ETV Bharat / state

সোশাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট, সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের তৃণমূলের - সোশাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট, সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের তৃণমূলের

এই কোভিড পরিস্থিতিতে মানুষের পাশে থেকে কাজ করার বদলে হিংসা, উস্কানিমূলক পোস্ট যাঁরা ছড়াচ্ছেন তাঁদের চিহ্নিত করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তৃণমূল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ ৷

সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের তৃণমূলের
সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের তৃণমূলের
author img

By

Published : May 7, 2021, 10:21 PM IST

রায়গঞ্জ, 7মে : সোশাল মিডিয়ায় উস্কানিমূলক ফেক পোস্ট করার অভিযোগ ৷ সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দায়ের করল রায়গঞ্জ টাউন তৃণমূল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ । সোশাল মিডিয়ায় এই সব ফেক পোস্ট করে হিংসা ছড়ানো হচ্ছে বলে সাইবার ক্রাইমের দ্বারস্থ হন তারা ৷

কর্ণজোড়ায় সাইবার ক্রাইমে লিখিতভাবে অভিযোগ জানানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় থাকা বেশ কিছু আপত্তিকর পোস্টের ছবিও তুলে দেওয়া হয়েছে তদন্তকারীদের হাতে ৷ রায়গঞ্জ টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিরুদ্ধ সাহা বলেন, ‘‘বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াতে হিংসা ছড়ানো পাশাপাশি ফেক পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ৷ বিজেপির আইটি সেলের পক্ষ থেকে রাজ্যজুড়ে এই কাজ করা হচ্ছে ৷’’

আরও পড়ুন : যোগ দিলেন না বিধায়কদের বৈঠকে, ফের মুকুলকে নিয়ে জল্পনা

এই কোভিড পরিস্থিতিতে মানুষের পাশে থেকে কাজ করার বদলে হিংসা, উস্কানিমূলক পোস্ট যাঁরা ছড়াচ্ছে তাঁদের চিহ্নিত করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা ৷

রায়গঞ্জ, 7মে : সোশাল মিডিয়ায় উস্কানিমূলক ফেক পোস্ট করার অভিযোগ ৷ সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দায়ের করল রায়গঞ্জ টাউন তৃণমূল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ । সোশাল মিডিয়ায় এই সব ফেক পোস্ট করে হিংসা ছড়ানো হচ্ছে বলে সাইবার ক্রাইমের দ্বারস্থ হন তারা ৷

কর্ণজোড়ায় সাইবার ক্রাইমে লিখিতভাবে অভিযোগ জানানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় থাকা বেশ কিছু আপত্তিকর পোস্টের ছবিও তুলে দেওয়া হয়েছে তদন্তকারীদের হাতে ৷ রায়গঞ্জ টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিরুদ্ধ সাহা বলেন, ‘‘বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াতে হিংসা ছড়ানো পাশাপাশি ফেক পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ৷ বিজেপির আইটি সেলের পক্ষ থেকে রাজ্যজুড়ে এই কাজ করা হচ্ছে ৷’’

আরও পড়ুন : যোগ দিলেন না বিধায়কদের বৈঠকে, ফের মুকুলকে নিয়ে জল্পনা

এই কোভিড পরিস্থিতিতে মানুষের পাশে থেকে কাজ করার বদলে হিংসা, উস্কানিমূলক পোস্ট যাঁরা ছড়াচ্ছে তাঁদের চিহ্নিত করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.