রায়গঞ্জ, 27 জানুয়ারি : রাস্তার ধার থেকে বছর 55-এর এক ব্যক্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধার ৷ মৃতের নাম মহঃ আলি ৷ রায়গঞ্জের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণমুড়ি গ্রামের বাসিন্দা ৷ এলাকায় স্থানীয় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত মহঃ আলি ৷ আজ সকালে রায়গঞ্জ থানার অন্তর্গত ঝোমঝুরিয়ায় রাস্তার ধারে ওই তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ দেখতে পান পথচলতি মানুষ ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ ঘটনাস্থানে পৌঁছে দেহটি উদ্ধার করেছে পুলিশ ৷ তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানা ৷
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থান থেকে দুটি গুলির উদ্ধার হয়েছে । পুলিশ কুকুর দিয়ে ঘটনাস্থানে চিরুনি তল্লাশি চালায় পুলিশ । মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । খুনে জরিত সন্দেহে মৃত মহম্মদ আলির ভাইপো সেকেন্দর আলিকে আটক করেছে পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান জমি নিয়ে শরীকি বিবাদের জেরেই এই খুন। যদিও কর্মী খুনের ঘটনায় বিরোধী দলে বিরুদ্ধে ইতিমধ্যেই শুর চড়িয়েছে তৃণমূল নেতৃত্ব ৷
আরও পড়ুন :ময়নাগুড়িতে খুন তৃণমূল কর্মী, কাঠগড়ায় বিজেপি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহম্মদ আলির সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল তাঁর ভাইপো টেপু আলির । দু'দিন আগে এনিয়ে দুই পরিবারের মধ্যে গন্ডগোল, হাতাহাতিও হয়। তারপরই গতকাল সকালে একটি দলীয় মিটিংয়ে যান মহম্মদ আলি । দুপুরের মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি আসেননি । রাতেও বাড়ি ফেরেননি মহম্মদ আলি । তারপরই আজ সকালে মহারাজা গ্রামে রাস্তার ধার থেকে উদ্ধার হয় মহম্মদ আলির গুলিবিদ্ধ দেহ ৷ মৃতদেহের বুকে গুলির চিহ্ন রয়েছে ।
খবর পেয়ে ঘটনাস্থানে যান রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা ৷ ঘটনাস্থান থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ । পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে থেকে মহম্মদ আলিকে গুলি করা হয়েছে বলে অনুমান করছে পুলিশ । যদিও, এই ঘটনার সম্পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । ঘটনার তদন্ত করছে রায়গঞ্জ থানার পুলিশ।