ETV Bharat / state

মহিলাকে ধর্ষণ, অভিযুক্ত গোয়ালপোখর থানার ASI - গোয়ালপোখর

ধর্ষণের অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার ASI ও তার এক সঙ্গীর বিরুদ্ধে । মহিলাকে ধর্ষণের পর রাস্তার ধারের ক্যানেলে ফেলে আসার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে । ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।

RAPE
author img

By

Published : Sep 8, 2019, 8:46 PM IST

রায়গঞ্জ, 8 সেপ্টেম্বর : ধর্ষণের অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার ASI ও তার এক সঙ্গীর বিরুদ্ধে । ধর্ষণের পর ওই মহিলাকে রাস্তার ধারের ক্যানেলে ফেলে আসার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে । ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । নির্যাতিতা জানান, অভিযুক্ত পুলিশ আধিকারিক তার পূর্ব পরিচিত । অভিযুক্ত ASI বিধান সিংহকে ইতিমধ্যেই ক্লোজ় করেছেন ইসলামপুর জেলা পুলিশ সুপার । পরে নির্যাতিতা অভিযোগ করলে তার ভিত্তিতে তদন্ত শুরু হবে বলেও জানিয়েছেন তিনি ।

নির্যাতিতার পরিবারের কথায়, গতরাতে গোয়ালপোখর থানার ASI বিধান সিংহ কাজের লোভ দেখিয়ে কালিয়াচকের বাসিন্দা ওই মহিলাকে থানায় ডেকে পাঠায় । এরপর মাঝরাতে তাকে ইটাহারে নিয়ে যাওয়ার নাম করে সেখানকার একটি হোটেলে নিয়ে যায় । নির্যাতিতার অভিযোগ, ধর্ষণের পর তাকে একটি ক্যানেলে ফেলে চলে যায় অভিযুক্ত ওই পুলিশ আধিকারিক ও তার সঙ্গী । জ্ঞান ফিরলে কোনওমতে স্থানীয়দের সাহায্যে তিনি গোয়ালপোখরে ফেরেন । নির্যাতিতাকে সাহায্য করতে আসা সাহাপুরের এলাকাবাসীর দাবি, রক্ষকই এখন ভক্ষকের রূপ নিয়েছে । ওই পুলিশ আধিকারিকের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা ।

ইসলামপুরের পুলিশ সুপার সচিন মক্কর বলেন, "আমার কাছে এই সংক্রান্ত কোনও লিখিত অভিযোগ আসেনি । তবে ঘটনার কথা কানে আসতেই ওই অফিসারকে ক্লোজ় করা হয়েছে ।" লিখিত অভিযোগ জমা পড়লেই ঘটনার তদন্ত শুরু করা হবে ।

রায়গঞ্জ, 8 সেপ্টেম্বর : ধর্ষণের অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার ASI ও তার এক সঙ্গীর বিরুদ্ধে । ধর্ষণের পর ওই মহিলাকে রাস্তার ধারের ক্যানেলে ফেলে আসার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে । ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । নির্যাতিতা জানান, অভিযুক্ত পুলিশ আধিকারিক তার পূর্ব পরিচিত । অভিযুক্ত ASI বিধান সিংহকে ইতিমধ্যেই ক্লোজ় করেছেন ইসলামপুর জেলা পুলিশ সুপার । পরে নির্যাতিতা অভিযোগ করলে তার ভিত্তিতে তদন্ত শুরু হবে বলেও জানিয়েছেন তিনি ।

নির্যাতিতার পরিবারের কথায়, গতরাতে গোয়ালপোখর থানার ASI বিধান সিংহ কাজের লোভ দেখিয়ে কালিয়াচকের বাসিন্দা ওই মহিলাকে থানায় ডেকে পাঠায় । এরপর মাঝরাতে তাকে ইটাহারে নিয়ে যাওয়ার নাম করে সেখানকার একটি হোটেলে নিয়ে যায় । নির্যাতিতার অভিযোগ, ধর্ষণের পর তাকে একটি ক্যানেলে ফেলে চলে যায় অভিযুক্ত ওই পুলিশ আধিকারিক ও তার সঙ্গী । জ্ঞান ফিরলে কোনওমতে স্থানীয়দের সাহায্যে তিনি গোয়ালপোখরে ফেরেন । নির্যাতিতাকে সাহায্য করতে আসা সাহাপুরের এলাকাবাসীর দাবি, রক্ষকই এখন ভক্ষকের রূপ নিয়েছে । ওই পুলিশ আধিকারিকের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা ।

