ETV Bharat / state

Durga Puja 2022: রায়গঞ্জে দুঃস্থদের নতুন পোশাক বিলি বৃহন্নলাদের - জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলে মেতে ওঠেন উৎসবে

দুর্গাপুজো উপলক্ষে গরিব, দুঃস্থ মানুষদের আনন্দ দিতে উদ্যোগী হন রায়গঞ্জের বৃহন্নলারা। গত 10 বছর ধরে এই সামাজিক কর্মসূচি গ্রহণ করে চলেছেন তাঁরা ৷ রবিবার মহালয়ার পুণ্যলগ্নে রায়গঞ্জ শহরের অশোকপল্লী এলাকায় অবস্থিত বৃহন্নলাদের বাসভবনে এক বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় (Transgenders Gave Clothes to Poor People) ৷ পুজোর মুখে (Durga Puja) নতুন বস্ত্র পেয়ে খুশী সকলেই ৷

Durga Puja 2022
পুজোতে আনন্দ দিতে পোশাক বিতরণ বৃহন্নলাদের
author img

By

Published : Sep 26, 2022, 7:41 AM IST

রায়গঞ্জ, 26 সেপ্টেম্বর: পুজো মানেই (Durga Puja) উৎসব ৷ নতুন পোশাক, বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলে মিলিতভাবে মেতে ওঠেন শ্রেষ্ঠ উৎসবে। সকলের মিলিত অনুভূতিতে পুজোস্থল যেন সম্প্রীতির এক মহামিলনক্ষেত্রে পরিণত হয়। তাই বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার। আর এই উৎসবে গরিব, দুঃস্থ মানুষদের আনন্দ দিতে প্রতিবছরই উদ্যোগী হন রায়গঞ্জে বৃহন্নলারা (Transgenders Gave Clothes to Poor People) ।

গত 10 বছর ধরে চলছে তাঁদের এই মানবিক প্রয়াস। প্রতিবছরের মতো এবারেও সেই কর্মসূচীতে সামিল হলেন তাঁরা। রবিবার মহালয়ার পুণ্যলগ্নে রায়গঞ্জ শহরের (Durga Puja in Raiganj) অশোকপল্লী এলাকায় অবস্থিত বৃহন্নলাদের বাসভবনে এই বস্ত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। প্রায় হাজারখানেক মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয় এদিন।

সকাল থেকেই শুরু হয় অনুষ্ঠান ৷ এরপর প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক। উদ্যোক্তা সেনামণি শেখ বলেন, "মহালয়ার মধ্যে দিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সূচনা হল।" সব কিছুর উর্ধ্বে উঠে মিলেমিশে সকলের সঙ্গে উৎসবে সামিল হওয়ার বার্তা দেন তিনি। আগামীতেও তাঁদের এই কর্মসূচি জারি থাকবে বলে জানান তিনি।

দুর্গাপুজো উপলক্ষে গরিব, দুঃস্থ মানুষদের আনন্দ দিতে উদ্যোগী হন রায়গঞ্জের বৃহন্নলারা

আরও পড়ুন: পথ শিশুদের দুর্গাপুজোর উপহার দিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়ারা

গত 10 বছর ধরে এই সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রায় মাসখানেক আগে থেকে এর প্রক্রিয়া শুরু হয়। উৎসবের দিনগুলিতে মানুষের মুখে হাসি ফুটিয়ে আত্মতুষ্টির অনুভূতি লাভ হয় বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে, পুজোর মুখে নতুন বস্ত্র পেয়ে খুশী সকলেই। বৃহন্নলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

রায়গঞ্জ, 26 সেপ্টেম্বর: পুজো মানেই (Durga Puja) উৎসব ৷ নতুন পোশাক, বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলে মিলিতভাবে মেতে ওঠেন শ্রেষ্ঠ উৎসবে। সকলের মিলিত অনুভূতিতে পুজোস্থল যেন সম্প্রীতির এক মহামিলনক্ষেত্রে পরিণত হয়। তাই বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার। আর এই উৎসবে গরিব, দুঃস্থ মানুষদের আনন্দ দিতে প্রতিবছরই উদ্যোগী হন রায়গঞ্জে বৃহন্নলারা (Transgenders Gave Clothes to Poor People) ।

গত 10 বছর ধরে চলছে তাঁদের এই মানবিক প্রয়াস। প্রতিবছরের মতো এবারেও সেই কর্মসূচীতে সামিল হলেন তাঁরা। রবিবার মহালয়ার পুণ্যলগ্নে রায়গঞ্জ শহরের (Durga Puja in Raiganj) অশোকপল্লী এলাকায় অবস্থিত বৃহন্নলাদের বাসভবনে এই বস্ত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। প্রায় হাজারখানেক মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয় এদিন।

সকাল থেকেই শুরু হয় অনুষ্ঠান ৷ এরপর প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক। উদ্যোক্তা সেনামণি শেখ বলেন, "মহালয়ার মধ্যে দিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সূচনা হল।" সব কিছুর উর্ধ্বে উঠে মিলেমিশে সকলের সঙ্গে উৎসবে সামিল হওয়ার বার্তা দেন তিনি। আগামীতেও তাঁদের এই কর্মসূচি জারি থাকবে বলে জানান তিনি।

দুর্গাপুজো উপলক্ষে গরিব, দুঃস্থ মানুষদের আনন্দ দিতে উদ্যোগী হন রায়গঞ্জের বৃহন্নলারা

আরও পড়ুন: পথ শিশুদের দুর্গাপুজোর উপহার দিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়ারা

গত 10 বছর ধরে এই সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রায় মাসখানেক আগে থেকে এর প্রক্রিয়া শুরু হয়। উৎসবের দিনগুলিতে মানুষের মুখে হাসি ফুটিয়ে আত্মতুষ্টির অনুভূতি লাভ হয় বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে, পুজোর মুখে নতুন বস্ত্র পেয়ে খুশী সকলেই। বৃহন্নলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.