ইসলামপুর, 24 সেপ্টেম্বর : প্রায় 2 লক্ষ টাকার বাংলাদেশি ইলিশ-সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ ৷ শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের ইসলামপুরে ৷ ধৃত দুই ব্যক্তির নাম বিদ্যুৎ হালদার ও বিপ্লব হালদার ৷ তারা দু’জনেই মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা ৷ ধৃতদের কাছ থেকে 140 কেজি বাংলাদেশি ইলিশ উদ্ধার করা হয়েছে ৷ পদ্মা থেকে ধরা ইলিশই চোরাপথে এ রাজ্যে ঢোকানোর চেষ্টা করছিল পাচারকারীরা ৷
আরও পড়ুন : Hilsa : বাংলাদেশের রুপোলি উপহার, হাওড়ার বাজারে হাজির পদ্মার ইলিশ
এপার বাংলাকে পুজোর উপহার দিয়েছে বাংলাদেশের শেখ হাসিনা সরকার ৷ পেট্রাপোল ও বেনাপোল সীমান্ত দিয়ে পদ্মার ইলিশ ঢুকতে শুরু করেছে পশ্চিমবঙ্গে ৷ একইসঙ্গে, চোরাপথে ইলিশ পাচারেরও অভিযোগও সামনে আসছে ৷ পুলিশ সূত্রে খবর, উত্তর দিনাজপুর হয়ে অবাধে মুর্শিদাবাদে পদ্মার ইলিশ পাচার করছে পাচারকারীরা ৷ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে এমনই একটি কনসাইনমেন্ট আসার কথা ছিল ৷ সেই খবর পেয়েই অভিযানে নামে ইসলামপুর থানার পুলিশ ৷ ইসলামপুরের টোল প্লাজায় চারচাকা একটি ছোট যাত্রীবাহী গাড়ি আটক করে তারা ৷ সেই গাড়িতে তল্লাশি চালিয়েই উদ্ধার করা হয় 140 কিলোগ্রাম ইলিশ ৷ যার বাজারদর প্রায় 2 লক্ষ টাকা ৷
ইসলামপুর থানা সূত্রে খবর, রাত সাড়ে 12টা নাগাদ ইলিশবোঝাই গাড়িটি সেতুতে উঠতেই সেটিকে থামায় পুলিশ ৷ গাড়িতে সওয়ার দুই ব্যক্তিকে প্রশ্ন করা হলে তারা অসংলগ্নভাবে কথা বলতে শুরু করে ৷ এতেই সন্দেহ বাড়ে পুলিশের ৷ তারপর গাড়িতে তল্লাশি করতেই উদ্ধার হয় রুপোলি শস্য ৷ ঘটনায় ধৃতদের প্রাথমিক জেরা করে পুলিশ জানতে পেরেছে, বিএসএফ-এর চোখে ধুলো দিয়েই সীমান্ত পেরিয়েছে তারা ৷
আরও পড়ুন : কাকদ্বীপে বাজেয়াপ্ত এক টন ছোট ইলিশ
বাঙালির পাতে ইলিশের কদর চিরকাল ৷ কিন্তু, আবহাওয়ার খামখেয়ালিপনায় অমিল গঙ্গার ইলিশ ৷ তাই পদ্মার ইলিশের চাহিদা অত্যন্ত বেশি ৷ তার দামও আকাশছোঁয়া ৷ পুলিশের অনুমান, বাজারে ব্যাপক চাহিদা এবং মোটা মুনাফার কথা মাথায় রেখেই ইলিশ পাচার শুরু করেছে দুষ্কৃতীরা ৷ তাই সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে সজাগ রয়েছে পুলিশ প্রশাসন ৷ বাড়ানো হয়েছে নাকাচেকিং ৷ এদিকে, ইসলামপুরের ঘটনায় ধৃত দুই পাচারকারীকে শুক্রবারই আদালতে পেশ করা হয় ৷ আদালত তাদের তিনদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷ ধৃতদের জেরা করে তাদের সহযোগীদের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ ৷