রায়গঞ্জ, 6 সেপ্টেম্বর : প্রকাশ্যে বন্দুক হাতে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের ইসলামপুরে । দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত বেশ কয়েকজন বলে খবর। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভদ্রকালি এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ ।
স্থানীয় গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ রইসউদ্দিন গোষ্ঠী কোন্দলের কথা শিকার করে বলেন, "এই এলাকাতে দীর্ঘদিন ধরেই ইসলামপুর পুরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের অনুগামীদের সঙ্গে চোপড়ার বিধায়ক হামিদুল ইসলামের অনুগামীদের মধ্যে এলাকা দখলকে নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে । এই বিষয়টি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে । এদিনের এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় ।" ইসলামপুর জেলা পুলিশ সুপার সচিন মক্কার টেলিফোনে জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে ৷ এখনও পর্যন্ত লিখিত কোনও অভিযোগ আসেনি ৷ অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে ।
আরও পড়ুন: শান্তিনিকেতনের পরিবেশে রায়গঞ্জে চলছে 'গাছতলায় পাঠশালা'
ঘটনার এলাকার স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন ৷ এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ৷ এলাকার পরিস্থিতি এখনও থমথমে রয়েছে ৷ কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে স্থানীয় মানুষজন ৷