ETV Bharat / state

Panchayat Elections 2023: রায়গঞ্জে ডাকযোগে দলের পতাকা ফেরত দিয়ে তৃণমূল ত্যাগ পঞ্চায়েত সদস্যদের

পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের চার সদস্য তৃণমূল ছাড়লেন ৷ দল ছাড়ার আগে তাঁরা তৃণমূলের পতাকা ডাকযোগে পাঠালেন জেলা সভাপতির কাছে ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023
author img

By

Published : Jun 13, 2023, 2:23 PM IST

রায়গঞ্জে ডাকযোগে দলের পতাকা ফেরত দিয়ে তৃণমূল ত্যাগ পঞ্চায়েত সদস্যদের

রায়গঞ্জ (উত্তর দিনাজপুর), 13 জুন: অভিনব উপায়ে দল ছাড়লেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের চার প্রাক্তন পঞ্চায়েত সদস্য । মঙ্গলবার তৃণমূলের পতাকা ডাকযোগে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কাছে ফেরত পাঠালেন দলত্যাগীরা ৷

Panchayat Elections 2023
ডাকযোগে দলের পতাকা ফেরত দিয়ে তৃণমূল ত্যাগ পঞ্চায়েত সদস্যদের

যাঁরা এই কাজ করেছেন, তাঁরা রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বিন্দোল, কয়লাডাঙ্গি, বালিয়াদিঘি গ্রাম সংসদের প্রাক্তন সদস্য । আর পতাকা পাঠানোর খামে যে চারজনের নাম রয়েছে, তাঁরা হলেন - মনসুর আলি, প্রশান্ত জালি, মলয় সরকার ও উৎপলা বর্মন৷ তাঁদের দাবি, তাঁদের সঙ্গে আরও 2 হাজার কর্মীও তৃণমূল ছাড়লেন ৷ তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, ক্ষোভ থাকলে আলোচনার মধ্যে সমাধান করা উচিত ছিল ৷

Panchayat Elections 2023
ডাকযোগে দলের পতাকা ফেরত দিয়ে তৃণমূল ত্যাগ পঞ্চায়েত সদস্যদের

দলত্যাগীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস এখন চোরেদের দলে পরিণত হয়েছে । বাড়ি থেকে বের হলেই মানুষ তাঁদের দেখে চোর চোর বলে চিৎকার করেন । সেই কারণে তাঁদের কালো চশমা পড়ে বাড়ি থেকে বের হতে হয় । এই অপমানেই তাঁদের দলত্যাগ ।

Panchayat Elections 2023
ডাকযোগে দলের পতাকা ফেরত দিয়ে তৃণমূল ত্যাগ পঞ্চায়েত সদস্যদের

দলত্যাগী এক পঞ্চায়েত সদস্যের স্বামী প্রশান্ত জালির অভিযোগ, ‘‘তৃণমূল কংগ্রেস এখন আর ভালো লোকের দল নয় । পঞ্চায়েত টিকিট পেতে বুকিং সিস্টেম চালু হয়েছে । পঞ্চায়েতের টিকিট এক দেড় লাখ টাকায় বিক্রি হচ্ছে ৷ সারা বছর মানুষের সঙ্গে থাকি । সেই কারণে টাকা দিয়ে টিকিট নিইনি । তৃণমূল দুর্নীতিগ্রস্ত লোকে ভরে গিয়েছে ।’’ অন্যদিকে আরেক দলত্যাগী এক পঞ্চায়েত সদস্য মনসুর আলির দাবি, ‘‘আমরা চারজন সদস্য ও 2 হাজার কর্মী তৃণমূল ছেড়ে বেরিয়ে এলাম ৷ এই মুহূর্তে কোনও দলে যোগ দিচ্ছি না ৷ পরে বিষয়টি ভেবে দেখব৷ তবে তৃণমূল আর করব না ৷’’

Panchayat Elections 2023
ডাকযোগে দলের পতাকা ফেরত দিয়ে তৃণমূল ত্যাগ পঞ্চায়েত সদস্যদের