ইসলামপুরের পুলিশ সুপার সচিন মক্কর বলেন, "আমার কাছে এই সংক্রান্ত কোনও লিখিত অভিযোগ আসেনি । তবে ঘটনার কথা কানে আসতেই ওই অফিসারকে ক্লোজ় করা হয়েছে ।" লিখিত অভিযোগ জমা পড়লেই ঘটনার তদন্ত শুরু করা হবে ।

Intro:রায়গঞ্জ, ০৮ সেপ্টেম্বরঃ- উত্তর দিনাজপুরে গোয়ালপোখর থানার এক এসআই ও তার এক সঙ্গীর বিরুদ্ধে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল। শুধুমাত্র ধর্ষণ নয় ওই মহিলাকে রাস্তার ধারে ফেলে দিয়ে চলে আসার অভিযোগও উঠেছে পুলিশ আধিকারিক এর বিরুদ্ধে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা পুলিস আধিকারিকের এহেন কাজে বিরুদ্ধে গর্জে উঠেছেন। মহিলার দাবি বহু আগে থেকে পরিচয় থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটায় তিনি সত্যিই স্তম্ভিত। অভিযুক্ত এসআই বিধান সিংহকে ইতিমধ্যেই ক্লোজ করেছেন ইসলামপুর জেলা পুলিশ সুপার। আগামীতে ওই মহিলার লিখিত অভিযোগ জমা পড়লেই ডিপার্টমেন্টাল তদন্ত শুরু করা হবে বলেই জানিয়েছেন পুলিশ সুপার। এদিনই থানায় অভিযোগ করার কথা জানিয়েছেন ধর্ষিতা মহিলা।

ধর্ষিত মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে গত 7 তারিখ গোয়ালপোখর থানার এএসআই বিধান সিংহ কাজের লোভ দেখিয়ে কালিয়াচকের বাসিন্দা ওই মহিলাকে থানায় ডেকে পাঠায়। এরপর গত 8 তারিখ রাতে তাকে ইটাহারে নিয়ে যাওয়ার নাম করে সেখানকার একটি হোটেলে গিয়ে তোলেন। মহিলার অভিযোগ রাতে তাকে দুষ্কর্ম করার পর ভোর বেলায় তাকে রাস্তায় ফেলে চলে যান ওই পুলিশ আধিকারিক। কোনমতে জ্ঞান ফেরার পর তিনি স্থানীয়দের সাহায্য নিয়ে কোনমতে আবার গোয়ালপোখর ফেরেন ওই মহিলা।আজই ওই মহিলা থানায় অভিযোগ জানাবেন বলে দাবি করেছেন।এদিন ওই মহিলাকে সাহায্য করতে আসা সাহাপুরের এলাকাবাসীর দাবী রক্ষকই ভক্ষকের রুপ নিয়েছে।এই ধরনের ঘটনার প্রতিবাদে ইসলামপুর জেলা পুলিশ সুপারের কাছে যাবেন তারা।ওই অফিসারের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন প্রতিবাদীরা।

ধর্ষিত মহিলা বলেন,আমাকে ডেকে নিয়ে এসে রাতে মদের নেশায় ধর্ষণ করেছে গোয়ালপোখর থানার এএসআই বিধান সিংহ ও তার এক সঙ্গী। ধর্ষণ করে আমাকে রাস্তায় ফেলে রাখা হয়েছিল।আমি ওই অফিসারের তীব্র শাস্তি দাবী করছি।

মহিলাকে সাহায্য করতে এগিয়ে আসা এক ব্যক্তি নুরুল ইসলাম বলেন,রক্ষকই ভক্ষক হয়ে দাড়িয়েছে।আমরা ওই মহিলার সঙ্গে দুষ্কর্ম করা অফিসারের তীব্র শাস্তি দাবী করছি।গোয়ালপোখর থানার পুলিশ অফিসারদের ব্যবহার অত্যন্ত খারাপ।আমরা সমস্ত বিষয় জানিয়ে স্থানীয় পুলিশ সুপারের দ্বারস্থ হব।

ইসলামপুর পুলিশ জেলার সুপার সচীন মক্কর বলেন আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি।তবে অভিযোগ কানে আসতেই ওই অফিসারকে লাইনে ক্লোজ করা হয়েছে।লিখিত অভিযোগ জমা পড়লে ঘটনার তদন্ত শুরু করা হবে।

তারক চক্রবর্তী, রায়গঞ্জ।। Body:আজভConclusion:স্কব
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.