রায়গঞ্জ, 18 জানুয়ারি : করণদিঘির তৃণমূল বিধায়কের পর এবার হেমতাবাদের তৃণমূল নেতা শেখর রায় কোরোনার টিকা নেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। যদিও তাঁর দাবি, তিনি হেমতাবাদ ব্লক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ায় টিকার তালিকায় তাঁর নাম ছিল। সেই তালিকায় নাম থাকার কারণে তিনি কোরোনার টিকা নিয়েছেন।
তিনি এটাতে কোনও অন্যায় না দেখলেও বিজেপি এর তীব্র প্রতিবাদ করেছে। বিজেপির হেমতাবাদ মণ্ডল কমিটির সভাপতি দেবব্রত সাহা অভিযোগ করে বলেন, সাধারণ মানুষের কথা না ভেবে হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা টিকা নিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছেন।
আরও পড়ুন : ময়নাগুড়িতে খুন তৃণমূল কর্মী, কাঠগড়ায় বিজেপি
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার সঙ্গে সঙ্গে সারা দেশে কোরোনার টিকা দেওয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির কোরোনা যোদ্ধারা টিকা পাচ্ছেন । শনিবারের পর সোমবার অন্যদের মধ্যে টিকা নিয়েছেন হেমতাবাদের তৃণমূল কংগ্রেস নেতা তথা হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায়।