রায়গঞ্জ, 8 সেপ্টেম্বর : ধর্ষণের অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার ASI ও তার এক সঙ্গীর বিরুদ্ধে । ধর্ষণের পর ওই মহিলাকে রাস্তার ধারের ক্যানেলে ফেলে আসার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে । ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । নির্যাতিতা জানান, অভিযুক্ত পুলিশ আধিকারিক তার পূর্ব পরিচিত । অভিযুক্ত ASI বিধান সিংহকে ইতিমধ্যেই ক্লোজ় করেছেন ইসলামপুর জেলা পুলিশ সুপার । পরে নির্যাতিতা অভিযোগ করলে তার ভিত্তিতে তদন্ত শুরু হবে বলেও জানিয়েছেন তিনি ।
নির্যাতিতার পরিবারের কথায়, গতরাতে গোয়ালপোখর থানার ASI বিধান সিংহ কাজের লোভ দেখিয়ে কালিয়াচকের বাসিন্দা ওই মহিলাকে থানায় ডেকে পাঠায় । এরপর মাঝরাতে তাকে ইটাহারে নিয়ে যাওয়ার নাম করে সেখানকার একটি হোটেলে নিয়ে যায় । নির্যাতিতার অভিযোগ, ধর্ষণের পর তাকে একটি ক্যানেলে ফেলে চলে যায় অভিযুক্ত ওই পুলিশ আধিকারিক ও তার সঙ্গী । জ্ঞান ফিরলে কোনওমতে স্থানীয়দের সাহায্যে তিনি গোয়ালপোখরে ফেরেন । নির্যাতিতাকে সাহায্য করতে আসা সাহাপুরের এলাকাবাসীর দাবি, রক্ষকই এখন ভক্ষকের রূপ নিয়েছে । ওই পুলিশ আধিকারিকের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা ।
ইসলামপুরের পুলিশ সুপার সচিন মক্কর বলেন, "আমার কাছে এই সংক্রান্ত কোনও লিখিত অভিযোগ আসেনি । তবে ঘটনার কথা কানে আসতেই ওই অফিসারকে ক্লোজ় করা হয়েছে ।" লিখিত অভিযোগ জমা পড়লেই ঘটনার তদন্ত শুরু করা হবে ।