ETV Bharat / state

রায়গঞ্জে 17 লাখ টাকার ব্রাউন সুগারসহ গ্রেপ্তার 2 দুষ্কৃতী - two arrested with brown sugar at raiganj

গতকাল রাতে 34 নম্বর জাতীয় সড়কে বারদুয়ারি এলাকায় একটি গাড়ি আটক করে পুলিশ । সেখান থেকে 900 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয় ।

ছবি
ছবি
author img

By

Published : May 30, 2020, 9:25 PM IST

রায়গঞ্জ, 30 মে : গোপন সূত্রে খবর পেয়ে 17 লাখ টাকার ব্রাউন সুগার উদ্ধার করল রায়গঞ্জ পুলিশ । গতকাল গভীর রাতে 34 নম্বর জাতীয় সড়ক এলাকায় অভিযান চালায় রায়গঞ্জ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও রায়গঞ্জ থানার পুলিশ । সেখানেই একটি গাড়ি আটক করে 900 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয় । গ্রেপ্তার করা হয় খুরশেদ আলম ও শেখ ডালিম নামে দুই ব্যক্তিকে । দু'জনের বাড়ি রায়গঞ্জ পুলিশ জেলার করণদিঘি থানা এলাকায় ।

পুলিশ সূত্রে খবর, দিনকয়েক ধরেই মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে ব্রাউন সুগার পাচারের খবর আসছিল । আজ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ । 34 নম্বর জাতীয় সড়কে বারদুয়ারি এলাকায় গাড়িটিকে আটক করা হয় । সাদা অল্টোর সিটের নিচ থেকে দশটি প্যাকেটে 900 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় । যার মূল্য প্রায় 17 লাখ টাকা। তদন্তে নেমে জানা যায়, এই ব্রাউন সুগার নিয়ে মুর্শিদাবাদ থেকে রওনা দিয়েছিল দুই ব্যক্তি । দু'জনকেই গ্রেপ্তার করে পুলিশ।

এবিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলা সুপার সুমিত কুমার বলেন, "আমরা লাগাতার অভিযান চালাচ্ছি । সেই সূত্রেই আজ খবর পাই, একটি গাড়িতে মাদক পাচার করা হচ্ছে। তারপর আমাদের স্পেশাল অপারেশন এবং রায়গঞ্জ থানা যৌথভাবে অভিযান চালায় । দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে । উদ্ধার হয়েছে প্রায় 17 লাখ টাকার ব্রাউন সুগার । ধৃতদের রায়গঞ্জ আদালতে তোলা হলে, বিচারক সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন । তাদের জেরা করে পাচার চক্রের অন্য সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

রায়গঞ্জ, 30 মে : গোপন সূত্রে খবর পেয়ে 17 লাখ টাকার ব্রাউন সুগার উদ্ধার করল রায়গঞ্জ পুলিশ । গতকাল গভীর রাতে 34 নম্বর জাতীয় সড়ক এলাকায় অভিযান চালায় রায়গঞ্জ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও রায়গঞ্জ থানার পুলিশ । সেখানেই একটি গাড়ি আটক করে 900 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয় । গ্রেপ্তার করা হয় খুরশেদ আলম ও শেখ ডালিম নামে দুই ব্যক্তিকে । দু'জনের বাড়ি রায়গঞ্জ পুলিশ জেলার করণদিঘি থানা এলাকায় ।

পুলিশ সূত্রে খবর, দিনকয়েক ধরেই মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে ব্রাউন সুগার পাচারের খবর আসছিল । আজ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ । 34 নম্বর জাতীয় সড়কে বারদুয়ারি এলাকায় গাড়িটিকে আটক করা হয় । সাদা অল্টোর সিটের নিচ থেকে দশটি প্যাকেটে 900 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় । যার মূল্য প্রায় 17 লাখ টাকা। তদন্তে নেমে জানা যায়, এই ব্রাউন সুগার নিয়ে মুর্শিদাবাদ থেকে রওনা দিয়েছিল দুই ব্যক্তি । দু'জনকেই গ্রেপ্তার করে পুলিশ।

এবিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলা সুপার সুমিত কুমার বলেন, "আমরা লাগাতার অভিযান চালাচ্ছি । সেই সূত্রেই আজ খবর পাই, একটি গাড়িতে মাদক পাচার করা হচ্ছে। তারপর আমাদের স্পেশাল অপারেশন এবং রায়গঞ্জ থানা যৌথভাবে অভিযান চালায় । দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে । উদ্ধার হয়েছে প্রায় 17 লাখ টাকার ব্রাউন সুগার । ধৃতদের রায়গঞ্জ আদালতে তোলা হলে, বিচারক সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন । তাদের জেরা করে পাচার চক্রের অন্য সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.