ্রী নিয়ে অবহেলা করলে চলবে না । নির্দেশিকা অনুযায়ী তার সঠিক ব্যবস্থা করতে হবে । কিন্তু তবুও রাজ্যের নানা জায়গায় ইতিউতি পড়ে থাকতে দেখা যাচ্ছে চিকিৎসায় ব্যবহৃত নানা সামগ্রী । আর সেসব ঘিরেই মানুষের মধ্যে তৈরি হচ্ছে কোরোনা আতঙ্ক । আজ সকালে এভাবেই গোয়ালপাড়ায় জাতীয় সড়ক সংলগ্ন ঝোপের মধ্যে অনেকগুলি সিরিঞ্জ দেখতে পান স্থানীয়রা । সেগুলি কীসের তা জানা না গেলেও তা নিয়ে আতঙ্ক ছড়ায় । পরে তাঁরা গ্রাম পঞ্চায়েতের সদস্যদের খবর দেন । তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন । কে বা কারা এই সিরিঞ্জ ফেলে গেল তা'ও খতিয়ে দেখা হচ্ছে ।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা মলয়কুমার পাল বলেন, "রাস্তার পাশে হঠাৎ ইঞ্জেকশন সিরিঞ্জ পড়ে থাকতে দেখে আমরা আতঙ্কিত হয়ে যাই । কে বা কারা এই সিরিঞ্জগুলো এখানে ফেলে গিয়েছে তা জানা নেই । বর্তমানে যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার মাঝে এই ধরনের ঘটনা সত্যি আতঙ্ক তৈরি করে ।"