রায়গঞ্জ ও গোয়ালপোখর, ১৯ মার্চ : উত্তর দিনাজপুরের দুটি এলাকা থেকে ২ লাখ ৪০ হাজার টাকা বাজেয়াপ্ত করল পুলিশ। ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের আজ রায়গঞ্জ জেলা আদালতে তোলা হবে। লোকসভা ভোটের জন্য এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল কি না সেবিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
সামনেই লোকসভা নির্বাচন। তাই কড়া হয়েছে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি জেলায় শুরু হয়েছে নাকা চেকিং। রবিবার নাকা চেকিংয়ের সময় রায়গঞ্জ থানা এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা সহ দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা বিহারের কাটিহারের বাসিন্দা। নাম আবু সালাহ ও আরিফ বিল্লা। ওইদিন রাতেই গোয়ালপোখর থানার আন্তঃরাজ্য সীমান্ত এলাকায় নাকা চলাকালীন ১ লাখ টাকা সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম প্রকাশ ধাগা, বাবুলাল ধাগা ও সঞ্জয় ভগত।
উত্তর দিনাজপুরের জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে ৫০ হাজারের বেশি টাকা নিয়ে রাস্তায় যাওয়া যায় না। আর এক্ষেত্রে দুটি থানা এলাকা থেকেই ১ লাখ টাকা করে উদ্ধার হয়েছে। আমরা টাকাগুলোকে বাজেয়াপ্ত করেছি। হতে পারে নির্বাচনের জন্য এই টাকাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। টাকা যাতে নির্বাচনের সময় ব্যবহার করা না যায়, তাই নাকা চেকিং ও টাকা আদান-প্রদানের সীমা নির্ধারিত করা হয়। ধৃতদের সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।"