ETV Bharat / state

Krishna Kalyani : রায়গঞ্জের বিধায়কের তৃণমূলে ফেরায় আনন্দে মাতলেন কর্মী-সমর্থকরা - TMC

বুধবার বিকেলে কলকাতায় গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani) ৷ তার সঙ্গে সঙ্গেই আনন্দে মেতেছেন রায়গঞ্জের তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ সবুজ আবীর মেখে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল তাঁদের ৷

Krishna Kalyani
কৃষ্ণ কল্যাণী
author img

By

Published : Oct 27, 2021, 9:11 PM IST

Updated : Oct 27, 2021, 10:50 PM IST

রায়গঞ্জ, 27 অক্টোবর : জল্পনা শেষে বুধবার তৃণমূলে ফিরেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani) ৷ বুধবার দক্ষিণ কলকাতার একটি হোটেলে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) হাত থেকে দলীয় পতাকা তুলে নেন কৃষ্ণ ৷ তাঁর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় আনন্দে মেতে উঠলেন কর্মী-সমর্থকরা ।

একমাস আগেই বিজেপি ছেড়েছিলেন কৃষ্ণ । তৃণমূলে যোগদান নিয়ে জোর জল্পনা চলছিলই ৷ বুধবার তার অবসান হল ৷ তাঁর দলবদলে উত্তর দিনাজপুর জেলার 9টি বিধানসভা আসনই তৃণমূলের দখলে এল ৷ এই জেলায় দু'টি আসন পেয়েছিল বিজেপি । একটি কালিয়াগঞ্জ এবং অপরটি রায়গঞ্জ । আগেই কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন । বুধবার তৃণমূলে ফিরলেন রায়গঞ্জের বিধায়কও ।

বাবা দীনদয়াল কল্যাণী একসময় তৃণমূল কংগ্রসের কাউন্সিলর ছিলেন । তাঁরই ছেলে বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণীও তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য ছিলেন । একুশের বিধানসভা নির্বাচনের মাস তিনেক আগে বিজেপি সাংসদ অর্জুন সিং এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর হাত ধরে এক বিশাল সমাবেশের মাধ্যমে বিজেপিতে যোগদান করেছিলেন কৃষ্ণ কল্যাণী । বিজেপি থেকে রায়গঞ্জ বিধানসভা আসনে তাঁকে প্রার্থী করে বিজেপি । বিজেপির জয়ী বিধায়কদের মধ্যে অন্যতম একজন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী । এরপরই রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী এবং জেলা বিজেপির সঙ্গে মনোমালিন্য শুরু হয় তাঁর ৷ 1 অক্টোবর বিজেপি ছাড়েন ।

উৎসবে মাতলেন রায়গঞ্জের তৃণমূল কর্মী-সমর্থকরা

তখন থেকেই জল্পনা তৈরি হয় বিধায়কের তৃণমূল কংগ্রেসে যোগদানের । এদিন সেই জল্পনার অবসান ঘটল ৷ তাতেই রায়গঞ্জে তাঁর কার্যালয়ের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের আবীর খেলা উৎসবের চেহারা নেয় ৷ উত্তর দিনাজপুরের তৃণমূল নেতা অরিন্দম সরকার তাঁকে দলে স্বাগত জানিয়েছেন ৷ বিধায়ক সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন তিনি ৷ এদিকে বিধায়ককে অভিনন্দন জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারও ৷

তবে তাঁকে রাজনৈতিক সমালোচনার মুখেও পড়তে হয়েছে ৷ কংগ্রেসের তরফে কৃষ্ণ কল্যাণীর সমালোচনা করা হয়েছে ৷ দলবদল করে বিধায়ক রায়গঞ্জের মানুষ, যাঁরা তাঁকে ভোট দিয়ে জিতিয়েছেন, তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন বলে মত যুব কংগ্রেসের জেলা সভাপতি তুষার গুহর ৷ সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল গোটা দলবদলের বিষয়টিকে যাত্রাপালার সঙ্গে তুলনা করেছেন ৷

আরও পড়ুন : Krishna Kalyani : তৃণমূলে ফিরলেন বিজেপির কৃষ্ণ কল্যাণী

রায়গঞ্জ, 27 অক্টোবর : জল্পনা শেষে বুধবার তৃণমূলে ফিরেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani) ৷ বুধবার দক্ষিণ কলকাতার একটি হোটেলে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) হাত থেকে দলীয় পতাকা তুলে নেন কৃষ্ণ ৷ তাঁর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় আনন্দে মেতে উঠলেন কর্মী-সমর্থকরা ।

একমাস আগেই বিজেপি ছেড়েছিলেন কৃষ্ণ । তৃণমূলে যোগদান নিয়ে জোর জল্পনা চলছিলই ৷ বুধবার তার অবসান হল ৷ তাঁর দলবদলে উত্তর দিনাজপুর জেলার 9টি বিধানসভা আসনই তৃণমূলের দখলে এল ৷ এই জেলায় দু'টি আসন পেয়েছিল বিজেপি । একটি কালিয়াগঞ্জ এবং অপরটি রায়গঞ্জ । আগেই কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন । বুধবার তৃণমূলে ফিরলেন রায়গঞ্জের বিধায়কও ।

বাবা দীনদয়াল কল্যাণী একসময় তৃণমূল কংগ্রসের কাউন্সিলর ছিলেন । তাঁরই ছেলে বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণীও তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য ছিলেন । একুশের বিধানসভা নির্বাচনের মাস তিনেক আগে বিজেপি সাংসদ অর্জুন সিং এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর হাত ধরে এক বিশাল সমাবেশের মাধ্যমে বিজেপিতে যোগদান করেছিলেন কৃষ্ণ কল্যাণী । বিজেপি থেকে রায়গঞ্জ বিধানসভা আসনে তাঁকে প্রার্থী করে বিজেপি । বিজেপির জয়ী বিধায়কদের মধ্যে অন্যতম একজন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী । এরপরই রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী এবং জেলা বিজেপির সঙ্গে মনোমালিন্য শুরু হয় তাঁর ৷ 1 অক্টোবর বিজেপি ছাড়েন ।

উৎসবে মাতলেন রায়গঞ্জের তৃণমূল কর্মী-সমর্থকরা

তখন থেকেই জল্পনা তৈরি হয় বিধায়কের তৃণমূল কংগ্রেসে যোগদানের । এদিন সেই জল্পনার অবসান ঘটল ৷ তাতেই রায়গঞ্জে তাঁর কার্যালয়ের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের আবীর খেলা উৎসবের চেহারা নেয় ৷ উত্তর দিনাজপুরের তৃণমূল নেতা অরিন্দম সরকার তাঁকে দলে স্বাগত জানিয়েছেন ৷ বিধায়ক সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন তিনি ৷ এদিকে বিধায়ককে অভিনন্দন জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারও ৷

তবে তাঁকে রাজনৈতিক সমালোচনার মুখেও পড়তে হয়েছে ৷ কংগ্রেসের তরফে কৃষ্ণ কল্যাণীর সমালোচনা করা হয়েছে ৷ দলবদল করে বিধায়ক রায়গঞ্জের মানুষ, যাঁরা তাঁকে ভোট দিয়ে জিতিয়েছেন, তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন বলে মত যুব কংগ্রেসের জেলা সভাপতি তুষার গুহর ৷ সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল গোটা দলবদলের বিষয়টিকে যাত্রাপালার সঙ্গে তুলনা করেছেন ৷

আরও পড়ুন : Krishna Kalyani : তৃণমূলে ফিরলেন বিজেপির কৃষ্ণ কল্যাণী

Last Updated : Oct 27, 2021, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.