ETV Bharat / state

রায়গঞ্জ ও গোয়ালপোখর থেকে বাজেয়াপ্ত ২ লাখ ৪০ হাজার টাকা - north dinajpur

উত্তর দিনাজপুরের দুটি এলাকা থেকে ২ লাখ ৪০ হাজার টাকা বাজেয়াপ্ত করল পুলিশ। ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ফোটো সৌজন্য় : pixabay
author img

By

Published : Mar 19, 2019, 9:35 AM IST

রায়গঞ্জ ও গোয়ালপোখর, ১৯ মার্চ : উত্তর দিনাজপুরের দুটি এলাকা থেকে ২ লাখ ৪০ হাজার টাকা বাজেয়াপ্ত করল পুলিশ। ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের আজ রায়গঞ্জ জেলা আদালতে তোলা হবে। লোকসভা ভোটের জন্য এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল কি না সেবিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

সামনেই লোকসভা নির্বাচন। তাই কড়া হয়েছে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি জেলায় শুরু হয়েছে নাকা চেকিং। রবিবার নাকা চেকিংয়ের সময় রায়গঞ্জ থানা এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা সহ দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা বিহারের কাটিহারের বাসিন্দা। নাম আবু সালাহ ও আরিফ বিল্লা। ওইদিন রাতেই গোয়ালপোখর থানার আন্তঃরাজ্য সীমান্ত এলাকায় নাকা চলাকালীন ১ লাখ টাকা সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম প্রকাশ ধাগা, বাবুলাল ধাগা ও সঞ্জয় ভগত।

উত্তর দিনাজপুরের জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে ৫০ হাজারের বেশি টাকা নিয়ে রাস্তায় যাওয়া যায় না। আর এক্ষেত্রে দুটি থানা এলাকা থেকেই ১ লাখ টাকা করে উদ্ধার হয়েছে। আমরা টাকাগুলোকে বাজেয়াপ্ত করেছি। হতে পারে নির্বাচনের জন্য এই টাকাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। টাকা যাতে নির্বাচনের সময় ব্যবহার করা না যায়, তাই নাকা চেকিং ও টাকা আদান-প্রদানের সীমা নির্ধারিত করা হয়। ধৃতদের সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।"

রায়গঞ্জ ও গোয়ালপোখর, ১৯ মার্চ : উত্তর দিনাজপুরের দুটি এলাকা থেকে ২ লাখ ৪০ হাজার টাকা বাজেয়াপ্ত করল পুলিশ। ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের আজ রায়গঞ্জ জেলা আদালতে তোলা হবে। লোকসভা ভোটের জন্য এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল কি না সেবিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

সামনেই লোকসভা নির্বাচন। তাই কড়া হয়েছে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি জেলায় শুরু হয়েছে নাকা চেকিং। রবিবার নাকা চেকিংয়ের সময় রায়গঞ্জ থানা এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা সহ দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা বিহারের কাটিহারের বাসিন্দা। নাম আবু সালাহ ও আরিফ বিল্লা। ওইদিন রাতেই গোয়ালপোখর থানার আন্তঃরাজ্য সীমান্ত এলাকায় নাকা চলাকালীন ১ লাখ টাকা সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম প্রকাশ ধাগা, বাবুলাল ধাগা ও সঞ্জয় ভগত।

উত্তর দিনাজপুরের জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে ৫০ হাজারের বেশি টাকা নিয়ে রাস্তায় যাওয়া যায় না। আর এক্ষেত্রে দুটি থানা এলাকা থেকেই ১ লাখ টাকা করে উদ্ধার হয়েছে। আমরা টাকাগুলোকে বাজেয়াপ্ত করেছি। হতে পারে নির্বাচনের জন্য এই টাকাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। টাকা যাতে নির্বাচনের সময় ব্যবহার করা না যায়, তাই নাকা চেকিং ও টাকা আদান-প্রদানের সীমা নির্ধারিত করা হয়। ধৃতদের সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।"

Intro:রায়গঞ্জ,২৫ ডিসেম্বর:- জেলার পুলিশবাহিনীর ৫০% পেরিয়েছেন ৪০ বছর বয়সের গন্ডি। তাদের মধ্যে তাদের মধ্যে কেউ কেউ পার করেছেন হাফ সেঞ্চুরি। ব্লাড সুগার ব্লাড প্রেসার এখন নিত্যসঙ্গী। তার ওপর পুলিশি কাজের চাপ। অপরাধ ও অপরাধীদের নিত্য নতুন ষড়যন্ত্র ধরতে সব সময়ই শরীর ও মন সজাগ রাখতেই হবে। কিন্তু কখনো কখনো শারীরিক অসুস্থতা কাজের গতিতে বাঁধ সাধছে। তাই সহকর্মীদের কাজের চাপ নেওয়ার ক্ষমতা বাড়াতে এবং নিত্য চনমনে রাখতে এবারে খেলাধুলার প্রতি আকর্ষণ বাড়াতে উদ্যোগ নিয়েছেন জেলা পুলিশ সুপার। সবকটি থানার পুলিশকর্মীদের খেলাধুলার প্রতি ঝোঁক বাড়াতে জেলাভিত্তিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। পুলিশ সুপারের দাবি ধীরে ধীরে খেলাধুলার বিষয়ে আগ্রহ বাড়ছে সব মহলের পুলিশকর্মীদের।

