ETV Bharat / state

অনশনের পথে উর্দু ভাষায় TET উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা - TET applicants on hunger strike

দীর্ঘ 24 ঘণ্টা ধরনার পর এবার অনশনে বসার প্রস্তুতি নিচ্ছে উর্দু ভাষায় TET উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা । গতকাল শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানির বাড়িতে শুরু হওয়া ধরনায় কোনও বিরতি হয়নি । ইতিমধ্যেই প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কোনও কথা না হলেও পুলিশের তরফে চাকরিপ্রার্থীদের ডেকে পাঠানো হয়েছিল । তাঁদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার পাশাপাশি ধরনা উঠিয়ে নেওয়ার পরামর্শও দেয় পুলিশ । অন্যথায় গ্রেপ্তার করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের । যদিও নিজেদের অবস্থান থেকে একচুলও সরে দাঁড়াতে রাজি নন তাঁরা। উপরন্তু আজ থেকেই তাঁরা অনশন ধর্মঘটে বসার সিদ্ধান্ত নিচ্ছেন।

অনশনের পথে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা
author img

By

Published : Nov 11, 2019, 3:25 PM IST

রায়গঞ্জ, 11 নভেম্বর : উর্দু ভাষায় TET উত্তীর্ণ একদল চাকরিপ্রার্থী গতকাল সকাল থেকেই শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানির বাড়িতে ধরনায় বসেন । তাঁদের দাবি ছিল দীর্ঘদিন ধরে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও সদর্থক পদক্ষেপ দেখা যায়নি । বারবার মন্ত্রী এবং বিভিন্ন শ্রেণির আমলারা আশ্বাস দিলেও কোনও লাভ হয়নি । এ বিষয়ে মন্ত্রীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও শুধু আশ্বাস মিলেছে । এই অভিযোগকে সামনে রেখেই রবিবার সকাল থেকে ধরনায় বসে সারারাত মন্ত্রীর বাড়িতেই ছিলেন চাকরিপ্রার্থীরা । তাঁদের দাবি, ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার গতকাল বিকেলে তাঁদের সঙ্গে দেখা করেন নিজস্ব অফিসে । সেখানে তাঁদের দাবি মেনে নেন এবং বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাওয়ার প্রস্তাবও দেন পুলিশ সুপার । তবে এর পরিবর্তে ধরনা উঠিয়ে নেওয়ার কথা বলেন তিনি । অন্যথায় গ্রেপ্তার করার হুমকিও দেওয়া হয় । যদিও চাকরিপ্রার্থীদের দাবি, জেলে যেতেও রাজি আছেন ৷ কিন্তু কোনওভাবেই ধরনা থেকে পিছু হটবেন না তাঁরা । উপরন্তু আজই সিদ্ধান্ত নিয়ে অনশন শুরুর পথে তাঁরা ।

ধরনামঞ্চে TET উত্তীর্ণ চাকরিপ্রার্থী

চাকরি প্রার্থীদের মধ্যে মহম্মদ রফিক আলম বলেন, "আমাদের ধরনা চলছে এবং আজ থেকে আমরা অনশনে বসার চিন্তাভাবনা করছি । গতকাল থেকে কোনও প্রশাসনিক শীর্ষ কর্তারা আমাদের সঙ্গে দেখা করেননি । তবে পুলিশ সুপার আমাদের মধ্যে কয়েকজনকে ডেকে তাঁর নিজস্ব অফিসে দেখা করেছেন । তিনি বলেন, আমাদের দাবি তিনি মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাবেন । তবে তার পরিবর্তে ধরনা উঠিয়ে নিতে বলেছেন । তবে ধরনা না তুললে গ্রেপ্তার করা হতে পারে বলেও জানান পুলিশ সুপার । যদিও আমরা আমাদের দাবি থেকে একচুলও সরব না । এর জন্য যদি গ্রেপ্তার হয়ে জেলে যেতে হয় তাতেও আমাদের আক্ষেপ নেই । বাইরে থেকেও আমরা বেকার রয়েছি । আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের ধরনা চলবে ।"

