ETV Bharat / state

বাংলা আবাস যোজনার ঘর নিয়ে তৃণমূল -BJP সংঘর্ষ - রাজনৈতিক সংঘর্ষ

তৃণমূলের দাবি BJP পরিচালিত গ্রাম পঞ্চায়েতের তরফে উপভোক্তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে ৷ তাই গ্রামবাসীদের সতর্ক করতে মাইকে প্রচার চালানো হচ্ছিল ৷ অভিযোগ, সেই সময় BJP কর্মীরা তাদের মারধর করে ৷ যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে BJP-র তরফে ৷

তৃণমূল- বিজেপি সংঘর্ষ
তৃণমূল- বিজেপি সংঘর্ষ
author img

By

Published : Sep 3, 2020, 11:56 AM IST

রায়গঞ্জ, 3 সেপ্টেম্বর : আবাস যোজনার ঘর নিয়ে তৃণমূল-BJP সংঘর্ষ ৷ রায়গঞ্জ শহর সংলগ্ন বিরঘোই গ্রাম পঞ্চায়েতের উত্তর রূপাহার এলাকার ঘটনা ৷

বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রচার করছিল শাসকদলের কর্মীরা । অভিযোগ, সেই সময় দলীয় কর্মীদের রাস্তা আটকায় BJP কর্মী-সমর্থকরা ৷ এমনকী তাদের মারধর করে ৷ ঘটনায় জখম হন তৃণমূলের এক কর্মী সুরজিৎ সেন ৷ খবর পেয়ে ওই এলাকায় গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন BJP-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি । পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন ।

তৃণমূলের দাবি, ওই গ্রাম পঞ্চায়েতটি BJP-র দখলে রয়েছে । সেখানে বাংলা আবাস যোজনার আওতায় ঘর পেতে রীতিমতো টাকা দিতে হচ্ছে উপভোক্তাদের । তারই প্রতিবাদে দলের তরফে মাইকে প্রচার চালানো হচ্ছিল । কিন্তু BJP কর্মীরা জোর করে প্রচার বন্ধ করে দেয় ৷ তাদের কর্মীদের উপর চড়াও হয় ৷ যদিও BJP-র তরফে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে । BJP-র পালটা দাবি, তৃণমূল কংগ্রেস ঘর দিচ্ছে বলে প্রচার করছিল ৷ তাই BJP-র তরফে বাধা দেওয়া হয়েছে ৷ কিন্তু কোনও মারধর করা হয়নি ।

ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের চেয়ারম্যান সুব্রত দেবপাল বলেন, "BJP পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষ বাংলা আবাস যোজনায় ঘর দেওয়ার বিনিময়ে বাসিন্দাদের কাছ থেকে টাকা দাবি করছে বলে জানতে পারার পর আমরা প্রতিবাদ করি । তৃণমূলের তরফে এলাকায় মাইকে বাসিন্দাদের টাকা না দেওয়ার জন্য সচেতন করা হচ্ছিল । "

যদিও জেলা BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বলেন, "তৃণমূলের কর্মীরা বেআইনিভাবে দলের তরফে ঘর বিলি করার কথা প্রচার করছিল । সেই সময় BJP-র কর্মীরা প্রতিবাদ করায় তৃণমূলের কর্মীরা হামলা চালায় । আমাদের যতই আক্রমণ করা হোক আমরা যে কোনও অন্যায়ের বিরুদ্ধে লড়ব ।"

রায়গঞ্জ, 3 সেপ্টেম্বর : আবাস যোজনার ঘর নিয়ে তৃণমূল-BJP সংঘর্ষ ৷ রায়গঞ্জ শহর সংলগ্ন বিরঘোই গ্রাম পঞ্চায়েতের উত্তর রূপাহার এলাকার ঘটনা ৷

বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রচার করছিল শাসকদলের কর্মীরা । অভিযোগ, সেই সময় দলীয় কর্মীদের রাস্তা আটকায় BJP কর্মী-সমর্থকরা ৷ এমনকী তাদের মারধর করে ৷ ঘটনায় জখম হন তৃণমূলের এক কর্মী সুরজিৎ সেন ৷ খবর পেয়ে ওই এলাকায় গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন BJP-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি । পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন ।

তৃণমূলের দাবি, ওই গ্রাম পঞ্চায়েতটি BJP-র দখলে রয়েছে । সেখানে বাংলা আবাস যোজনার আওতায় ঘর পেতে রীতিমতো টাকা দিতে হচ্ছে উপভোক্তাদের । তারই প্রতিবাদে দলের তরফে মাইকে প্রচার চালানো হচ্ছিল । কিন্তু BJP কর্মীরা জোর করে প্রচার বন্ধ করে দেয় ৷ তাদের কর্মীদের উপর চড়াও হয় ৷ যদিও BJP-র তরফে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে । BJP-র পালটা দাবি, তৃণমূল কংগ্রেস ঘর দিচ্ছে বলে প্রচার করছিল ৷ তাই BJP-র তরফে বাধা দেওয়া হয়েছে ৷ কিন্তু কোনও মারধর করা হয়নি ।

ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের চেয়ারম্যান সুব্রত দেবপাল বলেন, "BJP পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষ বাংলা আবাস যোজনায় ঘর দেওয়ার বিনিময়ে বাসিন্দাদের কাছ থেকে টাকা দাবি করছে বলে জানতে পারার পর আমরা প্রতিবাদ করি । তৃণমূলের তরফে এলাকায় মাইকে বাসিন্দাদের টাকা না দেওয়ার জন্য সচেতন করা হচ্ছিল । "

যদিও জেলা BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বলেন, "তৃণমূলের কর্মীরা বেআইনিভাবে দলের তরফে ঘর বিলি করার কথা প্রচার করছিল । সেই সময় BJP-র কর্মীরা প্রতিবাদ করায় তৃণমূলের কর্মীরা হামলা চালায় । আমাদের যতই আক্রমণ করা হোক আমরা যে কোনও অন্যায়ের বিরুদ্ধে লড়ব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.