কিন্তু প্রশ্ন উঠছে, ডাকযোগে কেন তৃণমূলের পতাকা তাঁরা জেলা সভাপতির কাছে পাঠালেন ? দলত্যাগীদের দাবি, তৃণমূল কংগ্রেসের পতাকা দলীয় কর্মীদের কাছে একটা আবেগ । তৃণমূল ছাড়লেও দলীয় পতাকা অনাদরে অবহেলায় যাতে পড়ে না থাকে, সেই কারণে ডাকযোগে জেলা সভাপতির কাছে তা ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে ৷

Panchayat Elections 2023
ডাকযোগে দলের পতাকা ফেরত দিয়ে তৃণমূল ত্যাগ পঞ্চায়েত সদস্যদের

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘‘মনসুর আলিকে দল থেকে বিন্দোল গ্রাম পঞ্চায়েতের প্রধান করা হয়েছিল । কী কারণে তিনি প্রধান থাকতে পারলেন না, সেটা তো আমি জানি না । মনসুরের যদি কোনও ক্ষোভ থাকে, দলের মধ্যে আলোচনা করা উচিত ছিল । যেহেতু আমার কাছে তিনি দলীয় পতাকা পাঠিয়েছেন, তার মানে তিনি আর তৃণমূল কংগ্রেস দল করবেন না ৷ তাহলে আমি আর কী বলব ।’’

Panchayat Elections 2023
ডাকযোগে দলের পতাকা ফেরত দিয়ে তৃণমূল ত্যাগ পঞ্চায়েত সদস্যদের

তিনি আরও বলেন, ‘‘আমি চেয়েছিলাম মনসুর দলেই থাকুক ৷ কেন দল ছাড়বে ? দলের মধ্যে ওঠানামা হতেই পারে । আমার কারও সঙ্গে মতের মিল নাও হতে পারে । আর ব্যক্তিগত ভাবে দল তো কারও না । ক্ষোভ থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত ছিল ৷’’

আরও পড়ুন: তৃণমূলের বিদায়ী পঞ্চায়েত প্রধানকে যোগদানে বাধা ! তবু শাসকের 130 গেরুয়া শিবিরে

রায়গঞ্জে ডাকযোগে দলের পতাকা ফেরত দিয়ে তৃণমূল ত্যাগ পঞ্চায়েত সদস্যদের

রায়গঞ্জ (উত্তর দিনাজপুর), 13 জুন: অভিনব উপায়ে দল ছাড়লেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের চার প্রাক্তন পঞ্চায়েত সদস্য । মঙ্গলবার তৃণমূলের পতাকা ডাকযোগে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কাছে ফেরত পাঠালেন দলত্যাগীরা ৷

Panchayat Elections 2023
ডাকযোগে দলের পতাকা ফেরত দিয়ে তৃণমূল ত্যাগ পঞ্চায়েত সদস্যদের

যাঁরা এই কাজ করেছেন, তাঁরা রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বিন্দোল, কয়লাডাঙ্গি, বালিয়াদিঘি গ্রাম সংসদের প্রাক্তন সদস্য । আর পতাকা পাঠানোর খামে যে চারজনের নাম রয়েছে, তাঁরা হলেন - মনসুর আলি, প্রশান্ত জালি, মলয় সরকার ও উৎপলা বর্মন৷ তাঁদের দাবি, তাঁদের সঙ্গে আরও 2 হাজার কর্মীও তৃণমূল ছাড়লেন ৷ তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, ক্ষোভ থাকলে আলোচনার মধ্যে সমাধান করা উচিত ছিল ৷

Panchayat Elections 2023
ডাকযোগে দলের পতাকা ফেরত দিয়ে তৃণমূল ত্যাগ পঞ্চায়েত সদস্যদের