রায়গঞ্জ, 11 নভেম্বর : উর্দু ভাষায় TET উত্তীর্ণ একদল চাকরিপ্রার্থী গতকাল সকাল থেকেই শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানির বাড়িতে ধরনায় বসেন । তাঁদের দাবি ছিল দীর্ঘদিন ধরে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও সদর্থক পদক্ষেপ দেখা যায়নি । বারবার মন্ত্রী এবং বিভিন্ন শ্রেণির আমলারা আশ্বাস দিলেও কোনও লাভ হয়নি । এ বিষয়ে মন্ত্রীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও শুধু আশ্বাস মিলেছে । এই অভিযোগকে সামনে রেখেই রবিবার সকাল থেকে ধরনায় বসে সারারাত মন্ত্রীর বাড়িতেই ছিলেন চাকরিপ্রার্থীরা । তাঁদের দাবি, ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার গতকাল বিকেলে তাঁদের সঙ্গে দেখা করেন নিজস্ব অফিসে । সেখানে তাঁদের দাবি মেনে নেন এবং বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাওয়ার প্রস্তাবও দেন পুলিশ সুপার । তবে এর পরিবর্তে ধরনা উঠিয়ে নেওয়ার কথা বলেন তিনি । অন্যথায় গ্রেপ্তার করার হুমকিও দেওয়া হয় । যদিও চাকরিপ্রার্থীদের দাবি, জেলে যেতেও রাজি আছেন ৷ কিন্তু কোনওভাবেই ধরনা থেকে পিছু হটবেন না তাঁরা । উপরন্তু আজই সিদ্ধান্ত নিয়ে অনশন শুরুর পথে তাঁরা ।

ধরনামঞ্চে TET উত্তীর্ণ চাকরিপ্রার্থী

চাকরি প্রার্থীদের মধ্যে মহম্মদ রফিক আলম বলেন, "আমাদের ধরনা চলছে এবং আজ থেকে আমরা অনশনে বসার চিন্তাভাবনা করছি । গতকাল থেকে কোনও প্রশাসনিক শীর্ষ কর্তারা আমাদের সঙ্গে দেখা করেননি । তবে পুলিশ সুপার আমাদের মধ্যে কয়েকজনকে ডেকে তাঁর নিজস্ব অফিসে দেখা করেছেন । তিনি বলেন, আমাদের দাবি তিনি মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাবেন । তবে তার পরিবর্তে ধরনা উঠিয়ে নিতে বলেছেন । তবে ধরনা না তুললে গ্রেপ্তার করা হতে পারে বলেও জানান পুলিশ সুপার । যদিও আমরা আমাদের দাবি থেকে একচুলও সরব না । এর জন্য যদি গ্রেপ্তার হয়ে জেলে যেতে হয় তাতেও আমাদের আক্ষেপ নেই । বাইরে থেকেও আমরা বেকার রয়েছি । আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের ধরনা চলবে ।"

Intro:রায়গঞ্জ, ১১নভেম্বরঃ- দীর্ঘ 24 ঘন্টা ধর্নার পর এবারে অনশনে বসার প্রস্তুতি নিচ্ছে উর্দু ভাষায় স্টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। গতকাল শ্রম দপ্তর এর প্রতিমন্ত্রী গোলাম রব্বানীর বাড়িতে শুরু হওয়া ধর্নায় কোনো বিরতি হয়নি। এরমধ্যে প্রশাসনে আধিকারিকদের সঙ্গে কোন কথা না হলেও পুলিশের তরফে চাকরিপ্রার্থীদের ডেকে পাঠানো হয়েছিল। তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার পাশাপাশি ধর্না উঠিয়ে নেওয়ার পরামর্শ দেয় পুলিশ। অন্যথায় গ্রেপ্তার করার হুমকিও দেয়া হয় বলে দাবি করেন চাকরিপ্রার্থীরা। যদিও সেই হুমকিতে ও নিজেদের অবস্থান থেকে একচুলও সরে দাঁড়াতে রাজী নন তারা। উপরন্তু আজ থেকেই তারা অনশন ধর্মঘটে বসার সিদ্ধান্ত নিচ্ছেন।

