ETV Bharat / state

অনাথ 2 শিশুকে রায়গঞ্জ কর্নজোড়া হোমে পাঠাল ব্লক প্রশাসন - ব্লক প্রশাসন

গতমাসে মা - বাবা আত্মহত্যা করার পর দায়িত্ব নিতে চায়নি কেউ ৷ তাই প্রশাসনের নজরে বিষয়টি আসতেই তাদের আজ তুলে দেওয়া হল কর্নজোড়া শিশুদের হোমে ৷

child home
কর্নজোড়া হোমে পাঠাল ব্লক প্রশাসন
author img

By

Published : Jul 7, 2020, 11:40 PM IST

রায়গঞ্জ, 7 জুলাই : আত্মহত্যা করে মা - বাবা ৷ তাই এবার সম্তানদের ঠাঁই হল রায়গঞ্জ কর্নজোড়া হোমে ৷ মাত্র 3 দিনের মধ্যে মা - বাবাকে হারিয়ে অনাথ হয়েছিল ওই দুই শিশু ৷ এবার তাদের হোমে পাঠানোর উদ্যোগ নিল রায়গঞ্জ ব্লক প্রশাসন ৷

উত্তর দিনাজপুরের করনদিঘী ব্লকের করণদিঘী 2 নং গ্রাম পঞ্চায়েতের কামাতগ্রামের বাসিন্দা ছিলেন খোকন সিংহ ৷ তাঁর পরিবার বলতে ছিল স্ত্রী ও 2 মেয়ে ৷ এক মেয়ের বয়স 3 বছর অন্যটির মাত্র 8 মাস । গত 27 জুন দাম্পত্য কলহের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন খোকন সিংহের স্ত্রী উর্মিলা সিংহ । 3 দিন পেরোতে না পেরোতেই একইভাবে আত্মহত্যা করেন খোকন সিংহ । বাবা-মার মৃত্যুতে অসহায় হয়ে পড়েছিল ছোট্ট দুই শিশু । তাদের দেখভালের দায়িত্ব নিতে রাজি হয়নি কেউ । কয়েকদিন প্রতিবেশীদের কাছেই ছিল শিশুদুটি । অবশেষে বিষয়টি করণদিঘি ব্লক প্রশাসনের নজরে আসে । করণদিঘি ব্লক প্রশাসন, করণদিঘি থানার পুলিশ ও চাইল্ড লাইনের সহায়তা নিয়ে শিশুদের প্রতিবেশীদের কাছ থেকে উদ্ধার করা হয় তাদের ।

আজ ওই শিশু দু'টির স্বাস্থ্য পরীক্ষার পর তাদের উত্তর দিনাজপুর জেলা চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয় ৷ করনদিঘি ব্লকের BDO বিজয় মোক্তান জানান, অসহায় শিশুদের সুস্থ রাখতেই তাদের এই উদ্যোগ । চাইল্ড লাইন কমিটির সদস্য উত্তম দাস বলেন, " শিশু দুটি সুস্থ ও ভালো আছে । তাদের শিশুদের হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে । "

রায়গঞ্জ, 7 জুলাই : আত্মহত্যা করে মা - বাবা ৷ তাই এবার সম্তানদের ঠাঁই হল রায়গঞ্জ কর্নজোড়া হোমে ৷ মাত্র 3 দিনের মধ্যে মা - বাবাকে হারিয়ে অনাথ হয়েছিল ওই দুই শিশু ৷ এবার তাদের হোমে পাঠানোর উদ্যোগ নিল রায়গঞ্জ ব্লক প্রশাসন ৷

উত্তর দিনাজপুরের করনদিঘী ব্লকের করণদিঘী 2 নং গ্রাম পঞ্চায়েতের কামাতগ্রামের বাসিন্দা ছিলেন খোকন সিংহ ৷ তাঁর পরিবার বলতে ছিল স্ত্রী ও 2 মেয়ে ৷ এক মেয়ের বয়স 3 বছর অন্যটির মাত্র 8 মাস । গত 27 জুন দাম্পত্য কলহের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন খোকন সিংহের স্ত্রী উর্মিলা সিংহ । 3 দিন পেরোতে না পেরোতেই একইভাবে আত্মহত্যা করেন খোকন সিংহ । বাবা-মার মৃত্যুতে অসহায় হয়ে পড়েছিল ছোট্ট দুই শিশু । তাদের দেখভালের দায়িত্ব নিতে রাজি হয়নি কেউ । কয়েকদিন প্রতিবেশীদের কাছেই ছিল শিশুদুটি । অবশেষে বিষয়টি করণদিঘি ব্লক প্রশাসনের নজরে আসে । করণদিঘি ব্লক প্রশাসন, করণদিঘি থানার পুলিশ ও চাইল্ড লাইনের সহায়তা নিয়ে শিশুদের প্রতিবেশীদের কাছ থেকে উদ্ধার করা হয় তাদের ।

আজ ওই শিশু দু'টির স্বাস্থ্য পরীক্ষার পর তাদের উত্তর দিনাজপুর জেলা চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয় ৷ করনদিঘি ব্লকের BDO বিজয় মোক্তান জানান, অসহায় শিশুদের সুস্থ রাখতেই তাদের এই উদ্যোগ । চাইল্ড লাইন কমিটির সদস্য উত্তম দাস বলেন, " শিশু দুটি সুস্থ ও ভালো আছে । তাদের শিশুদের হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.