ETV Bharat / state

Minor Girl Murder: টেনেহিঁচড়ে কিশোরীর দেহ নিয়ে গেল পুলিশ, কালিয়াগঞ্জের ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসন

কালিয়াগঞ্জে কিশোরীকে যৌন নির্যাতন ও খুনের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি এলাকায় ৷ পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি ৷ পরিস্থিতি সামাল দিতে পালটা লাঠিচার্জ পুলিশের ৷ কোনও মতে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হল রায়গঞ্জ হাসপাতালে ৷

Minor Girl Murders in kaliaganj ETV BHARAT
Minor Girl Murders in kaliaganj
author img

By

Published : Apr 21, 2023, 7:48 PM IST

Updated : Apr 22, 2023, 6:10 PM IST

কিশোরীর যৌন নির্যাতন ও হত্যার ঘটনায় অগ্নিগর্ভ কালিয়াগঞ্জ

কালিয়াগঞ্জ, 21 এপ্রিল: কিশোরীকে যৌন নির্যাতন এবং হত্যার অভিযোগে অগ্নিগর্ভ পরিস্থিতি কালিয়াগঞ্জে ৷ দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টি আন্দোলনকারীদের ৷ পরিস্থিতি সামাল দিতে পালটা লাঠিচার্জ করল পুলিশ ৷ নামানো হয়েছে ব়্যাফ ৷ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়েছে ৷ বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়ে পুলিশের কাজে বাধা দেওয়া এবং আক্রমণ করার অভিযোগে ৷ অন্যদিকে, পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলে জানা গিয়েছে ৷ কিশোরীর দেহ কার্যত টেনেহিঁচড়ে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পাঠিয়েছে পুলিশ ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।

শুক্রবার সকালে কালিয়াগঞ্জ এলাকায় একটি পুকুরপাড়ের কলাবাগানে এক কিশোরীর দেহ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি ৷ তিনি সেখানে কলাপাতা কাটতে গিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করতে গেলে স্থানীয়রা বাধা দেয় বলে অভিযোগ ৷ মৃতের পরিবার এবং স্থানীয়দের অভিযোগ, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ এই ঘটনায় স্থানীয় যুবকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বাড়ি সদস্যরা ৷ জানা গিয়েছে, পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত কালিয়াগঞ্জ থানায় আত্মসমর্পণ করেছেন ৷

সেই খবর চাউর হতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ গ্রামবাসীরা দাবি তোলেন অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে হবে ৷ এই দাবিতে দেহ আটকে কালিয়াগঞ্জ-দুর্গাপুর রাজ্য সড়কে অবরোধ শুরু করে স্থানীয়রা ৷ পরবর্তী ক্ষেত্রে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব়্যাফ নামায় এলাকায় ৷ জোর করে দেহ উদ্ধার করতে গেলে পুলিশের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ তখনই পুলিশ পালটা লাঠিচার্জ করে ৷ পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোড়া হয় বলেও অভিযোগ ৷ এর পরেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় ৷

আরও পড়ুন: কিশোরীকে ধর্ষণের পর খুনের অভিযোগ, উত্তপ্ত রায়গঞ্জ

ভিড়কে ছত্রভঙ্গ করে পুলিশ নির্যাতিতা কিশোরীর দেহ উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ অন্যদিকে, পুলিশের উপর হামলা এবং তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ গ্রেফতার হওয়া লোকজনদের মধ্যে কয়েকজন মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও, এলাকা থমথমে হয়ে রয়েছে ৷

কিশোরীর যৌন নির্যাতন ও হত্যার ঘটনায় অগ্নিগর্ভ কালিয়াগঞ্জ

কালিয়াগঞ্জ, 21 এপ্রিল: কিশোরীকে যৌন নির্যাতন এবং হত্যার অভিযোগে অগ্নিগর্ভ পরিস্থিতি কালিয়াগঞ্জে ৷ দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টি আন্দোলনকারীদের ৷ পরিস্থিতি সামাল দিতে পালটা লাঠিচার্জ করল পুলিশ ৷ নামানো হয়েছে ব়্যাফ ৷ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়েছে ৷ বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়ে পুলিশের কাজে বাধা দেওয়া এবং আক্রমণ করার অভিযোগে ৷ অন্যদিকে, পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলে জানা গিয়েছে ৷ কিশোরীর দেহ কার্যত টেনেহিঁচড়ে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পাঠিয়েছে পুলিশ ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।

শুক্রবার সকালে কালিয়াগঞ্জ এলাকায় একটি পুকুরপাড়ের কলাবাগানে এক কিশোরীর দেহ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি ৷ তিনি সেখানে কলাপাতা কাটতে গিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করতে গেলে স্থানীয়রা বাধা দেয় বলে অভিযোগ ৷ মৃতের পরিবার এবং স্থানীয়দের অভিযোগ, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ এই ঘটনায় স্থানীয় যুবকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বাড়ি সদস্যরা ৷ জানা গিয়েছে, পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত কালিয়াগঞ্জ থানায় আত্মসমর্পণ করেছেন ৷

সেই খবর চাউর হতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ গ্রামবাসীরা দাবি তোলেন অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে হবে ৷ এই দাবিতে দেহ আটকে কালিয়াগঞ্জ-দুর্গাপুর রাজ্য সড়কে অবরোধ শুরু করে স্থানীয়রা ৷ পরবর্তী ক্ষেত্রে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব়্যাফ নামায় এলাকায় ৷ জোর করে দেহ উদ্ধার করতে গেলে পুলিশের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ তখনই পুলিশ পালটা লাঠিচার্জ করে ৷ পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোড়া হয় বলেও অভিযোগ ৷ এর পরেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় ৷

আরও পড়ুন: কিশোরীকে ধর্ষণের পর খুনের অভিযোগ, উত্তপ্ত রায়গঞ্জ

ভিড়কে ছত্রভঙ্গ করে পুলিশ নির্যাতিতা কিশোরীর দেহ উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ অন্যদিকে, পুলিশের উপর হামলা এবং তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ গ্রেফতার হওয়া লোকজনদের মধ্যে কয়েকজন মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও, এলাকা থমথমে হয়ে রয়েছে ৷

Last Updated : Apr 22, 2023, 6:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.