রায়গঞ্জ, 20 অগষ্ট: বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে এক প্রৌঢ়কে খুন দুস্কৃতিদের (Miscreant Murdered a Man)। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মারুগাঁও গ্রামে। মৃতের নাম জাহাঙ্গির আলম (56) ৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। ঠিক কী কারণে তা খতিয়ে দেখা হচ্ছে ।
পরিবারসূত্রে খবর, শুক্রবার সন্ধ্যেবেলায় গ্রামে ঘুরতে বেড়িয়ে ছিলেন ওই ব্যক্তি ৷ রাতে বাড়িতে প্রবেশের সময় পিছন থেকে বেশ কয়েকজন দুস্কৃতী তাঁর উপর হামলা চালায়। গলায় এবং মুখে ধারালো অস্ত্রের আঘাত করে। রক্তাক্ত অবস্থায় জাহাঙ্গীর মাটিতে লুটিয়ে পড়লে দুস্কৃতিরা সেখান থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকেরা ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসকরা তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করলে কিছুক্ষন পরেই জাহাঙ্গীরে মৃত্যু হয় ৷ ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হামলাকারীদের পরিচয় জানা যায়নি ৷
আরও পড়ুন: পারিবারিক বিবাদের জেরে ছেলের হাতে খুন মা
প্রসঙ্গত, এটাই প্রথম নয় ৷ গত সাত আট মাস আগেও এই জাহাঙ্গীর আলমের উপর দুস্কৃতীরা তাঁর বাড়ির সামনে তাঁর উপর হামলা করেছিল ৷ সেবার কোনওরকমে প্রাণে বাঁচালেও এবার রক্ষা হল না ৷ স্থানীয় সিপিএম নেতা বাজিল আকিতারের অভিযোগ, পুরানো শত্রুতার জেরেই এই হামলা।