রায়গঞ্জ, ৪ এপ্রিল: চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই চোর । উত্তর দিনাজপুরের রায়গঞ্জের খরমুজাঘাট এলাকার ঘটনা । এলাকার কয়েকটি বাড়ি থেকে শাড়ি, জামা-কাপড়, আসবাবপত্র, মোবাইল চুরি করে পালাচ্ছিল ওই দু'জন । তখনই তাদের ধরে ফেলে বিক্রম সাহানি ও বিকি পাশমান নামে স্থানীয় দুই বাসিন্দা । পরে তাদের রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।
স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে রায়গঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের খরমুজাঘাট এলাকায় বেশ কয়েকটি বাড়ি থেকে শাড়ি, জামা-কাপড়, আসবাবপত্র এবং মোবাইল চুরি হওয়ার ঘটনা ঘটছিল । আজ ভোররাতে চুরি করে পালাচ্ছিল দুইজন । তখনই তাদের হাতেনাতে ধরে ফেলে এলাকার দুই বাসিন্দা ।
ধৃতদের কাছ থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে । পুলিশ না আসা পর্যন্ত তাদের বেঁধে রাখেন স্থানীয়রা । পরে তাদের রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।