ETV Bharat / state

TMC Abdul Karim Agitates: 'বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে বলতে পারেন', মুখ্যমন্ত্রীকে বার্তা আব্দুল করিমের - TMC MLA Abdul Karim Chowdhury News

তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত উত্তর দিনাজপুর ৷ জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুললেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী ৷ এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন তিনি ৷ নেত্রীও কর্ণপাত করেননি বলে অভিযোগ বিধায়কের (TMC MLA Abdul Karim) ৷

Abdul Karim Chowdhary
আব্দুল করিম চৌধুরী
author img

By

Published : Mar 10, 2023, 12:19 PM IST

রায়গঞ্জ, 10 মার্চ: প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের দলীয় কোন্দল ৷ উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনলেন দলের বর্ষীয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী ৷ ইসলামপুর থানার সামনে বিক্ষোভ দেখানও তিনি ৷ দলের এই সব মেনে নিতে পারবেন না বলে ঘোষণা করেন (TMC MLA Abdul Karim Chowdhary agitates against TMC Supremo Mamata Banerjee) ৷

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তাঁর বার্তা, তাঁর এই কথাবার্তা যদি মুখ্যমন্ত্রী পছন্দ না করেন, তাহলে তাঁকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে বলতে পারেন ৷ তবু কানাইয়া, জাকির হোসেনের মতো নেতাদের মেনে চলা তৃণমূল বিধায়ক আবদুল করিমের পক্ষে সম্ভব নয় ৷ উল্লেখ্য, বুধবার ইসলামপুর থানার দক্ষিণ মাটিকুন্ডা গ্রামে দুষ্কৃতীদের ছোড়া বোমায় সাকিব আখতার নামে এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ইসলামপুর এলাকায় ৷ এই ঘটনায় ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা-1 গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ ওঠে ৷ এখনও পর্যন্ত প্রধান-সহ 12 জনকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ ৷

সূত্রে জানা গিয়েছে, মৃতের ভাই ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর গোষ্ঠীর ৷ তৃণমূলের এই গোষ্ঠীর সঙ্গে অভিযুক্ত প্রধান তৃণমূলের জেলা সভাপতি তথা ইসলামপুরের পৌরপ্রধান কানাইয়ালাল আগরওয়ালের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ৷ বুধবার মাঝরাতে তাদের বাড়িতে ঢুকতে না-পারায় বাড়ির বাইরে থেকে প্রধান ও তাঁর দলবল মিলে বাড়িতে বোমা নিক্ষেপ করলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সাকিব আখতার নামে ওই সিভিক ভলান্টিয়ার ৷ তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন: শাসকের গোষ্ঠী কোন্দলে সিভিক ভলান্টিয়ারের মৃত্যুতে পথ অবরোধ, শুনশান মাটিকুণ্ডা

অন্যদিকে খবর পেয়েই হাসপাতালে ছুটে যান ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী ৷ বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাইপাস সংলগ্ন এলাকায় 31 নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল তৃণমূলের কর্মী-সমর্থকেরা ৷ এদিন বিধায়ক গোষ্ঠীর অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে ৷ খবর পেয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে আসে ইসলামপুর থানার পুলিশ ৷ ইসলামপুরের মাটিকুণ্ডাতেও এদিন বিক্ষোভে সামিল হয় দলের কর্মী সমর্থকেরা ৷ গোটা ঘটনায় ব্লক সভাপতি জাকির হোসেনের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে বলে দাবি করেছেন বিক্ষুব্ধ কর্মীরা ৷

জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের পর ইসলামপুর থানা ঘেরাও করেন মৃতের আত্মীয়রা ৷ থানা ঘেরাওয়ে অংশ নেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী ৷ তিনি জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিরোধী হিসেবে পরিচিত ৷ বিধায়ক এদিন সরাসরি জেলা সভাপতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন ৷ এছাড়া তাঁর মদতেই কর্মীরা হাতে বোমা, বন্দুক নিয়ে ঘুরছে বলে অভিযোগ করেন আব্দুল করিম ৷ এ বিষয়ে দলের নেত্রীকে জানিয়ে কোনও লাভ হচ্ছে না ৷ তিনি কোনওভাবে ইসলামপুরকে অশান্ত হতে দেবেন না ৷ দল মনে করলে তাঁকে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিতে পারেন ৷ তাতেও তিনি পিছু হাটবেন না বলে সাফ জানিয়েছেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী ৷

