রায়গঞ্জ, 26 মার্চ : কালিয়াগঞ্জ পৌরসভার বোর্ড গঠনের পরেই গোষ্ঠীকোন্দল তুঙ্গে উঠেছে। 6 বারের জয়ী কাউন্সিলর প্রাক্তন ভাইস-চেয়ারম্যান বসন্ত রায়কে এবার ভাইস-চেয়ারম্যান না করায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি (Inner Clash In TMC At Kaliaganj)। 6 মাসও এই পৌরবোর্ড টিকবে না বলে মন্তব্য করেছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসন্ত রায়। তিনি বলেন, "এই ধরনের সিদ্ধান্ত নেওয়ায় তৃণমূলকে ভুগতে হবে। ইতিমধ্যেই চার-পাঁচজন তৃণমূল কাউন্সিলর আমার পাশে রয়েছেন।"
শুক্রবার পৌরসভার শপথগ্রহণ অনুষ্ঠান এবং আজ ভাইস-চেয়ারম্যানের শপথের পরেই গোষ্ঠীকোন্দলে জেরবার তৃণমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পৌরবোর্ড। কালিয়াগঞ্জ পৌরসভার 17টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে 10টি ওয়ার্ডে। শুক্রবার কালিয়াগঞ্জ পৌরসভার শপথগ্রহণ অনুষ্ঠান ও চেয়ারম্যান নির্বাচন হয়। সর্বসন্মতিক্রমে কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান মনোনীত হন রামনিবাস সাহা। ভাইস-চেয়ারম্যান মনোনীত করা নিয়েই দলে গোষ্ঠীকোন্দল ছিলই। আজ শনিবার কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ এবং চেয়ারম্যান রামনিবাস সাহার নেতৃত্বে তৃণমূল কাউন্সিলররা বৈঠকে বসেন। ভাইস-চেয়ারম্যান মনোনীত করা হয় ঈশ্বর রজককে।
আরও পড়ুন: বিজেপি বিধায়কের বাংলা ভাগের দাবির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ রায়গঞ্জে
প্রাক্তন ভাইস-চেয়ারম্যান বসন্ত রায় এবার ভাইস-চেয়ারম্যান না হতে পারায় ক্ষোভে ফেটে পড়েন। প্রবীণ এই তৃণমূল নেতার দাবি, ফল ভুগতে হবে দলকে। আগামী 6 মাসের মধ্যেই কালিয়াগঞ্জের নবনির্বাচিত পৌরবোর্ড ভেঙে যাবে বলেও দাবি করেন তিনি। যদিও কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে কে কে বসবেন তা ঠিক করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে জেলা তৃণমূল কংগ্রেস বা কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসেরও কোনও মতামত নেওয়া হয়নি। জেলা তৃণমূল নেতা তথা দলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ বলেন, "মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকেই আমরা স্বাগত জানিয়ে ঐক্যবদ্ধভাবে কালিয়াগঞ্জ পৌরবোর্ড চালাব।"