ETV Bharat / state

চোপড়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

চোপড়ায় গুলিবিদ্ধ প্রাক্তন তৃণমূল প্রধান সহ দু'জন । তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনায় অভিযোগ উঠেছে বাম-কংগ্রেসের বিরুদ্ধে ।

aa
তৃণমূল নেতা
author img

By

Published : Jul 6, 2020, 10:40 PM IST

রায়গঞ্জ, 6 জুলাই: এক সপ্তাহের ব্যবধানে ফের ইসলামপুর মহকুমায় গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল নেতা । দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান সহ দু'জন । চোপড়ার গেন্দাবাড়ি বাজার এলাকার ঘটনা । জখম দু'জন হলেন আবুল হোসেন ও মুস্তফা কামাল । বাড়ি স্থানীয় অম্বিকা নগর এলাকায় ।

চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা মহম্মদ আজ়হারউদ্দিন বলেন, "আজ পেট্রল-ডিজ়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুথ স্তরে আমাদের কর্মসূচি ছিল । সেখানে CPI(M)-কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালায় । জখম হন তৃণমূলের প্রাক্তন প্রধান আবুল হোসেন ও আরও এক কর্মী । একজনকে রায়গঞ্জ মেডিকেল ও আর একজনকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ।"

তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায় । তিনি বলেন, "আজ 100 দিনের কাজের টাকা বিতরণ করছিলেন তৃণমূল নেতারা । সেই বিষয়টিকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত । ঘটনায় আমাদের কেউ জড়িত নন ।" এলাকায় শুরু হয়েছে পুলিশি টহল । দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি ।

রায়গঞ্জ, 6 জুলাই: এক সপ্তাহের ব্যবধানে ফের ইসলামপুর মহকুমায় গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল নেতা । দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান সহ দু'জন । চোপড়ার গেন্দাবাড়ি বাজার এলাকার ঘটনা । জখম দু'জন হলেন আবুল হোসেন ও মুস্তফা কামাল । বাড়ি স্থানীয় অম্বিকা নগর এলাকায় ।

চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা মহম্মদ আজ়হারউদ্দিন বলেন, "আজ পেট্রল-ডিজ়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুথ স্তরে আমাদের কর্মসূচি ছিল । সেখানে CPI(M)-কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালায় । জখম হন তৃণমূলের প্রাক্তন প্রধান আবুল হোসেন ও আরও এক কর্মী । একজনকে রায়গঞ্জ মেডিকেল ও আর একজনকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ।"

তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায় । তিনি বলেন, "আজ 100 দিনের কাজের টাকা বিতরণ করছিলেন তৃণমূল নেতারা । সেই বিষয়টিকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত । ঘটনায় আমাদের কেউ জড়িত নন ।" এলাকায় শুরু হয়েছে পুলিশি টহল । দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.