রায়গঞ্জ, 10 মার্চ: প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের দলীয় কোন্দল ৷ উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনলেন দলের বর্ষীয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী ৷ ইসলামপুর থানার সামনে বিক্ষোভ দেখানও তিনি ৷ দলের এই সব মেনে নিতে পারবেন না বলে ঘোষণা করেন (TMC MLA Abdul Karim Chowdhary agitates against TMC Supremo Mamata Banerjee) ৷

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তাঁর বার্তা, তাঁর এই কথাবার্তা যদি মুখ্যমন্ত্রী পছন্দ না করেন, তাহলে তাঁকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে বলতে পারেন ৷ তবু কানাইয়া, জাকির হোসেনের মতো নেতাদের মেনে চলা তৃণমূল বিধায়ক আবদুল করিমের পক্ষে সম্ভব নয় ৷ উল্লেখ্য, বুধবার ইসলামপুর থানার দক্ষিণ মাটিকুন্ডা গ্রামে দুষ্কৃতীদের ছোড়া বোমায় সাকিব আখতার নামে এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ইসলামপুর এলাকায় ৷ এই ঘটনায় ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা-1 গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ ওঠে ৷ এখনও পর্যন্ত প্রধান-সহ 12 জনকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ ৷

সূত্রে জানা গিয়েছে, মৃতের ভাই ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর গোষ্ঠীর ৷ তৃণমূলের এই গোষ্ঠীর সঙ্গে অভিযুক্ত প্রধান তৃণমূলের জেলা সভাপতি তথা ইসলামপুরের পৌরপ্রধান কানাইয়ালাল আগরওয়ালের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ৷ বুধবার মাঝরাতে তাদের বাড়িতে ঢুকতে না-পারায় বাড়ির বাইরে থেকে প্রধান ও তাঁর দলবল মিলে বাড়িতে বোমা নিক্ষেপ করলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সাকিব আখতার নামে ওই সিভিক ভলান্টিয়ার ৷ তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন: শাসকের গোষ্ঠী কোন্দলে সিভিক ভলান্টিয়ারের মৃত্যুতে পথ অবরোধ, শুনশান মাটিকুণ্ডা

অন্যদিকে খবর পেয়েই হাসপাতালে ছুটে যান ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী ৷ বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাইপাস সংলগ্ন এলাকায় 31 নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল তৃণমূলের কর্মী-সমর্থকেরা ৷ এদিন বিধায়ক গোষ্ঠীর অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে ৷ খবর পেয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে আসে ইসলামপুর থানার পুলিশ ৷ ইসলামপুরের মাটিকুণ্ডাতেও এদিন বিক্ষোভে সামিল হয় দলের কর্মী সমর্থকেরা ৷ গোটা ঘটনায় ব্লক সভাপতি জাকির হোসেনের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে বলে দাবি করেছেন বিক্ষুব্ধ কর্মীরা ৷

জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের পর ইসলামপুর থানা ঘেরাও করেন মৃতের আত্মীয়রা ৷ থানা ঘেরাওয়ে অংশ নেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী ৷ তিনি জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিরোধী হিসেবে পরিচিত ৷ বিধায়ক এদিন সরাসরি জেলা সভাপতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন ৷ এছাড়া তাঁর মদতেই কর্মীরা হাতে বোমা, বন্দুক নিয়ে ঘুরছে বলে অভিযোগ করেন আব্দুল করিম ৷ এ বিষয়ে দলের নেত্রীকে জানিয়ে কোনও লাভ হচ্ছে না ৷ তিনি কোনওভাবে ইসলামপুরকে অশান্ত হতে দেবেন না ৷ দল মনে করলে তাঁকে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিতে পারেন ৷ তাতেও তিনি পিছু হাটবেন না বলে সাফ জানিয়েছেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.