উর্দু ভাষায় স্টেট উত্তীর্ণ একদল চাকরিপ্রার্থী গতকাল সকাল থেকেই শ্রমদপ্তর এ প্রতিমন্ত্রী গোলাম রব্বানীর বাড়িতে ধর্নায় বসেন। তাদের দাবি ছিল দীর্ঘদিন ধরে তাদের চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিলেও এখনো পর্যন্ত সরকার কোনো সদর্থক পদক্ষেপ দেখা যায়নি। বারবার মন্ত্রী এবং বিভিন্ন শ্রেণীর আমলারা আশ্বাস দিলেও কোন ফলে হাতে পাননি তারা। এ বিষয়ে মন্ত্রীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও শুধু আশ্বাস মিলেছে। অন্যদিকে মন্ত্রী তাদেরকে নিয়ে নানান দলীয় কাজ করিয়ে নিয়েছেন বলে দাবি চাকরিপ্রার্থীদের। এই অভিযোগ কে সামনে রেখেই রবিবার সকাল থেকে ধর্নায় বসে তারা সারারাত মন্ত্রীর বাড়িতেই ছিলেন তারা। খোলা আকাশের নিচে শীতের মধ্যে চাদর গায়ে শুয়ে নিজেদের অবস্থান থেকে সরেননি চাকরিপ্রার্থীরা। তাদের দাবি ইসলামপুর পুলিশ সুপার গতকাল বিকেলে তাদের সঙ্গে দেখা দেখা করেন নিজস্ব অফিসে। সেখানে তাদের দাবি মেনে নেন এবং তিনি বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাওয়ার কথাও দেন পুলিশ সুপার। তবে এর পরিবর্তে ধর্না উঠিয়ে নেওয়ার কথা বলেন তিনি। অন্যথায় গ্রেফতার করার হুমকি দেওয়া হয়। যদিও চাকরিপ্রার্থীদের দাবি গ্রেফতার হতে হলে জেলে যেতে হলে তারা রাজি আছেন। কিন্তু কোনোভাবেই ধরনা থেকে তারা পিছু হাঁটবেন না। উপরন্তু আজই সিদ্ধান্ত নিয়ে অনশন শুরু করবেন তারা। অন্যদিকে গতকাল মন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার পর থেকে আজ পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি। তাই তার সঙ্গে বা অন্য কোনো প্রশাসনিক শীর্ষকর্তা সঙ্গে দেখা হয়নি বলেও দাবি করেন তারা।

চাকরি প্রার্থীদের মধ্যে মহঃ রফিক আলম বলেন আমাদের ধরনা চলছে এবং আজ থেকে আমরা অনশনে বসার চিন্তাভাবনা করছি। গতকাল থেকে কোনো প্রশাসনিক শীর্ষ কর্তারা আমার সঙ্গে দেখা করেননি। তবে পুলিশ সুপার আমাদের মধ্যে কয়েকজনকে ডেকে তার নিজস্ব অফিসে দেখা করেছেন। তিনি বলেছেন যে আমাদের দাবি তিনি মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাবেন। তবে তার পরিবর্তে ধরনা উঠিয়ে নেওয়ার কথা বলেন তিনি। তবে ধর্ণা না উঠালে গ্রেপ্তার করা হতে পারে বলেও জানান পুলিশ সুপার। যদিও আমরা আমাদের দাবি থেকে একচুলও সরতে পারবো না। এর জন্য যদি গ্রেফতার হয়ে জেলে যেতে হয় তাতেও আমাদের আক্ষেপ নেই। বাইরে থেকেও আমরা বেকার রয়েছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের ঝরনা চলবে।

Body:AjfConclusion:Ajg
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.