রায়গঞ্জ, 25 সেপ্টেম্বর : বেহাল নিকাশি ব্যাবস্থা ৷ সামান্য বৃষ্টিতেই জলমগ্ন BJP পরিচালিত কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েত অফিস-সহ পুরো এলাকার রাস্তাঘাট। এমনকি গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্যকেন্দ্র, গোডাউন ঘরও জলমগ্ন হয়ে পড়েছে।
অবিলম্বে পঞ্চায়েত অফিস সহ এলাকা থেকে জল নিষ্কাশনের দাবি তুলেছেন গ্রামের বাসিন্দারা। খুব শীঘ্রই সমস্যা সমাধানে পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান আদুরি সরকার। কয়েকদিন আগেই BJP পরিচালিত কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের বেহাল পরিষেবা নিয়ে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করেছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা । বেহাল নিকাশি ব্যবস্থা থেকে পঞ্চায়েতের অনুন্নয়ন নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনন্তপুর গ্রামপঞ্চায়েতের বিভিন্ন গ্রামের বাসিন্দারা।
ক'দিন ধরে বৃষ্টিতে এলাকার পাশাপাশি গ্রামপঞ্চায়েত অফিসও জলমগ্ন হয়ে পড়ে । জল ঢুকেছে পঞ্চায়েতের স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে গোডাউনেও ৷ চরম সমস্যায় পড়েছেন পঞ্চায়েত অফিসে আসা সাধারণ মানুষ থেকে অফিস কর্মচারীরা। পঞ্চায়েতের স্বাস্থ্যকেন্দ্রে আসা বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জল জমে থাকে স্বাস্থ্যকেন্দ্র-সহ পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায়। জল নিকাশির কোনও ব্যাবস্থা করেনি পঞ্চায়েত কর্তৃপক্ষ। শুধু পঞ্চায়েত অফিসই নয়, গোটা এলাকাই জলে ভেসে গিয়েছে। দ্রুত জল নিকাশি ব্যাবস্থার দাবি তোলেন এলাকার বাসিন্দারা।
যদিও BJP পরিচালিত অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আদুরি সরকার জানিয়েছেন, লাগাতার অতিভারী বৃষ্টির কারণে এই অবস্থা হয়েছে । খুব শীঘ্রই সমস্যা সমাধানে পদক্ষেপ করা হবে ৷