কালিয়াগঞ্জ, 17 এপ্রিল : কোরোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে কালিয়াগঞ্জে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ । কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় কোরোনা নিয়ে মানুষজনকে ভুলভাল কথা বোঝাচ্ছিলেন বলে অভিযোগ উঠছিল । গতকাল সন্ধ্যায় কালিয়াগঞ্জ থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ । আজ তোলা হবে আদালতে ।
কালিয়াগঞ্জ ব্লকের 2 নম্বর ধনকোল গ্রাম পঞ্চায়েতের বালাস গ্রামে বাড়ি পবিত্র বর্মণের । আর ফকির মহলদারের বাড়ি কালিয়াগঞ্জের রসিদপুরে । এমনিতেই কোরোনার জেরে আতঙ্কিত মানুষজন । আর সেই সুযোগে তাদের ভুলভাল বুঝিয়ে আসছিল এই দু'জন । এই নিয়ে একাধিক অভিযোগ পেয়ে খোঁজ শুরু করে পুলিশ । গতকাল কালিয়াগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।
পুলিশ জানিয়েছে, গুজব ছড়ানোর অভিযোগ আসায় কালিয়াগঞ্জ থানার IC আশিস দলুই বিভিন্ন এলাকায় গিয়ে এর সত্যতা যাচাই করছিলেন । গতকাল হাতেনাতে ধরেন দু'জনকে । তাদের রায়গঞ্জ আদালতে তোলা হবে । এবিষয়ে আশিস দলুই জানান, এর পিছনে অন্য কোনও চক্র সক্রিয় আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।
রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার এবিষয়ে বলেন, "কোরোনা নিয়ে যারা গুজব ছড়াচ্ছে, তাদের কোনওভাবেই বরদাস্ত করা হবে না ।" তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, "পুলিশ সতর্ক রয়েছে এই সব ব্যাপারে । এই ধরনের কোনওরকম গুজব ছড়ানোর সঙ্গে যারাই যুক্ত থাকবে তাদের খুঁজে বের করা হবে । তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় সে ব্যাপারে নজর দেওয়া হবে ।"