ETV Bharat / state

মুরগির মৃত্যুকে কেন্দ্র করে চোপড়ায় সংঘর্ষ, আহত 9 - চোপড়া

নুরবানু এবং দবিরুল উভয়ে একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে ।

Clash between two neighbor over chicken death
মুরগির মৃত্যুকে কেন্দ্র করে চোপড়ায় সংঘর্ষ
author img

By

Published : Oct 28, 2020, 5:44 PM IST

চোপড়া, 28 অক্টোবর : মুরগির মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষ । সংঘর্ষের জেরে দু'পক্ষের মোট ন'জন জখম হয়েছেন । উত্তর দিনাজপুরের চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের হাঁসখালির ঘটনা ।

চোপড়া থানার হাঁসখালি গ্রামে মঙ্গলবার সন্ধে নাগাদ নুরবানুর একটি মুরগি মোটরবাইকের তলায় পিষ্ট হয় । তাঁর পরিবারের অভিযোগ, প্রতিবেশী দবিরুলের মোটরবাইকের ধাক্কায় তাঁঁর মুরগির মৃত্যু হয়েছে ।

এই ঘটনাকে কেন্দ্র করে নুরবানুর পরিবারের সদস্যরা দবিরুলের পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ । পালটা দবিরুলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে । দুইপক্ষের মধ্যে সংঘর্ষে দুই মহিলা সহ নয়জন আহত হয়েছেন । আহতদের চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । একজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁঁকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে । খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁঁছায় ।

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার জানিয়েছেন, তল্লাশি চলছে । কেউ গ্রেপ্তার হয়নি ।

চোপড়া, 28 অক্টোবর : মুরগির মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষ । সংঘর্ষের জেরে দু'পক্ষের মোট ন'জন জখম হয়েছেন । উত্তর দিনাজপুরের চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের হাঁসখালির ঘটনা ।

চোপড়া থানার হাঁসখালি গ্রামে মঙ্গলবার সন্ধে নাগাদ নুরবানুর একটি মুরগি মোটরবাইকের তলায় পিষ্ট হয় । তাঁর পরিবারের অভিযোগ, প্রতিবেশী দবিরুলের মোটরবাইকের ধাক্কায় তাঁঁর মুরগির মৃত্যু হয়েছে ।

এই ঘটনাকে কেন্দ্র করে নুরবানুর পরিবারের সদস্যরা দবিরুলের পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ । পালটা দবিরুলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে । দুইপক্ষের মধ্যে সংঘর্ষে দুই মহিলা সহ নয়জন আহত হয়েছেন । আহতদের চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । একজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁঁকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে । খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁঁছায় ।

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার জানিয়েছেন, তল্লাশি চলছে । কেউ গ্রেপ্তার হয়নি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.