ETV Bharat / state

"দোষীদের শাস্তি দিন", মন্ত্রীর কাছে গিয়ে কান্না মায়ের - Debasree Chaudhuri

ছেলের মৃত্যু হয়েছে । মন্ত্রীর কাছে গিয়ে দোষীদের শাস্তির দাবি তুললেন মা ।

দেবাশিসে মা
author img

By

Published : Jun 7, 2019, 11:15 PM IST

Updated : Jun 8, 2019, 12:01 AM IST

রায়গঞ্জ, 7 জুন : উলটো দিকের চেয়ারে বসে রয়েছেন মন্ত্রী । কিন্তু, চোখের জলে সাক্ষাৎপ্রার্থীর দৃষ্টি তখন ঝাপসা । অস্ফুটে বললেন, সন্তানহারা মা আমি । চিকিৎসায় গাফিলতিতে ছেলের মৃত্যু হয়েছে । দোষীদের শাস্তি দিন । একজন মায়ের কান্নায় মন্ত্রীও তখন রীতিমতো আবেগপ্রবণ । বললেন, যথাসাধ্য চেষ্টা করব ।

চলতি বছরের 6 মে । দুর্ঘটনায় গুরুতর আহত হন রায়গঞ্জের বোগ্রামের যুবক দেবাশিস রায়(29) । দুর্ঘটনাস্থান সোহারুই থেকে তাঁকে নিয়ে আসা হয় স্থানীয় নার্সিংহোমে । 8 মে ছিল অস্ত্রোপচারের দিন । কিন্তু, ওইদিনই খবর আসে দেবাশিসের মৃত্যু হয়েছে । পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতিতেই মৃত্যু হয়েছে তাঁর । পুলিশে অভিযোগও দায়ের করা হয় । কিন্তু, ওই পর্যন্তই ।

দেবাশিসের মায়ের বক্তব্য

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রর সাংসদ দেবশ্রী চৌধুরি । হয়েছেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীও । গতরাতে দেবশ্রী রায়গঞ্জে আসেন । সার্কিট হাউজ়েই রাতকাটান । এদিকে মন্ত্রী এসেছেন শুনে ঠিক থাকতে পারেননি দেবাশিসের মা । সকাল হতেই ছুটে আসেন সার্কিট হাউজ়ে । অনেকক্ষণ অপেক্ষার পর ডাক পান মন্ত্রীর ঘরে । গিয়ে নিজেকে ঠিক রাখতে পারেননি । কেঁদে ফেলেন হাউহাউ করে । জানান, নিজের অভিযোগের কথা । মন্ত্রীও আশ্বাস দেন, যথাসাধ্য চেষ্টা করব ।

এই সংক্রান্ত খবর : "BJP আমার সন্তানকে মারেনি", মমতার সমর্থন পেয়েও হঠাৎ ভোলবদল !

রায়গঞ্জ, 7 জুন : উলটো দিকের চেয়ারে বসে রয়েছেন মন্ত্রী । কিন্তু, চোখের জলে সাক্ষাৎপ্রার্থীর দৃষ্টি তখন ঝাপসা । অস্ফুটে বললেন, সন্তানহারা মা আমি । চিকিৎসায় গাফিলতিতে ছেলের মৃত্যু হয়েছে । দোষীদের শাস্তি দিন । একজন মায়ের কান্নায় মন্ত্রীও তখন রীতিমতো আবেগপ্রবণ । বললেন, যথাসাধ্য চেষ্টা করব ।

চলতি বছরের 6 মে । দুর্ঘটনায় গুরুতর আহত হন রায়গঞ্জের বোগ্রামের যুবক দেবাশিস রায়(29) । দুর্ঘটনাস্থান সোহারুই থেকে তাঁকে নিয়ে আসা হয় স্থানীয় নার্সিংহোমে । 8 মে ছিল অস্ত্রোপচারের দিন । কিন্তু, ওইদিনই খবর আসে দেবাশিসের মৃত্যু হয়েছে । পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতিতেই মৃত্যু হয়েছে তাঁর । পুলিশে অভিযোগও দায়ের করা হয় । কিন্তু, ওই পর্যন্তই ।

দেবাশিসের মায়ের বক্তব্য

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রর সাংসদ দেবশ্রী চৌধুরি । হয়েছেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীও । গতরাতে দেবশ্রী রায়গঞ্জে আসেন । সার্কিট হাউজ়েই রাতকাটান । এদিকে মন্ত্রী এসেছেন শুনে ঠিক থাকতে পারেননি দেবাশিসের মা । সকাল হতেই ছুটে আসেন সার্কিট হাউজ়ে । অনেকক্ষণ অপেক্ষার পর ডাক পান মন্ত্রীর ঘরে । গিয়ে নিজেকে ঠিক রাখতে পারেননি । কেঁদে ফেলেন হাউহাউ করে । জানান, নিজের অভিযোগের কথা । মন্ত্রীও আশ্বাস দেন, যথাসাধ্য চেষ্টা করব ।

এই সংক্রান্ত খবর : "BJP আমার সন্তানকে মারেনি", মমতার সমর্থন পেয়েও হঠাৎ ভোলবদল !

sample description
Last Updated : Jun 8, 2019, 12:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.