ETV Bharat / state

নওদা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ বিজেপির - বিডিও

হেমতাবাদের নওদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ ৷ সেই সঙ্গে কাজ বণ্টনের ক্ষেত্রে বিরোধী বিজেপি সদস্যদের প্রতি বিমাতৃসুলভ আচরণেের অভিযোগ আনা হয়েছে ৷ এ নিয়ে আজ হেমতাবাদের বিডিও-র কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপি সদস্যরা ৷

The BJP filled complaint to bdo against tmc naoda gram panchayat pradhan in hemtabad north dinajpur
নওদা গ্রামপঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ বিজেপির
author img

By

Published : Jun 9, 2021, 4:36 PM IST

রায়গঞ্জ, 9 জুন : নওদা গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত বিজেপি সদস্যদের প্রতি বিমাতৃসুলভ আচরণের অভিযোগ ৷ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে হেমতাবাদের বিডিও-র দ্বারস্থ হলেন নওদা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যরা । হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সম্পা বৈশ্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাঁরা ৷

হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য 17 জন । যার মধ্যে 10 জন তৃণমূলের সদস্য হওয়ায় পঞ্চায়েতের দখল রয়েছে শাসক শিবিরের হাতে । বাকি 6 সদস্য বিজেপির এবং 1 জন জোটের সদস্য রয়েছেন ওই গ্রাম পঞ্চায়েতে । অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপির পঞ্চায়েত সদস্যদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছেন পঞ্চায়েত প্রধান সম্পা বৈশ্য । বিজেপি পঞ্চায়েত সদস্যদের এলাকায় উন্নয়নমূলক কাজের বরাত দেওয়া হচ্ছে না । পাশাপাশি পঞ্চায়েতের সমস্তরকম উন্নয়নমূলক কাজ তৃণমূলের সদস্যরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে করছেন ৷ অভিযোগ এ নিয়ে স্বজনপোষণের রাজনীতি করছেন নওদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান সম্পা বৈশ্য ।

নওদা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ বিজেপির

আরও পড়ুন : উদয়ন ফিরতেই নিশীথের ভেটাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে

তারই প্রতিবাদে এবার বিডিও লক্ষ্মীকান্ত রায়ের কাছে লিখিত অভিযোগ জমা করেছেন হেমতাবাদ ব্লকের বিজেপি নেতৃত্ব এবং নওদা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যরা ৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন নওদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান সম্পা বৈশ্য । হেমতাবাদ বিডিও লক্ষীকান্ত রায় সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ।

রায়গঞ্জ, 9 জুন : নওদা গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত বিজেপি সদস্যদের প্রতি বিমাতৃসুলভ আচরণের অভিযোগ ৷ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে হেমতাবাদের বিডিও-র দ্বারস্থ হলেন নওদা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যরা । হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সম্পা বৈশ্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাঁরা ৷

হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য 17 জন । যার মধ্যে 10 জন তৃণমূলের সদস্য হওয়ায় পঞ্চায়েতের দখল রয়েছে শাসক শিবিরের হাতে । বাকি 6 সদস্য বিজেপির এবং 1 জন জোটের সদস্য রয়েছেন ওই গ্রাম পঞ্চায়েতে । অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপির পঞ্চায়েত সদস্যদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছেন পঞ্চায়েত প্রধান সম্পা বৈশ্য । বিজেপি পঞ্চায়েত সদস্যদের এলাকায় উন্নয়নমূলক কাজের বরাত দেওয়া হচ্ছে না । পাশাপাশি পঞ্চায়েতের সমস্তরকম উন্নয়নমূলক কাজ তৃণমূলের সদস্যরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে করছেন ৷ অভিযোগ এ নিয়ে স্বজনপোষণের রাজনীতি করছেন নওদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান সম্পা বৈশ্য ।

নওদা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ বিজেপির

আরও পড়ুন : উদয়ন ফিরতেই নিশীথের ভেটাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে

তারই প্রতিবাদে এবার বিডিও লক্ষ্মীকান্ত রায়ের কাছে লিখিত অভিযোগ জমা করেছেন হেমতাবাদ ব্লকের বিজেপি নেতৃত্ব এবং নওদা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যরা ৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন নওদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান সম্পা বৈশ্য । হেমতাবাদ বিডিও লক্ষীকান্ত রায় সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.