ETV Bharat / state

ইসলামপুরে 31 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত 3 - north dinajpur news

কাল গভীর রাতে গঙ্গারামপুরের চার মাছ ব্যবসায়ী মালদা থেকে মাছ নিয়ে গাড়ি করে শিলিগুড়ি যাচ্ছিলেন । ইসলামপুর থানার গুঞ্জুরিয়া এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে একটি লরি দাঁড়িয়েছিল । মাছের গাড়িটি ওই লরির পিছনে এসে ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় মাছের গাড়ির চালকসহ আরও দুই জনের ।

t-islampur
t-islampur
author img

By

Published : May 7, 2020, 3:14 PM IST

রায়গঞ্জ, 7 মে : ইসলামপুরে 31 নম্বর জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হল । একজন জখম । জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে একটি মাছের গাড়ি । ঘটনাস্থানেই দুই মাছ ব্যবসায়ী সহ লরিচালকের মৃত্যু হয় । মৃত দুই ব্যবসায়ীয়ের নাম ময়িন ইসলাম এবং উত্তম হালদার । লরিচালকের পরিচয় জানা যায়নি । মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ।

ময়িন ও উত্তম দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা ছিলেন ।

স্থানীয় সূত্রে খবর, কাল গভীর রাতে গঙ্গারামপুরের চার মাছব্যবসায়ী মালদা থেকে মাছ নিয়ে গাড়ি করে শিলিগুড়ি যাচ্ছিলেন । ইসলামপুর থানার গুঞ্জুরিয়া এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে একটি লরি দাঁড়িয়েছিল । মাছের গাড়িটি ওই লরির পিছনে এসে ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় মাছের গাড়ির চালকসহ আরও দুই জনের । গুরুতর আহত অবস্থায় একজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । সেখানে সে চিকিৎসাধীন ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ও দমকল । মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় । দুটি গাড়িকে আটক করেছে পুলিশ ।

রায়গঞ্জ, 7 মে : ইসলামপুরে 31 নম্বর জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হল । একজন জখম । জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে একটি মাছের গাড়ি । ঘটনাস্থানেই দুই মাছ ব্যবসায়ী সহ লরিচালকের মৃত্যু হয় । মৃত দুই ব্যবসায়ীয়ের নাম ময়িন ইসলাম এবং উত্তম হালদার । লরিচালকের পরিচয় জানা যায়নি । মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ।

ময়িন ও উত্তম দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা ছিলেন ।

স্থানীয় সূত্রে খবর, কাল গভীর রাতে গঙ্গারামপুরের চার মাছব্যবসায়ী মালদা থেকে মাছ নিয়ে গাড়ি করে শিলিগুড়ি যাচ্ছিলেন । ইসলামপুর থানার গুঞ্জুরিয়া এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে একটি লরি দাঁড়িয়েছিল । মাছের গাড়িটি ওই লরির পিছনে এসে ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় মাছের গাড়ির চালকসহ আরও দুই জনের । গুরুতর আহত অবস্থায় একজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । সেখানে সে চিকিৎসাধীন ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ও দমকল । মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় । দুটি গাড়িকে আটক করেছে পুলিশ ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.