দলত্যাগীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস এখন চোরেদের দলে পরিণত হয়েছে । বাড়ি থেকে বের হলেই মানুষ তাঁদের দেখে চোর চোর বলে চিৎকার করেন । সেই কারণে তাঁদের কালো চশমা পড়ে বাড়ি থেকে বের হতে হয় । এই অপমানেই তাঁদের দলত্যাগ ।

Panchayat Elections 2023
ডাকযোগে দলের পতাকা ফেরত দিয়ে তৃণমূল ত্যাগ পঞ্চায়েত সদস্যদের

দলত্যাগী এক পঞ্চায়েত সদস্যের স্বামী প্রশান্ত জালির অভিযোগ, ‘‘তৃণমূল কংগ্রেস এখন আর ভালো লোকের দল নয় । পঞ্চায়েত টিকিট পেতে বুকিং সিস্টেম চালু হয়েছে । পঞ্চায়েতের টিকিট এক দেড় লাখ টাকায় বিক্রি হচ্ছে ৷ সারা বছর মানুষের সঙ্গে থাকি । সেই কারণে টাকা দিয়ে টিকিট নিইনি । তৃণমূল দুর্নীতিগ্রস্ত লোকে ভরে গিয়েছে ।’’ অন্যদিকে আরেক দলত্যাগী এক পঞ্চায়েত সদস্য মনসুর আলির দাবি, ‘‘আমরা চারজন সদস্য ও 2 হাজার কর্মী তৃণমূল ছেড়ে বেরিয়ে এলাম ৷ এই মুহূর্তে কোনও দলে যোগ দিচ্ছি না ৷ পরে বিষয়টি ভেবে দেখব৷ তবে তৃণমূল আর করব না ৷’’

Panchayat Elections 2023
ডাকযোগে দলের পতাকা ফেরত দিয়ে তৃণমূল ত্যাগ পঞ্চায়েত সদস্যদের

কিন্তু প্রশ্ন উঠছে, ডাকযোগে কেন তৃণমূলের পতাকা তাঁরা জেলা সভাপতির কাছে পাঠালেন ? দলত্যাগীদের দাবি, তৃণমূল কংগ্রেসের পতাকা দলীয় কর্মীদের কাছে একটা আবেগ । তৃণমূল ছাড়লেও দলীয় পতাকা অনাদরে অবহেলায় যাতে পড়ে না থাকে, সেই কারণে ডাকযোগে জেলা সভাপতির কাছে তা ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে ৷

Panchayat Elections 2023
ডাকযোগে দলের পতাকা ফেরত দিয়ে তৃণমূল ত্যাগ পঞ্চায়েত সদস্যদের

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘‘মনসুর আলিকে দল থেকে বিন্দোল গ্রাম পঞ্চায়েতের প্রধান করা হয়েছিল । কী কারণে তিনি প্রধান থাকতে পারলেন না, সেটা তো আমি জানি না । মনসুরের যদি কোনও ক্ষোভ থাকে, দলের মধ্যে আলোচনা করা উচিত ছিল । যেহেতু আমার কাছে তিনি দলীয় পতাকা পাঠিয়েছেন, তার মানে তিনি আর তৃণমূল কংগ্রেস দল করবেন না ৷ তাহলে আমি আর কী বলব ।’’

Panchayat Elections 2023
ডাকযোগে দলের পতাকা ফেরত দিয়ে তৃণমূল ত্যাগ পঞ্চায়েত সদস্যদের

তিনি আরও বলেন, ‘‘আমি চেয়েছিলাম মনসুর দলেই থাকুক ৷ কেন দল ছাড়বে ? দলের মধ্যে ওঠানামা হতেই পারে । আমার কারও সঙ্গে মতের মিল নাও হতে পারে । আর ব্যক্তিগত ভাবে দল তো কারও না । ক্ষোভ থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত ছিল ৷’’

আরও পড়ুন: তৃণমূলের বিদায়ী পঞ্চায়েত প্রধানকে যোগদানে বাধা ! তবু শাসকের 130 গেরুয়া শিবিরে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.