উত্তর দিনাজপুর জেলা রাজ্যের বিভিন্ন জেলা থেকে বেশ ঘটনাবহুল। 187 কিলোমিটার জাতীয় সড়ক ও 225 কিলোমিটার সীমান্ত এলাকা দিয়ে ঘেরা এই জেলা। আন্তঃ রাজ্য ও আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া হওয়ায় নিত্যদিন নানান অপরাধ বেড়েই চলেছে। অপরাধ কমাতে এবং অপরাধীদের ধরতে স্বাভাবিকভাবেই বেশ বুদ্ধি এবং কায়িক পরিশ্রমের প্রয়োজন পড়ে পুলিশকর্মীদের। এছাড়াও রাজ্যের অন্যান্য এলাকার মত বিভিন্ন রাজনৈতিক সামাজিক সমস্যা সামলাযে হয় পুলিশকে। জেলার মোট দশটি থানায় এস আই ,এ এস আই, কনস্টেবল নিয়ে পুলিশকর্মীদের সংখ্যা 977। আই সি ও সি দিন নিয়ে সংখ্যাটা 1000 ছুঁতে পারেনি। এদের সঙ্গে রয়েছে বিপুল অংশের সিভিক ভলেন্টিয়ার। এদের মধ্যে 500 জনের ওপর পুলিশকর্মীদের বয়স 40 পেরিয়ে গেছে। তার মধ্যে একটা বড় অংশ 50 বছর বয়সের গড় নিউ পেরিয়েছে। স্বাভাবিক ভাবি রক্তে শর্করা বৃদ্ধি পেয়েছে বেড়েছে রক্তচাপও। পাশাপাশি থাইরয়েড ইউরিক অ্যাসিড সহ একাধিক রোগ ঘর করেছে দেহে।

প্রায় চার মাস আগে জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই ফোর্সকে নিয়েই কাজের গতি বাড়ানো চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন সুমিত কুমার। সর্কারি বিনামূল্যে মেডিকেল টেস্ট নিয়মিত পড়ানোর পাশাপাশি তিনি জেলার প্রতিটি থানা পুলিশ কর্মীদের মধ্যে নানা ধরনের খেলাধুলোর রেওয়াজ শুরু করেন। রায়গঞ্জে পুলিশ লাইনের মাঠে ও সকাল বিকেলে চলে ফুটবল, ভলিবল, জগিং। সপ্তাহে দুদিন মঙ্গলবারও শনিবার পুলিশকর্মীদের জন্য যোগ ব্যায়ামের ও ব্যবস্থা করেছে জেলা পুলিশ সুপার ।খুব সকালে একদল পুলিশ কর্মী পুলিশ লাইনের তিন থেকে চার কিলোমিটার রাস্তা জগিং করেন। পুলিশ সুপার এর মতে সকাল বেলার এই জগিং যেমন ভাবে পুলিশ কর্মীদের চাঙ্গা রাখে পাশাপাশি ওই এলাকার মানুষ ও সকাল সকাল পুলিশকর্মীদের বিচরণ দেখে আশ্বস্ত থাকেন। যদিও প্রথম দিকে তেমন উৎসাহ না পেলেও বর্তমানে খেলায় অংশ নিচ্ছে একটি বড় অংশের পুলিশকর্মীরা। যার ফলে স্বাভাবিকভাবেই পুলিশকর্মীদের শারীরিক সুস্থতা অনেকাংশ বেড়েছে বলে দাবি করেন পুলিশ সুপার।

পুলিশ সুপার সুমিত কুমার বলেন, জেলা পুলিশ বাহিনীর মধ্যে অনেকেই 40 বছর বয়স অতিক্রম করেছেন। তাদের সুস্থ রাখা আমাদের দায়িত্ব পাশাপাশি তারা ভাল থাকলে কাজের গতিও বাড়বে অনেক। তাই আমরা প্রতিটি থানার খেলাধুলার কালচার ডেভলপ করছি। জেলা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ফলে আশা করছি আমাদের কর্মীরা অনেক ভালো থাকবেন।

বাইট--সুমিত কুমার,উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার।

তারক চক্রবর্তী, রায়গঞ্জ।


Body:jf


Conclusion:bf
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.