ETV Bharat / state

লকডাউনে সমস্যায় টেরাকোটা শিল্পীরা - লকডাউনে ক্ষতিগ্রস্ত টেরাকোটার শিল্পীরা

লকডাউনের কারণে মৃৎশিল্পীদের পাশাপাশি টেরাকোটার কাজের সঙ্গে যুক্ত শিল্পীরাও অসুবিধায় পড়েছেন । অর্ডার বাতিল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা । সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন টেরাকোটা শিল্পীরা ।

ছবি
ছবি
author img

By

Published : May 13, 2020, 2:27 PM IST

রায়গঞ্জ, 13 মে : লকডাউনের কারণে মৃৎশিল্পীদের পাশাপাশি টেরাকোটার কাজের সঙ্গে যুক্ত শিল্পীরাও অসুবিধায় পড়েছেন । অর্ডার বাতিল হয়ে যাওয়ায় সমস্যায় রয়েছেন তাঁরা । এই পরিস্থিতিতে তাঁরা সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন।



রায়গঞ্জ ব্লকের সুভাষগঞ্জের পালপাড়ার টেরাকোটা শিল্পী রমণীমোহন পাল । তিনি দীর্ঘদিন ধরে টেরাকোটার বিভিন্ন জিনিস বানিয়ে তা বিক্রি করে সংসার চালান । কিন্তু এখন রমণীমোহনবাবু চরম সমস্যায় পড়েছেন । তিনি বেশ কিছু টেরাকোটার জিনিসের অর্ডার পেয়েছিলেন । সেইসব জিনিস বানিয়েও ফেলেছেন । কিন্তু যাঁরা অর্ডার করেছিলেন তাঁরা লকডাউনের জন্য আসতে পারছেন না । ঘরেই পড়ে আছে হাতে বানানো সেইসব জিনিস । তাছাড়া বাইরের জেলা থেকে এসেও অনেকেই এই জিনিস নিয়ে যেতেন । তাঁরাও আসতে পারছেন না । এই পরিস্থিতিতে সংসার চালাতে অসুবিধা হচ্ছে রমণীমোহনবাবুর ।

তিনি বলেন, " এখন খালি হাতে বসে আছি । কোনও রোজগার নেই । যাঁরা অর্ডার করেছিলেন তাঁরা আসতে পারছেন না লকডাউনের জন্য । আগে মেলাতে গিয়ে এই টেরাকোটার জিনিস বিক্রি করতাম । কিন্তু এখন লকডাউনের কারণে সেই মেলাও বন্ধ হয়ে গেছে । তাই চরম সমস্যায় পড়েছি । এই সময় সরকার যদি আমাদের দিকে একটু দেখে তাহলে কিছুটা হলেও উপকার হবে । না হলে আমাদের না খেয়ে মরতে হবে । "

রায়গঞ্জ, 13 মে : লকডাউনের কারণে মৃৎশিল্পীদের পাশাপাশি টেরাকোটার কাজের সঙ্গে যুক্ত শিল্পীরাও অসুবিধায় পড়েছেন । অর্ডার বাতিল হয়ে যাওয়ায় সমস্যায় রয়েছেন তাঁরা । এই পরিস্থিতিতে তাঁরা সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন।



রায়গঞ্জ ব্লকের সুভাষগঞ্জের পালপাড়ার টেরাকোটা শিল্পী রমণীমোহন পাল । তিনি দীর্ঘদিন ধরে টেরাকোটার বিভিন্ন জিনিস বানিয়ে তা বিক্রি করে সংসার চালান । কিন্তু এখন রমণীমোহনবাবু চরম সমস্যায় পড়েছেন । তিনি বেশ কিছু টেরাকোটার জিনিসের অর্ডার পেয়েছিলেন । সেইসব জিনিস বানিয়েও ফেলেছেন । কিন্তু যাঁরা অর্ডার করেছিলেন তাঁরা লকডাউনের জন্য আসতে পারছেন না । ঘরেই পড়ে আছে হাতে বানানো সেইসব জিনিস । তাছাড়া বাইরের জেলা থেকে এসেও অনেকেই এই জিনিস নিয়ে যেতেন । তাঁরাও আসতে পারছেন না । এই পরিস্থিতিতে সংসার চালাতে অসুবিধা হচ্ছে রমণীমোহনবাবুর ।

তিনি বলেন, " এখন খালি হাতে বসে আছি । কোনও রোজগার নেই । যাঁরা অর্ডার করেছিলেন তাঁরা আসতে পারছেন না লকডাউনের জন্য । আগে মেলাতে গিয়ে এই টেরাকোটার জিনিস বিক্রি করতাম । কিন্তু এখন লকডাউনের কারণে সেই মেলাও বন্ধ হয়ে গেছে । তাই চরম সমস্যায় পড়েছি । এই সময় সরকার যদি আমাদের দিকে একটু দেখে তাহলে কিছুটা হলেও উপকার হবে । না হলে আমাদের না খেয়ে মরতে হবে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.